মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৩

খোকসায় বিজ্ঞান শিক্ষার প্রসার ও আমাদের করণীয় শীষর্ক সেমিনার অনুষ্ঠিত


মনিরুল ইসলাম মনি, খোকসা : সোমবার কুষ্টিয়ার খোকসায় ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিজ্ঞান শিক্ষার প্রসার ও আমাদের করণীয় প্রসঙ্গে এক শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টার দিকে উপজেলার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম সান্টু। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওহিদুল ইসলাম ডবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষক আকমাল হোসেন, অসীম রায় প্রমুখ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানকার ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয় না নেয়ার প্রধান কারণ হলো অর্থনৈতিক দূরাবস্তা। তারা মনে করে বিজ্ঞান শিক্ষা অনেক ব্যয়বহুল একটি মাধ্যম। এমতাবস্তায় অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আছে যারা বিজ্ঞান বিষয় নিতে ভয় পায় সেই সাথে এখানে বিজ্ঞানের শিক্ষক সংকট প্রকট। উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সি,এস,ই বিভাগের ছাত্র নাজমুল হাসান নাহিদ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন