বুধবার, ফেব্রুয়ারী ২০, ২০১৩

ঘরে বসে আয়ের নামে প্রতারণার ফাঁদ

অনিক : কুষ্টিয়াতে আউটসোর্সিং এর ধারণা নিয়ে অনেক অ-স্পষ্টতা রয়েছে। আবার অনেকেই ইন্টারনেট সম্বন্ধে খুব একটা ভালো ধারনা নেই। ফলে না বুঝেই কেউ কেউ অনেক টাকা পয়সা খরচ করে ফেলছে। অর্থগুলো লুটে নিচ্ছে কিছু অসাধু শ্রেণীর লোক। প্রতারকরা বিভিন্ন সংগঠনের নামে সেমিনার, পোষ্টার, প্রচারপত্র বিলি ও ফেসবুকের মাধ্যমে প্রচার চালান। কুষ্টিয়ার সুশিল লোকদের কাছে জানতে চাইলে তারা বলেন, দেশের অনলাইন আউটসোর্সিং ওএমএলএম নিয়ে কোন নীতিমালা না থাকার ফলে গ্রাম গঞ্জ থেকে আসা ছাত্র ছাত্রীরা বড় ধরনের অর্থ হারাচ্ছে। তাই ঘরে বসে আয়ের নামে যে সকল সংগঠন বা কোম্পানী আছে সে গুলোর আইনী ব্যবস্থা এবং সচেতন নাগরিকদের এগিয়ে এসে এগুলো প্রতিহত করা উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন