মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৩

কুষ্টিয়া পলিটেকনিক কলেজে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন : সড়ক অবরোধ

আব্দুম মুনিব : শিক্ষকদের দূর্নীতি, পরীক্ষাকালীন উৎকোচ হিসেবে অতিরিক্ত অর্থ আদায়, প্ররিধানে ১০ অনুচ্ছেদ বাতিলসহ বিভিন্ন দাবীতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে কুষ্টিয়ায় পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিষ্ঠানের প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা রাস্তায় অবরোধ করে।  শিক্ষার্থীরা ৩ দফা দাবী সম্বলিত একটি স্বারকলিপি কলেজের উপাধাক্ষ মোশারফ হোসেনের নিকট দেয়। ৩ দফার মধ্যে রয়েছে ২০১০ সালে প্রবিধান এ (ড্রপ আউট) ঝরে পরা চলবে না, ফলাফল সংসধন করে যত তাড়াতাড়ি সম্ভব জানাতে হবে ও ২০১০ সালে প্রবিধান এ
কোন ছাত্রছাত্রী ঝরে পরা চলবে না। এছাড়াও শিক্ষার্থীরা জানিয়েছে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ১০ এর প্রবিধান পরিবর্তন করা না হলে ক্লাসে ফিরে যাবেনা তারা । দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস অচল করে দেবার হুমকী শিক্ষার্থদের।  এ ঘটনায় কলেজে থমথমে অবস্থা বিরাজ করে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কলেজে। এদিকে কুষ্টিয়ায় পলিটেকনিক কলেজের উপাধাক্ষ্য মোশারফ হোসেন বলেন ছাত্রদের দাবি যৌক্তিক নয় বলে জানান তিনি বলেন, এটি মন্ত্রনালয় থেকে গৃহিত বিষয় তাদেও কিছু করার নেই। এছাড়াও তিনি দূর্ণীতির প্রমান পেলে শিক্ষকদেও বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার কথা জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন