বুধবার, ফেব্রুয়ারী ২০, ২০১৩

শৈলকূপার আবাইপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়ন চেয়ারম্যান আমজেদ মোল্ল¬ার বিরুদ্ধে গরীব ও দুস্থদের মধ্যে বিতরণকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক তোলপাড় ও উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসী বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জানা গেছে, গত ১৬ ফেব্র“য়ারী এক হাজার গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণের জন্য দিন ধার্য করে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকতা। কিন্তু ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্ল¬া নামে মাত্র কয়েকজন কার্ডধারীদের মধ্যে ১০ কেজির স্থলে ৭ কেজি করে চাল বিতরণ করেন। চাল বিতরণের খবর পেয়ে এলাকার গবীর ও দুস্থরা ইউনিয়ন পরিষদে হাজির হয়। কিন্তু ওই সময় তাদেরকে জানিয়ে দেওয়া হয় চাল শেষ হয়ে গেছে। এলাকাবাসী জানতে পারে চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্ল¬া ২শত বস্তা চাল গোপনে বিক্রি করে দিয়েছে। এ সময় তারা ইউনিয়ন পরিষদে হাজির হলে চেয়ারম্যান আমজাদ মোল্ল¬া পরিষদ ছেড়ে পালিয়ে যায়। উপায়ান্তর না পেয়ে ইউনিয়নের ইউপি সদস্য নিজাম বিশ্বাস, রজনু মিয়া, হেলাল মুন্সি, আনোয়ার খাঁ, রাশেদুল মোল¬া, ইকবাল বিশ্বাস, আলীয়া খাতুন, শিউলী খাতুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা মৎস্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী ও শৈলকুপা আসনের এমপি আব্দুল হাইয়ের ঝিনাইদহ শহরের আরাপপুরের বাসায় এসে অভিযোগ করেন।  এ ব্যাপারে আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন মোল¬া জানান, আমি চাল সুষ্ঠুভাবে বিতরণ করেছি। এখানে কোন অনিয়ম হয়নি। এ ঘটনাটি নিয়ে শৈলকুপা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী পিন্সি বলেন, চাল আত্মসাতের ঘটনায় আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন