মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৩

ভিত্তিপ্রস্তর স্থাপনের ২ বছর অতিক্রান্ত হলেও মিরপুরের বরিশাল খালের সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

গত ২০১১ সালের ৬ জানুয়ারী-মিরপুরের বরিশাল খালের এইস্থানে সেতু নির্মাণের
জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন হাসানূল হক ইনু এমপি। 
মিরপুর প্রতিনিধি : জনসাধারনের দীর্ঘদিনের দাবী বাস্তবায়নে ৬ জানুয়ারী-২০১১ ইং সালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর-চরপাড়ার মধ্যদিয়ে প্রবাহিত বরিশাল খালের উপর ২০ মিটার গার্ডার সেতু নির্মানের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য, তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বর্তমান তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। ভিত্তিপ্রস্তর স্থাপনের ২ বছর অতিক্রান্ত হলেও বরিশাল খালের উপর সেতু নির্মানের কাজ শুরু হয়নি। যদিও ওই সেতুর ভিত্তিপ্রস্তরের মাত্র ৩দিন আগে একই বছরের ৩ জানুয়ারী হাসানূল হক ইনু এমপি একই ইউনিয়নের মশান বাজার সংলগ্ন ডি-৫ বিকে খালের উপর ২০ মিটার গার্ডার সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ইতিমধ্যেই মশান সেতুর নির্মানকাজ
শেষ করে জনসাধারনের ব্যবহারের জন্য খুলে দেয়া হয় অথচ একই সময়ে কেউপুর-চরপাড়াবাসীর বহুল প্রত্যাশিত বরিশাল খালের উপর সেতুর দাবী বাস্তাবায়নে যে ভিত্তি প্রস্থর স্থাপন হয়েছিল অদ্যবধি তার নির্মাণকাজ শুরু না হওয়ায় হতাশা ব্যাক্ত করেছে এলাকাবাসী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন