বুধবার, ফেব্রুয়ারী ২০, ২০১৩

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

ঝিনাইদহ সংবাদদাতা : নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাস ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহালের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় শহরের প্রিয়া সিনেমা হলের সামনে থেকে মিছিলটি বের হয়। তার আগে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সেখানে সমাবেত হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পায়রা চত্ত্বরে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। সেখান থেকে মিছিলকারীরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে ফিরে সমাবেশ করে।  সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা আব্দুল মতলেব, জাহিদুজ্জামান মনা, এ্যাডভোকেট এমএ মজিদ, মুন্সী কামাল আজাদ পান্নু, আব্দুল আলীম, রওশন বিন কদর মিরণ, রওশন বন কদর মিরণ, সাজেদুর রহমান পপ্পু, আশরাফুল ইসলাম পিন্টু, আরিফুল ইসলাম আনন বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহালের দাবি জানিয়ে বলেন, এই সরকারের অধীনে কোন জাতীয় নির্বাচন বিএনপি সহ ১৮ দল মেনে নেবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন