সোমবার, অক্টোবর ০৭, ২০১৩

হিলি সীমান্তে বেড়েই চলেছে নারী-শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত ও বাংলাদেশে লোক যাতায়াত বৃদ্ধি পেয়েছে।এই সুযোগে স্থানীয় দালালদের সহযোগিতায় পাচার হয়ে যাচ্ছে নারীওশিশু-কিশোররা। অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তরক্ষীদের হাতে দু’একজন ধরা পড়লেও সিংহ ভাগই পাচার হয়ে যাচ্ছে ভারতে। উপজেলার হিলি সীমান্তের চিত্রটা এমনি যে, হিলির বুক চিরে বয়ে যাওয়া রেল লাইনটাই ভাগ করে রেখেছে ভারত ও বাংলাদেশের সীমান্ত। দুই সীমান্তের হাট বাজারের নামও হিলি , যার মৌজা আর জেলার নাম একই। এলাকার ঘনবসতি এতটাই কাছাকাছি যে, এক লাফে রেল লাইনটা পার হলেই যাওয়া যায় ভারত। আর দাললের মাধ্যমে মানুষের মাঝে মিশে অনায়াসে চলে যাওয়া যায় ভারত অভ্যন্তরে। এসব সীমান্তে বসবাসকারীদের সাথে রয়েছে দালালদের সখ্যাতা। দেশের বিভিন্ন স্থান থেকে নারীÑশিশু-পুরুষ এনে সীমান্তের নিদিষ্ট দালালদের পছন্দমত বাড়িতে রাখা হয়। পরে সুযোগ বুঝে জনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা নিয়ে বিজিবির কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে পার করে দেয়া হয় সীমান্তের ওপারে। দালাল চক্রটি দেশের বিভিন্ন জেলার অভাবি অঞ্চলে গিয়ে বিভিন্ন বয়সী ছেলে মেয়ে ও কিশোরদের ভারতে ভালো কাজ দেবার কথা বলে হিলি সীমান্তে নিয়ে আসে এবং পাচার করে দেয় ভারতে। হিলি সীমান্তের চেকপোষ্ট, চুরিপট্রি রেলগেট, ষ্টেশন এলাকা, বালুরচর, ডাববাগান,এসব এলাকা দিয়ে এসব লোক পারাপার হয়ে থাকে । আর এসব অবৈধ পারাপারের অন্তরালে পাচার হয়ে যায় অনেক নারীও শিশু-কিশোররা। তেমনি দিল্লির ইট ভাটায় কাজ নিয়ে দেবে বলে ডেকে আনে দালাল চক্রের সদস্যরা, ভারতে পাচার করে দেওয়ার সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় বিজিবি সদস্যরা নুরুজ্জামান

খোকসায় স্যাটিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

 মনিরুল ইসলাম : কুষ্টিয়ার খোকসায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৩ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোঃ মুস্তাফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার এ কে এম আসজাদ হোসেন, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর খোকসা শাখার ম্যানেজার শিউলী সুলতানাসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। সভায় বক্তাগণ স্যানিটেশন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

ইবিতে ঈদ ও পূজার ছুটি ৮ অক্টোবর হতে


ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটি ৮ অক্টোবর হতে শুরু হচ্ছে। আগামী ৮ অক্টোবর হতে ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এবং ২৬ অক্টোবর পর্যন্ত ক্লাসসমূহ ছুটি থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর শনিবার হতে অফিসসমূহ এবং ২৭ অক্টোবর রবিবার হতে ক্লাসসমূহ যথারীতি চলবে। ছুটিকালীন সময়ে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ২৬ অক্টোবর সকাল ১০ টায় হলসমূহ খুলে দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

প্রধানমন্ত্রীর সফরে “সিকিউরিটি পাশ” কার্ডে দলীয়করণে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নিন্দা

কুষ্টিয়ায় আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর কে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের জনসভা ও ভেড়ামারায় বিদুৎ কেন্দ্র উদ্ধোধনের স্থানে সাংবাদিকদের জন্য “সিকিউরিটি পাশ” কার্ডের ক্ষেত্রে দলীয়করনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।এক বিবৃতিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল জেলার বিভিন্ন টেলিভিশন প্রতিনিধি, জাতীয় পত্রিকা এবং স্থানীয় দৈনিক ও সাপ্তাহিত পত্রিকার সাংবাদিকদের “সিকিউরিটি পাশ” না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং বিারোধীদলের দলের মালিকানাধীন পত্রিকার সাংবাদিক দের “সিকিউরিটি পাশ” না দিয়ে আওয়ামী ঘরনার মালিকানাধীন প্রত্রিকা ও প্রশাসনের মদদপুষ্ট সাংবাদিকদের “সিকিউরিটি পাশ” দেওয়া হয়েছে ।