বুধবার, ফেব্রুয়ারী ২০, ২০১৩

কুষ্টিয়ায় ১০ জামায়াত শিবির নেতাকর্মীর বিরুদ্ধে অবশেষে রাষ্ট্রদ্রোহীতার মামলা

আব্দুম মুনিব : কুষ্টিয়ায় উপজেলা রোডের সাদ ভিলায় আটক ১০ জামাত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন ডিবি পুলিশ। মামলা নং-৩২। মামলায় গত ১৫ নভেম্বর কুষ্টিয়া উপজেলা রোডের রিজিয়া সাদ ভিলা থেকে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া ৯ শিবির কর্মী ও ঐ বাড়ীর মালিককে আসামী করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। উলে¬খ্য, ১৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা একটার দিকে রিজিয়া সাদ ভিলায় শিবিরের ক্যাডাররা নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় শিবিরের নয় জন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কুমারখালী উপজেলার রবিউল (১৭), ইছাহক আলী (২২), আব্দুল কুদ্দুস (৩০), আব্দুল আলীম (৩০), রাজবাড়ি জেলার হাফেজ আশরাফুল (৪০), মীর সাইফুল¬াহ (৩৭), নওগা জেলার সোহাগ (২২), কুষ্টিয়া শহরের উপজেলা রোডের আশিক (১৭) ও ইশ্বরদি’র সাজেদ আলী (১৬)। এসময় সেখান থেকে বিপুল পরিমান জিহাদী বই, লিফলেট, পোষ্টার, লাঠি শোঠা, বোমা তৈরীর ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় পুলিশ রাষ্ট্রদ্রোহী মামলার জন্য মন্ত্রনালয়ে সুপারিশ জানায়। গতকাল সোমবার মন্ত্রনালয়ের সিদ্ধান্তের পর ঐ ৯ আসামী ও বাড়ীর মালিকসহ ১০ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন