মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৩

কুষ্টিয়ায় যক্ষ্মা প্রতিরোধে সাংবাদিকদের সমন্বয়ে অ্যাডভোকেসি সভায় ডাঃ আবু দাউদ

আব্দুম মুনিব ॥ কুষ্টিয়ায় যক্ষ্মা প্রতিরোধে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সাংবাদিকদের সমন্বয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের এনএস রোড়স্থ জেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নাটাবের জেলা শাখার সভাপতি শাহাবুব আলী সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডাঃ আবু দাউদ। বক্তব্য রাখেন নাটাবের কোষাধ্যক্ষ শামসুল বারী, আরটিভির কুষ্টিয়া প্রতিনিধি শেখ হাসান বেলাল, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু, বাংলা বাজার পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এ এইচ আরিফ, বিডি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, । প্রধান আলোচকের বক্তব্যে ডাঃ আবু দাউদ বলেন, বাংলাদেশে যক্ষ্মা একটি অন্যতম ঘাতক ব্যাধি। এরোগে আক্রান্ত হয়ে প্রতি বছর অনেক লোকের মৃত্যু হয়। বর্তমানে এ রোগের চিকিৎসা ঔষুধ বিনামূল্যে প্রদান করা হয়। আমাদের দেশে যক্ষ্মা সম্পর্কে সামাজিক কুসংস্কার এখনও রয়ে গেছে। সচেতনাতার অভাব এর প্রধান কারণ। যক্ষ্মা রোগীর কফ, হাঁচি ও কাশির মাধ্যমে জীবানু বাতাসে মিশে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তা সুস্থ ব্যক্তির ফুসফুসে প্রবেশ করে এবং সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করে। এটি একটি মারাত্মক সংক্রামক রোগ। নিয়মিত ও পূর্ন মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভাল হয়। যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাব দেশের ঐতিহ্যবাহী বৃহত্তম জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাব নিরন্তর কাজ করে যাচ্ছে। সামাজিক কুসংস্কার, অজ্ঞতা, অবহেলা, অর্থনৈতিক সংকট ও সঠিক তথ্যের অভাবে যক্ষ্মা রোগীরা চিকিৎসা নিলেও নিয়মিত ওষুধ সেবন এবং পূর্ন মেয়াদে চিকিৎসা গ্রহণ করেন না। নাটাব সরকারের ডটস কর্মসূচীর অংশীদার হিসাবে রোগীদের চিকিৎসা সম্পর্কে সচেতন করে তোলার ব্যাপারে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে আসছে। এ সমস্ত কর্মসূচীর মধ্যে আছে সভা, সেমিনার, ওয়ার্কশপ, র‌্যালী, রোগীদের সাথে ব্যক্তিগত যোগাযোগ ইত্যাদি। গণমানুষের মাঝে যক্ষ্মা সম্পর্কিত প্রচার কাজ নাটাব সুশীল সমাজকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন