বুধবার, ফেব্রুয়ারী ২০, ২০১৩

কমলাপুর রুমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

মনিরুল ইসলাম মনি, খোকসা : গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার খোকসার কমলাপুর রুমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সব্বোর্চ ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী নওশীন শাউলী মৌ। তৃণমূল পর্যায়ে শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি, ঝড়ে পড়া রোধ, শিক্ষার মান বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারি ঘোষণা অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের তফশিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল, বাছাই প্রত্যাহারসহ নির্বাচনের সকল নিয়ম-কানুন পালন সাপেক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৮ থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১২৬ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটার ভোট প্রদান করে। এর মধ্যে ৯টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়।এ নির্বাচনে মোট ৭ জন বিজয়ীর বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এদের মধ্যে ৫ম শ্রেণীর ছাত্রী নওশীন শাউলী মৌ সব্বোর্চ ৮০ ভোট, ৪র্থ শ্রেণীর ছাত্রী বীথি খাতুন ৭৮ ভোট, ৩য় শ্রেণীর সোহেল রানা ৭২ ভোট, ৫ম শ্রেণীর রাসেল ৭১ ভোট, ৩য় শ্রেণীর জাহিদ ৭০ ভোট, ৪র্থ শ্রেণীর ফাহিম মুনতাসির ৫২ ভোট এবং ৩য় শ্রেণীর সিনথিয়া ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সকল দায়িত্ব ছাত্র-ছাত্রীরা নিজেরাই পালন করে। ব্যাপক প্রচার-প্রচারণা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন