শনিবার, জুলাই ১৯, ২০১৪

কুষ্টিয়ায় শ্রমিকদলের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শক্রবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শ্রমিকদলের সভাপতি আমিরুল ইসলাম রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদে, এমএ শামীম আরজু, সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কেএইচ সরোয়ার হোসেন, জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক হাজী রবিউল আউয়াল, যুব বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুইদ বাবুল, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খাদেমূল ইসলাম, জেলা শ্রমিকদলের

খোকসায় শিবিরের উদ্যোগে গোপগ্রামে ইফতার মাহফিল

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় থানা শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খোকসা থানা শিবিরের সভাপতি ফখরুল ইসলামের গোপগ্রাম এর নিজ বাড়িতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ আবু বক্কর সিদ্দিক। থানা শিবিরের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাও: একরামুল হক, মাও: নুরুল ইসলাম, মাও:মুরশিদ আলম, মাও: ডা: ময়েন উদ্দিন। ইফতার মাহফিল পরিচালনা করেন ওমর ফারুক।

কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে ভেজাল সেমাই বিক্রির দায়ে ২জনের কারাদন্ড

শরীফুল ইসলাম, কুমারখালী : পরশু বৃহস্পতিবার বিকাল অনুমান সাড়ে ৫ ঘটিকার সময় পৌরসভাস্থ পশুহাট এলাকা হতে সাধারণ জনতা ভেজাল সেমাই আটক করে। পরে পুলিশের খবর দেওয়া হলে কুমারখালী থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জব্দ করে থানায় নিয়ে আসে। জব্দকৃত ৪০০প্যাকেট (বর্নফুল) লাচ্ছা সেমাই সহ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আশান নগর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর পুত্র মোঃ মশিউর রহমান (২৭) ও খোকসা উপজেলার বুরজুক মির্জাপুর গ্রামের মৃত: আবুল হোসেন সরদার’র পুত্র মোঃ ইউনুস আলী (৪২) কে সেমাইসহ গতকাল বেলা অনুমান ১১ টায় ১ম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তারের

এবার কৃমি নাশক ট্যাবলেট নয় খাবারে বিষ!

গাংনীতে সেভ দ্য চিলড্রেনের খাবার খেয়ে নারী ও শিশুসহ অসুস্থ্য শতাধিক

আক্তারুজ্জামান, মেহেরনপুর : মেহেরপুরের গাংনীতে সেভ দ্য চিলড্রেনের দেয়া খাবার খেয়ে নারী ও শিশু সহ অন্তত শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংখা জনক। গত বৃহস্পতিবার একটি প্রশিক্ষন কর্মসূচীতে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে খাবার বিতরন করা হয়। সেভ দ্য চিল্ড্রেনের খাবার খেয়ে অসুস্থ্য কামারখালী গ্রামের জসিমের স্ত্রী রেজিয়া খাতুন জানান,পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির একটি কক্ষে আয়োজিত প্রশিক্ষন কর্মসূচীতে তিনি সহ সেভ দ্যা চিলড্রেনে কর্মরত ৩০ জন শিক্ষক শিক্ষিকা অংশ নেয়। প্রশিক্ষন কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়। পরে বিতরন কৃত খাবার বাড়ির অন্য সদস্যরা খেলে অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও বামুন্দী শাহিন ক্লিনিক সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। একই গ্রামের হান্নানের স্ত্রী জোসনা খাতুন জানান, তার ছেলে সেভ দ্যা চিলড্রেনের খাবার বাড়ি নিয়ে গেলে সে খাবার খেয়ে তিনি ও তার স্বামী অসুস্থ্য হয়ে পড়েছেন। এ ব্যাপারে সংস্থার সমন্বয়কারী ইমরান

গাংনীতে পরকীয়া প্রেমের জের ধরে স্ত্রীর যৌনাঙ্গ কেটে দিল স্বামী!

মেহেরপুর প্রতিনিধি : পরকীয়া প্রেমের জের ধরে স্ত্রীর যৌনাঙ্গ কর্তন করেছে স্বামী। এ ঘটনায় পুলিশ স্বামী ভ্যানচালক আমানুর রহমান ও তার মা আম্বিয়া খাতুন (৪৫) আটক করেছে। মূমূর্ষ অবস্থায় গৃহবধু বানিয়া খাতুন এখন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার বিকালে এ ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার ধানখোলা গ্রামে।
জানা গেছে, ধানখোলা গ্রামের শুকুর আলীর ছেলে আমানুুর রহমান ৬ বছর আগে পার্শ্ববর্তি জালশুকা গ্রামের ইলিয়াস আলীর মেয়ে বানিয়ারা খাতুনের সাথে বিয়ে করে সংসার করে আসছিল। স্ত্রী এক সন্তানের জননী বানিয়ারা খাতুনের পরকীয়া প্রেমের জের ধরে মাঝে মধ্যে স্বামী আমানুর রহমানের দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার বিকেলের দিকে ভ্যান চালক আমানুর রহমান বাড়িতে এসে স্ত্রী বানিয়া খাতুনকে চিৎ করে ফেলে দিয়ে হাসুয়া দিয়ে তার যৌনাঙ্গ কেটে দেয়। স্থানীয়রা বানিয়ারা খাতুনকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়্ ামেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্্েরর আবাসিক

মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিরপুর দারুস-ছালাম একাডেমি হলরুমে শিক্ষক, ওলামা ও বিশিষ্টজনদের সাথে গত শুক্রবার বাদ আছর থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । শিক্ষক, ওলামা ও বিশিষ্টজনদের উর্দ্দেশ্যে প্রধান অতিথি বলেন, মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে, তাকওয়া অর্জন ও গুনাহ মাফের চেষ্টায় আমরা সকলে দিবা নিশি আললাহাকে খুশি করার চেষ্টায় আছি । সেই সাথে আললাহর দিনকে প্রতিষ্ঠিত করার ব্রত নিয়ে সকল সময় জনগনের সেবাই স্ব-স্ব স্থান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীগন সঠিক দায়িত্ব পানল করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীগন আললাহর রহমতে সকল সময় দেশ ও জাতির কল্যাণে জনগনের স্বার্থে কাজ করি । উপস্থিত শিক্ষক, ওলামা ও সাথি ভাইয়েরা আমি মনে করি, আপনারা কোরআন ও হাদিসের আলোকে এই জুলুম বাজ অ-গনতান্ত্রীক সরকারের হাত থেকে, আমরা কেহ স্বাধীন নয়। দেশ আজ কোন দিকে অগ্রসর হচ্ছে আপনারা তা বাস্তবে দেখছেন। বর্তমান সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিরোধীদলের উপর পাষাবিক ভাবে সব ধারণের নির্যাতন করেই চলেছে , শুধু তাই নয় অনেকেই ইতি মধ্যে শহিদ বরন করতে হয়েছে । কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছেলেরা, দেশের স্বার্থে জাতির কল্যাণে সকল সময় ভাল কাজ করে চলেছে , আলালহর দিন কে প্রতিষ্ঠিত করতে আরো নির্যাতন করলেও আমরা পিছু পা হবো না ।এ সরকারকে আমি বলতে চাই- আপনাদের এতো ভয় কিসের , সৎ সাহস থাকলে দেশের স্বার্থে নির্বাচনের জন্যে আলোচনার পরিবেশ ফিরিয়ে আনুন। এখনও সময় আছে, সম্মানের সাথে তত্বাবধায়ক সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন দিন, নয়লে আগামীতে ভয়াবহ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় থেকে জনগন টেনে হিসড়ে নামিয়ে দিতে বাধ্য হবে--- উপরিক্ত কথা গুলো বলেন ইফতার মাহফিলের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা জামায়াতে

আল-ইকরা জামে মসজিদে দোওয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : গতকাল বাদ আসর আড়ুয়াপাড়া আল-ইকরা জামে মসজিদে কুষ্টিয়ার রজনীগন্ধা জুয়েলার্স ও মোবইলের মালিক বকুল আহমেদের সৌজন্যে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শামসুল আলম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মাওলানা মহম্মদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, দৈনিক কুষ্টিয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক মজিবুল শেখ, দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং আল-ইকরা মসজিদের সভাপতি খাদেমুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক স্বর্ণযূগ পত্রিকার সম্পাদক জামিল হাসান খান খোকন, সাপ্তাহিক প্রভাষণ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ ও ব্যাংকার আশরাফ উদ্দিন আশু। অনান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন হাজী আব্দুল বারী, বকুল আহমেদ, প্রকৌশলী মিজানুর রহমান, দৈনিক কুষ্টিয়া বার্তা’র নির্বাহী সম্পাদক মতিউল ইসলাম

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ কুষ্টিয়ায় বাংলাদেশ কংগ্রেস এর মানববন্ধন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের ওপর ইহুদিবাদী অবৈধ ইসরাইলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ কুষ্টিয়ায় মানববন্ধন করবে বাংলাদেশ কংগ্রেস কুষ্টিয়া জেলা শাখা। সকাল সাড়ে ১০ টায় শহরের পৌর বাজারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধনে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কাবিল উদ্দিন মৃধা।

কুষ্টিয়ায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ থেকে ইসরাইলি পণ্য বর্জনের আহবান

স্টাফ রিপোটার ঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের ওপর ইহুদিবাদী অবৈধ ইসরাইলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা। গতকাল শক্রবার বাদ জুম্মা মিছিলটি মঙ্গলবাড়িয়া বাজার থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে মঙ্গলবাড়িয়া বাজারে গিয়ে শেষ হয়। সেখোনে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আমির আরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইমরান হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এনামুল হোসেন। সভা পরিচালনা করেন বাংলাদেশ আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সভায় বক্তারা ইসরাইলি পণ্য বর্জন ও অবিলম্বে ইসরাইলি গণহত্যা থেকে ফিলিস্তিনীদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ, ওআইসি, মানবাধিকার সংস্থা ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।  বক্তারা বলেন বলেন, ইসরাইল সম্পন্ন অন্যায় ভাবে ফিলিস্তিদের উপর বর্বর গণহত্যা চালিয়ে আসছে। গত কয়েক দিনে গাজায় অবৈধ ইসরাইলের

গাংনীতে পানিতে ডুবে পিতা পুত্রের মৃত্যু

আক্তারুজ্জামান, মেহেরপুর : প্রতিবন্ধী পুত্রকে বাঁচাতে গিয়ে পিতাও লাশ হলেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে। নিহতরা হলেন ইয়ার আলী (৬০) ও তার পুত্র সানোয়ার হোসেন (১৮)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাথাভাঙ্গা নদীতে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। স্থানীয় যুবলীগ নেতা সোহেল আহাম্মেদ জানান, সন্ধ্যার দিকে মহাম্মদপুর গ্রামের ইয়ার আলীর ছেলে প্রতিবন্ধী সানোয়ার হোসেন মাথাভাঙ্গা নদীতে ডুবে যায়। এখবর শুনে তার পিতা ইয়ার আলী তার ছেলেকে খুঁজতে গিয়ে পানির নিচে চলে যায়। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে অনেক খোঁজা-খুজি করার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দৌলাতপুর এলাকার পুত্রের লাশ ভেসে উঠে। এ খবর লেখা পর্যন্ত পিতা ইয়ার আলীর লাশ পাওয়া যায়নি। তবে খোঁজা খুজি চলছে।

গাংনীতে দুটি বোমা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী বাজারের কসমেটিক্স ব্যাবসায়ী আকমল ষ্টোর থেকে ২ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটি ব্যাগের মধ্যে থেকে বোমা দুটি উদ্ধার করে। গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান জানান,স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কালো টেপ মড়ানো বোমা দুটি উদ্ধার করা হয়। আকমল হোসেনের ছোট ভাই বাবু জানান,সন্ধ্যা ৭ টারদিকে পূর্ববাংলার নামের জনৈক্য এক ব্যাক্তি তার ভাই আকমল হোসেনের কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে বোমা দুটি বিস্ফোরন ঘটানো হত বলে জানান বাবু।