বৃহস্পতিবার, আগস্ট ০৬, ২০১৫

আইন সবার জন্য সমানভাবে চলছে না : বিএনপি

হাওয়া ডেস্ক : আইন সবার জন্য সমানভাবে চলছে না বলে অভিযোগ করেছে বিএনপি। দলের আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, আইন এখন সবার জন্য সমান নয়। একেকজনের জন্য একেকরকম বিচার চলছে। আমরা দেখছি, একই যাত্রায় দুই ফল। আইন কারো জন্য চলে দ্রুত গতিতে, আবার কারো জন্য চলে ধীরগতিতে। আইন ও বিচার এসব সরকারের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তারপরও আমরা বিচারকদের প্রাজ্ঞতা ও ন্যায় পরায়নতার প্রতি আস্থা রাখতে চাই। গ্যাটকো দুর্নীতির মামলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের বিষয়ে হাইকোর্টের আদেশের প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষে তিনি একথা বলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খাটো বা অসম্মান করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যাবে না বলে তিনি মন্তব্য করেন। আজ বুধবার হাইকোর্ট গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই আবেদন খারিজ করে স্থগিতাদেশ তুলে নিয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এসময় দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শাম্মী আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। গ্যাটকো মামলায় হাইকোর্টের রায়ের বিষয়ে দলের প্রতিক্রিয়া জানতে চাইলে আসাদুজ্জামান রিপন

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০১৫

খোকসা বিএনপি, জেলা তৃণমূলদল ও জগন্নাথপুর ইউপি বিএনপির পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা


স্বৈরাচারী সরকারকে জনগণই গদি ছাড়তে বাধ্য করবে

------সৈয়দ মেহেদী আহমেদ রুমী

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও সুশাসনের জন্য মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু বর্তমান সরকার স্বৈরশাসনের মাধ্যমে দেশকে গৃহযদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, অবৈধ ভাবে দেশ পরিচালনা করার জন্য স্বৈরাচারী সরকারকে জনগণই গদি ছাড়তে বাধ্য করবে। বুধবার সন্ধায় জেলা বিএনপির কার্যালয়ে খোকসা থানা বিএনপি ও অঙ্গসংগঠন, সকালে কুষ্টিয়া কোর্টে জেলা তৃণমূলদল ও সন্ধায় জেলা বিএনপির কার্যালয়ে কুমারখালীর জগন্নাথপুর ইউপি বিএনপির পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এসময় তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যেশে তিনি এসব কথা বলেন। সদ্য জামিন পাওয়া বিএনপির এই নেতা সরকারকে উদ্যেশ্য করে বলেন, আপনারা রাজপথে সাধারণ জনগণ হত্যা বন্ধ করুন। এর পরিণাম খুবই ভয়াবহ। মানুষের জীবন নিয়ে খেলা করবেন না। ভুলে যাবেন না জনগণই সকল ক্ষমতার উৎস্য। খোকসা থানা বিএনপি

সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সাথে কুমারখালী উপজেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা


শরীফুল ইসলাম কুমারখালী ঃ কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পুনঃবাসন সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ৭৮,কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করলেন কুমারখালী উপজেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। গতকাল কুষ্টিয়া হাওয়া অফিসে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দিনকাল/হাওয়া পত্রিকার কুমারখালী প্রতিনিধি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের আলো পত্রিকার কুমারখালী প্রতিনিধি এম এ ওহাব, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মাটির পৃথিবী পত্রিকার কুমারখালী প্রতিনিধি আর কে জামান রিপন, প্রচার সম্পাদক ও দৈনিক জয়যাত্রা পত্রিকার কুমারখালী প্রতিনিধি এম এ শাহীন প্রমূখ।

দৌলতপুরে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ যুবক গ্রেফতার


দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রাম থেকে ইয়াবা সহ এক যুবক কে গ্রেফতার করেছে র‌্যাব। জানাগেছে গত মঙ্গলবার বিকেলে এলাকার রেফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রাম থেকে আব্দুর রশিদের ছেলে রিপন (২৮) কে আটক করে হোসেনাবাদ ক্যাম্পের র‌্যাব সদস্যরা। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রিপনের বাড়ী তল্লাসী করে ৩৭ পিচ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং যুবক রিপন কে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদের পর দৌলতপুর থানায় সৌপার্দ্দ করে, এ ব্যাপারে মামলা হয়েছে নং ৩৫।

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ৮ পাসপোর্ট দালাল আটক, মোবাইল কোর্টে কারাদন্ড


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৮ দালালকে আটক করেছে র‌্যাব-৬।
বুধবার দুপুর ১ টার দিকে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্ট বসিয়ে প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়। দন্ডিতরা হলো- ঝিনাইদহ পৌর এলাকার সাধন কুমার (২৫), বিপুল হোসেন (২৪), পিপুল আহম্মেদ (৩০), সুমন কুমার (২৫), মিলন মিয়া (২৬), সোহেল আহম্মেদ (২৭), পারভেজ হোসেন (২৮) ও শহিদুল ইসলাম (৩২)।মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আশরাফ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাসপোর্ট অফিসে দালালরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে

মেহেরপুরের সাংবাদিক মহাসিন আলীর মা সোনাভানু বিবি আর নেই

আকতারুজ্জামান,মেহেরপুর : সাংবাদিক মহাসিন আলীর মা সোনা ভানু বিবি (৮৫) আর নেই। আজ বুধবার দুপুরে তিনি সাতক্ষীরা জেলা সদরের রসুলপুর গ্রামে বড় মেয়ের বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি....রাজিউন। বেশ কিছু দিন ধরে তিনি বার্ধক্য জনিতসহ নানা রোগে ভুগছিলেন।
সাংবাদিক মহাসিন আলী দৈনিক মাথাভাঙ্গার মেহেরপুর জেলা প্রতিনিধি।

ইবিতে নিয়োগ বোর্ড সম্পন্ন করতে পরিসংখ্যান বিভাগের আল্টিমেটাম

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের স্থগিত হওয়া শিক্ষক নিয়োগ বোর্ড দ্রুত করতে আগামী ১০ আগস্ট পর্যনÍ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেধে দিয়েছেন এ বিভাগের শিক্ষকেরা। বুদবার বেলা সাড়ে ১২টায় পরিসংখ্যান বিভাগের সভাপতির কার্যালয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কর্মসূচী ঘোষণা করেন পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন। বেধে দেওয়া সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। এছাড়াও