শনিবার, এপ্রিল ০৬, ২০১৩

সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময় : সৈয়দ বেলাল হোসেন


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, ক্রিকেট আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকলদেশকে দখল করে নিয়েছে। সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখনই এদেশের বুকে ক্রিকেটের জয়যাত্রা শুরু হয়। তিনি বলেন, আমাদের দেশে ক্রিকেটের ক্ষেত্রে ঐতিহাসিক বিপ্লবী পরিবর্তন আনার চেষ্টা চলছে। প্রতিটি বিভাগ ও জেলায় নিয়মিত ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আর এর থেকে পিছিয়ে নেই কুষ্টিয়া জেলা। তিনি আরো বলেন, একজন কৃতি খেলোয়াড় দেশের রাষ্ট্রদূর্তের সমান কাজ করে। খেলোয়াড়রা অতি সহজেই নিজেকে এবং দেশকে, বিদেশের নিকট পরিচিত করাতে পারে। দেশের জন্য অতি সহজেই সুনাম বয়ে আনতে পারে খেলোয়াড়রা। তাই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের যথেষ্ট ইতিহাস ও ঐতিহ্য আছে। হাবিবুল বাশার সুমনের মতো কৃতি খেলোয়াড় জন্ম হয়েছে এই কুষ্টিয়ার মাটিতে। তাই আমি মনেকরি ক্রিকেটের ক্ষেত্রে কুষ্টিয়া হচ্ছে একটি গর্বিত জেলা। ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩ কুষ্টিয়াতে আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। গতকাল সকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার

হারিয়ে যেতে বসেছে খোকসার মুড়িগ্রামের ঐতিহ্য


ভাগ্যের পরিবর্তনে হাজারো বাধাকেই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে জানালেন অবহেলিত নারীরা। একসময় জৌলুষের অলংকারের আবদ্ধ ছিলো মুড়িগ্রাম। গ্রামের নাম মাছুয়াঘাটা হলেও লোকেরা মুড়িগ্রাম হিসেবেই চেনেন গ্রামটিকে। সারাবছরই চলে মুড়িভাজার কাজ। শীত, বর্ষা কিংবা প্রচন্ড দাবদাহেও বিরাম নেই বালেন, ঝাঁঝড়, চুলাসহ মুড়িভাজায় নিয়োজিত নারীদের। মুড়িগ্রামের কথা জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মনি।
হাজারো বাধা আর প্রতিকূলতা ভেদ করে দারিদ্রের সাথে সংগ্রাম করে মুড়ি ভাজছে কুষ্টিয়ার খোকসার মুড়িগ্রামের নারীরা। ক্রমেই হারিয়ে যেতে বসেছে উপজেলার মাছুয়াঘাটার মুড়িগ্রামের ঐতিহ্য।
সরেজমিনে উপজেলার জানিপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকার মাছুয়াঘাটার মুড়িগ্রামের গিয়ে দেখা যায় নারীদের কঠোর সংগ্রামের চিত্র। ভাগ্যের পরিবর্তনে এরা হাজারো বাধাকেই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে জানালেন অবহেলিত এসব নারীরা। একসময় জৌলুষের অলংকারের আবদ্ধ ছিলো মুড়িগ্রাম। গ্রামের নাম মাছুয়াঘাটা হলেও লোকেরা মুড়িগ্রাম হিসেবেই চেনেন গ্রামটিকে। সারাবছরই চলে মুড়িভাজার কাজ। শীত, বর্ষা কিংবা