শুক্রবার, মার্চ ১৪, ২০১৪

কুষ্টিয়ার মিরপুরে কাপড় ব্যবসায়ী খুন : মটর সাইকেল ছিনতাই


আশরাফুল ইসলাম, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে মিলন কুমার কর (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের ডাকাতি পুস্করনী নামক স্থানে এঘটনা ঘটেছে। নিহত মিলন কর কুষ্টিয়া মিলপাড়ার বাসিন্দা ও শহরের বড় বাজারের মডার্ণ ক্লথ ষ্টোরের মালিক। জানা যায়, কাপড় ব্যবসায়ী মিলন ও বড় বাজারের ‘নবরুপা ক্লথ’ ষ্টোরের মালিক গৌতম কুমার শাহা মটর সাইকেলে কুষ্টিয়া থেকে ভেড়ামারা বাজারে কাপড় ব্যবসায়ীদের কাছ থেকে বাঁকী টাকায় আদায় করে ভেড়ামারা থেকে ধুবইল হয়ে মিরপুর বাজারে আসার সময় উল্লেখিত স্থানে আসলে মুখোশধারী একদল ডাকাত টর্চ লাইটের আলো চোখে ফেলে তাদের গতিরোধ করে। পরে তাদের হাত পা মুখ বেঁধে রাস্তার পাশে তামাকের নির্জন ক্ষেতে বেঁধে রেখে মটর সাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ডাকাতি করে চলে যায়। ডাকাতরা উভয়কে ব্যপক

ইবি ছাত্রলীগের অস্ত্রবাজী : আতংকে শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কয়েক কর্মী ক্যাম্পাস চলাকালে ৩ রাউন্ড গুলি ছুড়িয়ে অস্ত্রবাজী করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বেলা ১২টার েিদক বিশ্ববিদ্যালয়ের প্রকৗশল অফিসের পিছনে এ ঘটনা ঘটে। এ সময় গুলির বিকট আওয়াজে আতকে ওঠে শিক্ষার্থীরা। আতংক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।
প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রকৗশল অফিসের পশ্চিম পাশে মফিজ লেকের ধারে ছাত্রলীগের কর্মী অর্থনীতি বিভাগের ২০১২-২০১৩ শেষনের হাফিজুর রহমান, সজীব, পলাশ ও একই শিক্ষা বর্ষের ইংরেজী বিভাগের তন্ময় বেলা সাড়ে ১১টা থেকে আড্ডা দিতে থাকে। বেলা ১২টার দিকে ক্যাম্পাস চলাকালে হঠাৎ করে হাফিজুর তার ব্যাগ থেকে একটি আগ্নেয় অস্ত্র বের করে তিন রাউন্ড ফাকা গুলি ছোরে। এতে চারপাশে থাকা শিক্ষার্থীরা আকস্মিক গুলির শব্দে আতকে উঠে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এমন কি ব্যবসায় অনুষদে ক্লাশ-পরীক্ষারত শিক্ষক শিক্ষার্থীদের মাঝে চরম আতংক বিরাজ করে। এ নিয়ে পুরো ক্যাম্পাসে চরম আতংক ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর

ইবি থিয়েটারের ‘জাকির মামার বাকির খাতা’পথনাটক প্রদর্শন

রাশেদুন নবী রাশেদ, ইবি : গতকাল বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ‘জাকির মামার বাকির খাতা’ নামক পথনাট্য প্রদর্শন করেছে ইবি থিয়েটার। নাটকে অভিনয় করেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসাইন, সাধারন সম্পাদক ইমাদ, মামুন, মুন্নী মিনহাজ,শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহ্জাহান মন্ডল, বাংলা বিভাগের প্রফেসর ড. শেখ মহাঃ রেজাউল করিম, প্রফেসর ড. রেবা মন্ডলসহ শতাধিক দর্শক।

মালিহাদে প্রতিপক্ষের হামলায় আহত ১

আমলা প্রতিনিধি ॥ গরু বেচাকে কেন্দ্র করে ওয়াসীম (২৫) নামে একজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বর্তমানে আহত ওয়াসীম মিরপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের চরনওদাপাড়া গ্রামে।  জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে চরনওদাপাড়া গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে ওয়াসীম মাঠে কাজ করতে যায়। এসময় উক্ত গ্রামের মোশারফ হোসেনের ছেলে এখলাস ও ফরমান মন্ডলের ছেলে শফি সাথে গরু বিক্রি নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে এখলাস ও শফি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে

দৌলতপুরে ছোটভাইয়ের হাতে বড় ভাই খুন

আরিফুল ইসলাম, দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া বাজারপাড়া গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। এ ব্যাপারে তার মা বাদি খোদেজান বাদি হয়ে দৌলতপুর থানায় মামলা করেছে।থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯ টার দিকে আড়িয়া বাজারপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মহিদুল ও তার ছোট ভাই ফরিদুলের মধ্যে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরিদুল বড়ভাই মহিদুল (৩৭) কে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। দ্রুত তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর সে

ওসি শেখ লুৎফর রহমান মাদক নির্মূলে সাড়াশি অভিযানের নির্দেশ

কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে ১ জনের ৬ মাসের সাজা অপর জনের ৫ হাজার টাকা জরিমানা

শরীফুল ইসলাম, কুমারখালী ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে ১ মাদক সেবীর ৬ মাসের সাজা ও অপর জনের ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। গতকাল ভোর রাতে কুমারখালী থানা এ এস আই রফিক ও এ এস আই বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ পুরিয়া গাজা সহ মদ্যবাস্থায় পৌর সভাস্থ তেবাড়িয়া মৃত নুশুর ছেলে রকি (২০) এবং আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমানকে গ্রেফতার করে দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায় রকিকে ৬ মাসের সাজা এবং রহমানকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ