শনিবার, জানুয়ারী ১৯, ২০১৩

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী

হাওয়া ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৭৭তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি শনিবার। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপির চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এ উপলক্ষে আজ শনিবার সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এসময় বিএনপি প্রধানের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি শুরু হবে। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

জিয়া শিশু কিশোর সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মওলানা ভাসানী মিলনায়তনে শিশু কিশেঅরদের জিয়া শিশু কিশোর সংগঠনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিক হয়। চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির কেন্দ্রীয় সদস্য লে: জে: (অব:) মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো: শাহ্ আলম রেজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন, বিএনপির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জিয়াউর হায়দার পলাশ রিয়াজ উদ্দিন নসু, মীর মুমনুর রহমান সুজন, আলহাজ্ব মোশাররফ হোসেন, শফিকুর রহমান,মো:তারিকুল ইসলাম প্রমুখ। বিচারক ছিলেন ইসরাফিল রতন ও এফ এম আনিস প্রায় ২ শতাদিণ শিশু কিশোর অংশ গ্রহণ করেন।

ইবিতে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতা সৌরভকে দেখতে ঢাকা মেডিকেলে সৈয়দ মেহেদী আহমেদ রুমী

ষ্টাফ রিপোটার : ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুরুত্বর আহত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক সৌরভকে দেখতে গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তাদের সাথে ছিলেন কুষ্টিয়া জেলা সেচ্ছা সেবক দল নেতা ইয়ারুল ইসলাম, আলমগীর হোসেন, ইবি ছাত্রদল নেতা রহমতউল¬াহ, আবু জাফর, মুশফিক, পরাগ, রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ আহত সৌরভের শয্যাপাশে কিছু সময় কাটান এবং শারীরিক ও চিকিৎসার খোজখবর নেন।

নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে মুহিত

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান সাহিত্য ও কাব্যগ্রন্থে মানবতা প্রেম-ভালবাসা খুজে পাওয়া যায়

সিরাজুম সালেকীন : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, সাহিত্য ও কাব্যগ্রন্থে মানবতা প্রেম-ভালবাসা খুজে পাওয়া যায়। অনাচার-অন্যায় ও মানবতার পতাকা উর্দ্ধে তুলে ধরতে হলে রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা করতে হবে। গতকাল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের নোবেল বিজয়ের মাধ্যমে বাঙ্গালী প্রথম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বিশ্বাঙ্গনে। কবিগুরু ইচ্ছা ছিল শিলাইদহে সংস্কৃতি চর্চাকেন্দ্র প্রতিষ্ঠা, সে ইচ্ছা পুরণ হতে পারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে রবীন্দ্রনাথকে আরও চেনা জানা যাবে।
বাংলাদেশের অতন্দ্র একাত্তর ও ভারতের ফ্রেন্ডস্ অব বাংলাদেশ এর যৌথ উদ্যেগে ‘গীতাঞ্জলী’ কাব্যগ্রন্থে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে গতকাল শুক্রবার কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে দিনব্যাপী বসেছিল ভারত-বাংলাদেশ দু’দেশের কবি, শিল্পি ও সাহিত্যিকদের মিলনমেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ পদার্পন উদযাপন-‘গীতাঞ্জলী’ ১০০

ইবিতে ছাত্রদলের ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে প্রশাসন ও ছাত্রলীগের দুইটি মামলা


ছাত্রদল সভাপতিসহ ১০ নেতাকর্মীকে জেলে প্রেরণ


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রলীগ বাদী হয়ে ইবি থানায় দুটি মামলা দায়ের করেছে। ইবি ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিকুর রহমান হিটলার বাদী হয়ে ইবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির ৫৭ জনের নাম উল্লেখ করে দন্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩৬০, ৩৭৯, ১১৪ ধারা এবং বিষ্ফোরক মামলার ৩ ও ৪ ধারায় এই মামলা (মামলা নং-৮) দায়ের করে। মামলার আসামী হিসেবে আটককৃত ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলামসহ ১০ জন ছাত্রদল নেতাকর্মীকে জেলে পাঠানো হয়েছে।  এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আক্তারুল ইসলাম জিল্লু বাদী হয়ে অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করে ইবি থানায় একটি মামলা (মামলা নং-৯) করেছে।  পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ছাত্রলীগ ক্যাডার সজিব গুলি চালানোর ছবি দেশের অসংখ্য জাতীয় পত্রিকায় প্রকাশিত হলেও কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মফিজ উদ্দিন ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান অস্বীকার করেছেন। তাদের দাবি পুলিশের অস্ত্র ছাত্রলীগের কেউ ছিনিয়ে নেয়নি। সংঘর্ষের সময়

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত : আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ইটবোঝাই ট্রাক উল্টে সাজ্জাদ হোসেন (৩৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। এ সময় ট্রাকে থাকা আরো ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে শৈলকুপার লাঙলবাঁধ-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  শৈলকুপার লাঙলবাঁধ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন জানান, এক বাইসাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে ইট বোঝাই ট্রাকটি পুলিশ ক্যাম্পের পাশের রাস্তা থেকে উল্টে খাদে পড়ে। ঘটনাস্থলেই ট্রাকের উপরে থাকা শ্রমিক সাজ্জাদ হোসেন চাপা পড়ে মারা যায়। আহত হয় আরো ৪ শ্রমিক। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। নিহত সাজ্জাদ হোসেন শৈলকুপা উপজেলার নবগ্রামের আব্দুস সামাদের ছেলে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।  

ঝিনাইদহে অস্ত্র ও বোমাসহ দুই চরমপন্থী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে অস্ত্র ও বোমাসহ দুই চরমপন্থীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সকালে সদর উপজেলার আমের চারাতলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির ক্যাডার সিরাজুল ইসলাম (৪০) ও গণমুক্তিফৌজের ক্যাডার মতিয়ার রহমান (২৭). এসময় তাদের কাছ থেকে একটি সার্টারগান ও ২টি বোমা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত মতিয়ার ঝিনাইদহের চাঞ্চল্যকর সুভাষ হত্যা মামলার আসামী। ঝিনাইদহ ক্যাম্পের কমাণ্ডার হামিদুল হক জানান, চরমপন্থিদের সশস্ত্র অবস্থান গোপন খবর পেয়ে ভোর ৪টার দিকে তাদের একটি দল সদর উপজেলার আমের চারাতলা গ্রামে অভিযান চালায়। সেখান থেকে চরমপন্থী ক্যাডার সিরাজুল ইসলাম ও মতিয়ার রহমানকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের হাসান আলীর ছেলে ও মতিয়ার রহমান একই উপজেলার বেরইল গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ক্যাডেটদের তিনদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন

পদ্মা সেতু নিয়ে এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

ঝিনাইদহ ক্যাডেট কলেজের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কোন সরকার ব্যবস্থা থাকবে তা আলোচনা করে একমত হতে হবে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, পুরনো ধাচের বাতিল হওয়া নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলবেন না। মন্ত্রী বলেন, বেগম জিয়াকে ২ বছর আগ থেকেই সংলাপে বসার জন্য আমন্ত্রন জানানো হচ্ছে। কিন্তু খালেদা জিয়া নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছেন না। উনার একটাই উদ্দেশ্যে কোন পন্থায় চক্রান্ত করে যুদ্ধাপরাধী ও দূর্নীতিবাজ আত্মীয়-স্বজনদের রক্ষা করা যায়।  ১৮ থেকে ২০ জানুয়ারি তিন দিনব্যাপী ঝিনাইদহ ক্যাডেট কলেজের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ক্যাডেটদের ১১তম পূনর্মিলনী অনুষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ হায়াত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শুক্রবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং মৎস্য ও প্রাণী