বুধবার, ফেব্রুয়ারী ২০, ২০১৩

ইবিতে কম্পিউটার প্রশিক্ষণের উপর সপ্তাহব্যাপী কর্মশালা উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইউজিসি/এআইএফ এর সাব প্রকল্প ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে এবং হেকেপ এর অর্থায়নে সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উপর কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকালে এ কর্মশালার উদ্বোধন উপলক্ষে থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই। আশারাখি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণ শিক্ষাদানের ক্ষেত্রে প্রশিক্ষণের এ অভিজ্ঞতা কাজে লাগাবেন। হেকেপ এর সাব প্রকল্প পরিচালক প্রফেসর ড. ময়নুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদীয় ডিন প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী। সভাটি পরিচালনা করেন আল-হাদীস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার আল-হাদীস বিভাগের কম্পিউটার ল্যাবে দ্বিতীয় পর্যায়ের এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ কর্মশালায় ২টি পর্বে থিওলজী অনুষদভূক্ত ৩টি বিভাগের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। কম্পিউটার বিজ্ঞান ও আই.সিটি বিভাগের সিনিয়র শিক্ষকগণ প্রশিক্ষক হিসেবে এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন