মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৩

কুমারখালীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল চাকুরী জাতীয়করনের দাবীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সর্ববৃহৎ সংগঠন। ১৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সর্বপ্রথম দাবী চাকুরী জাতীয়করণ। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব
িক্ষোভ মিছিলটি সকাল ১১ টায় কুমারখালী জে এন মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঐক্যজোটের সভাপতি কুমারখালী ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন’র সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঐক্যজোটের সহ-সভাপতি কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম রবি, কুমারখালী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও গোবরা চাঁদপুর মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নঈম মিয়া, সহ-সম্পাদক পাথরবাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান বিশ্বাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহজালাল প্রমূখ। ঐক্যজোটের নেতৃবৃন্দ শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া সরকারের নিকট তুলে ধরেন। বেসরকারি এমপিও ভূক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের শতভাগ বেতন পাইলেও তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বেসরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া ১০০ টাকা ও চিকিৎসা ভাতা ১৫০ টাকা, উৎসব ভাতা মূল বেতনের ২৫% এবং কর্মচারীরা মূল বেতনের ৫০% পেয়ে থাকেন যা খুবই অসম্মানজনক। ১৯৮৪ সালে প্রথম বারের মত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১০০ টাকা ও চিকিৎসা ভাতা ৬০ টাকা করা হয়। পরবর্তীতে চিকিৎসা ভাতা বাড়িয়ে ১৫০ টাকা করা হয় যা দীর্ঘ ২৮ বছর ধরে চলছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবী বর্তমান সময়ে ১০০ টাকার বাড়ি ভাড়া একজন শ্রমিকের দৈনিক মজুরীর চেয়েও অনেক কম। উল্লেখ্য গত ১০ জানুয়ারি ২০১৩ হতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবানে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে। সম্প্রতি ঢাকায় নন এমপিও ভূক্ত এক শিক্ষক-কর্মচারীদের সমাবেশে পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সরকারের সমালোচনা করে শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন