বুধবার, ফেব্রুয়ারী ২০, ২০১৩

কুষ্টিয়ায় বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আব্দুম মুনিব : কুষ্টিয়া শহরের বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহম্মেদের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। সুত্রে জানা যায়, শহরের বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে লাইসেন্স’র মেয়াদ উর্ত্তীর্ণ, টেকনেশিয়ান না থাকা এবং বিশেষজ্ঞ ডাক্তার না থেকেও তাদের নাম ব্যবহার করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থেকেই সেন্টারগুলো অবৈধভাবে চালিয়ে আসছে এমন সংবাদ কুষ্টিয়া জেলা প্রশাসন জানতে পারে। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শহরের কয়েকটি ডায়াগনষ্টিক সেন্টারের অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় হাসপাতাল রোড়ের গড়াই ডায়াগনষ্টিক সেন্টারে লাইসেন্স মেয়াদ না থাকা ও টেকনোশিয়ান না থাকায় ৫ হাজার টাকা, একই অভিযোগে সততা ডায়াগনষ্টিক সেন্টারে ২ হাজার টাকা, মুক্তি ডায়াগনষ্টিক সেন্টারে ৫ হাজার টাকা, খলিশাকুন্ডি ডায়াগনষ্টিক সেন্টারে ৫ হাজার টাকা, বাহার ডায়াগণষ্টিক সেন্টারে ২ হাজার টাকা, পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে ২ হাজার টাকা টাকা জরিমানা আদায় করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন