মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৩

খোকসায় কৃষি উপকরণ বিতরণ

খোকসা প্রতিনিধি : সোমবার সকালে কুষ্টিয়ার খোকসায় উপজেলা ২ ইউনিয়নের পারিবারিক পর্যায়ে কিষাণী অংশগ্রহণে সবজী বীজ উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ কর্মসূচীর আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ৫০ জন কিষাণীদের মাঝে কৃষি বীজ উপকরণ বিতরণ করেছে প্রগতি সংঘ।
সকালে সংঘের কনফারেন্স রুমে কৃষি বীজ উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় খোকসা জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, মাসিক কলমতরীর কলমতরীর সম্পাদক মনিরুল ইসলাম মনি। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক সজীব খান। জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানীপুর, মাসিলিয়া ও আমবাড়িয়া ইউনিয়নের তাহেরপুর গ্রামের ৫০ জন কিষাণীদের মাঝে এসকল উপকরণ বিতরণ করেন অতিথিরা। দেশী বীজ সংরক্ষণে নারীর ভূমিকা ও কৃষক বাঁচাতে দেশী বীজ সংরক্ষণ করুন শ্লোগানে নারী সবজী বীজ উৎপাদন ও সরক্ষণ করেন। পরিবারে পুষ্টির যোগান দিয়ে থাকেন। এসব কিছু চিন্তা করেই এরকম কর্মসূচী গৃহীত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন