মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৩

ফেসবুকের সুবাদে ৬৫ বছর পর ভাই-বোনের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট : ফেসবুকের সুবাদে দীর্ঘ ৬৫ বছর ভাইয়ের সাক্ষাৎ পেল এক বোন। তাও আবার মাত্র ৭ বছরের বয়সের শিশুর সহযোগিতায়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়ায়। বেটি বিলাডিউ (৭০) ও তার ভাই ক্লিফর্ড বয়সন (৬৬) নামের দুই ভাইবোন শনিবার সাক্ষাৎ করেছেন। যখন বেটির বয়স ৫ বছর ও তার ভাই ক্লিফর্ডের বয়স ৩ বছর তখন তাদেরকে শিকাগোর আলাদা শিশু সদনে পাঠানো হয়। এরপর থেকে অনেক চেষ্টার পরও তারা একে অপরকে আর খুঁজে পায়নি। এক সময় বয়সন যে বাড়িতে বাস করেন সেই বাড়ির মালিকের ছেলে এডি হানজেলিন (৭) তার ফেসবুকে বন্ধু তালিকায় যোগ দেয়। এডি তার মায়ের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিলাডিউয়ের ডাক নাম (বিলাডিউ) লিখে খুঁজতে থাকে। এভাবে ফেসবুকে ছবি দেখে সে বিলাডিউকে আবিষ্কার করে। পরে তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খুশিতে আত্মহারা হয়ে যায় দুই ভাইবোন। একে অপরকে আলিঙ্গন করে বয়সন বলে, নিশ্চয়ই তোমার একজন ভাই ছিল! আর বিলাডিউ বলে- হ্যাঁ, তোমারও তো একজন বোন ছিল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন