বুধবার, ফেব্রুয়ারী ২০, ২০১৩

মহান ২১ শে ফেব্রয়ারী ভাষা শহীদদের শ্রদ্ধা ও স্মরণে

কুষ্টিয়ায় ৩দিনব্যাপী বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : মহান ২১ শে ফেব্র“য়ারীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং স্মরণে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সন্ধ্যায় ১৯ শে ফেব্র“য়ারী থেকে ২১ ফেব্র“য়ারী পর্যন্ত ৩দিনব্যাপী বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ড. মল্লিক আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. মোল্লা মাহমুদ হাসান। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রধান অতিথি থাকার কথা ছিল কিšত্ত বিশেষ কাজে কুষ্টিয়ার বাইরে থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. মল্লিক আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন,নেজারত ডেপুটি কালেক্টরেট কুষ্টিয়ার উত্তম কুমার রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রেভিনিউ ডেপুটি কালেক্টরেট জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহীম্যাজিষ্ট্রেট মৌসুমী আফরিদা, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা পারভিন, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আশরাফুজ্জামান, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার তৌহিদুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তৌফিক তপন, জেলা নাজির আব্দুল মতলেব,সহকারী নাজির আহ্সানুর রহমানসহ মেলার আয়োজকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্ধোধক ড.মল্লিক আনোয়ার হোসেন বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকেই ৬৯’র গণ অভ্যর্থান। আজ বাংলা ভাষার চেতনা দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে।মাতৃভাষার চেতনা আগামী প্রজন্ম এর মাঝে ছড়িয়ে দিতে হবে। সার্বিক উপস্থাপনায় ছিলেন শুকদেব সাহা। গতকালের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সুর সপ্তক একাডেমী ও শঙ্কলিতা শিল্পী গোষ্টী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন