শুক্রবার, ফেব্রুয়ারী ০৮, ২০১৩

কুষ্টিয়ায় ৯ বিএনপি নেতা-কর্মীর জামিন লাভ


আব্দুম মুনিব :
পুলিশের দায়ের করা মামলায় কুষ্টিয়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো ৯ নেতা-কর্মী জামিন লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা জজ আদালত তাদের জামিন প্রদান করেন। জেলা জজ শফিউর রহমান ছুটিতে থাকায় অতিরিক্ত জেলা জজ-১ মমতাজ পারভিন তাদের জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমীর বাদশা, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

হাওয়া ডেস্ক : রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ, অযোগ্য, তাবেদার, গণবিরোধী, সর্বগ্রাসী আওয়ামী সরকারের সন্ত্রাসী বাহিনী গতকাল রাত দুটোর সময় পিরোজপুর জেলার সদর থানার কদমতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আঃ ছালাম সেখ ও তার বড় ভাই এর বাসায় এবং তাদের দুটি দোকানসহ আরো ১৩ টি দোকান আগুন দিয়ে পুড়িয়ে ভস্মিভূত করে ও ব্যাপক লুটপাট চালায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে। পরে কোর্টের আশ্রয় নিতে গেলে প্রতিকার দুরে থাক উল্টো বিএনপি নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা দায়ের করা হয়। এসব ঘটনায় পুলিশের নীরব ভূমিকা এবং সন্ত্রাসীদের

দৌলতপুরে চার ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুরে হোগলবাড়ীয়া, পিয়ারপুর, মরিচা, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক পঁচা মোললার বাসভবন চত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে এ কর্মীসভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সহ সভাপতি রুহুল কুদ্দুস,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম, যুগ্ন সম্পাদক ও হোগলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, মাহাবুব লস্কর, প্রচার সম্পাদক ও পিয়ারপুর ইউপি চেয়ারম্যান জহুরুল করিম, দপ্তর সম্পাদক শের আলী সবুজ, মরিচা ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, হোহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, পিয়ারপুর ইউনিয়ন

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবীতে জেলা আওয়ামীলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বিকেল ৪টায় থানা ট্রাফিক মোড়ে আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলী আরজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়ার মহাজোট সমন্বয়ক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলি খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল হক রতন,

ঝিনাইদহের ১৩২টি ইটভাটাতেই পোড়ানো হচ্ছে কাঠ

শাহনেওয়াজ খান সুমন : ঝিনাইদহে ১৩২টি ইটভাটায় চলতি মৌসুমেই এক কোটি ৩২ লাখ মণ কাঠ পোড়ানো হবে। এর মধ্যে ১০৭টি ভাটার কোনো অনুমোদন নেই। ২৫টি ভাটার মালিক অনুমোদন নিলেও জ্বালানি হিসেবে ব্যবহার করছেন কাঠ। ইটভাটা মালিকদের ভাষ্য, কাঠ দিয়ে ভাটা চালানোর জন্য তাঁরা প্রশাসনের বিভিন্ন তহবিলে টাকা দিয়ে থাকেন। ভাটার মালিকদের একটি সূত্র জানায়, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে জুনের মাঝামঝি পর্যন্ত চলে ইট পোড়ানো মৌসুম। সাধারণত এক চিমনির ভাটায় মৌসুমে ২৫ থেকে ৩০ লাখ ও দুই চিমনিতে ৫০ থেকে ৬০ লাখ ইট পোড়ানো যায়। গড় হিসাব অনুযায়ী এ বছর ঝিনাইদহের প্রতিটি ভাটায় ৫০ লাখ করে ইট পোড়ানো হবে। ভাটার মালিকদের হিসাব অনুযায়ী, এক লাখ ইট পোড়াতে দুই হাজার মণ কাঠ প্রয়োজন। সেই হিসেবে ৫০ লাখ ইটে পোড়াতে লাগবে এক লাখ মণ কাঠ। আর ১৩২টি ভাটায় পুড়বে এক কোটি ৩২ লাখ মণ কাঠ। এর পুরোটাই জোগাড় হবে

কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবকলীগ মাঠে থাকবে

গত মঙ্গলবার মাবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবীতে কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে গতকাল বঙ্গবন্ধু সুপার মার্কেটের সেচ্ছাসেবকলীগ কার্যালয় থেকে জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুর নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা ট্রাফিক মোড়ের সমাবেশে যোগ দেয়। গতকালের সমাবেশে কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবকলীগ ঘোষণা দিয়েছে এই মানবতাবীরোধী অপরাধী রাজাকার ৩৪৪ খুনের আসামী কাদের মোল্লার ফাসির আদেশ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে। সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান

বিএনপি চেয়ারপার্সনের শোকবার্তা

হাওয়া ডেস্ক : বান্দরবানের সার্কেল চিফ ১৬তম বোমাং রাজা ক্য সাইন প্র“’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
বান্দরবান জেলার ১৬তম বোমাং রাজা বিশিষ্ট সমাজসেবী ও বিদ্যানুরাগী ক্য সাইন প্র“’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আজ এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বলেন, ক্য সাইন প্র“ ছিলেন বান্দরবান জেলার একজন মহান জননায়ক, যিনি নিজ মেধা ও যোগ্যতায় অত্র এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। তিনি বলেন,

ভেড়ামারায় র‌্যাবের অভিযানে ২মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের অভিযানে ৬০বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ইব্রাহিম (২২ ও আদিল (২৬) নামে ২জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মহিষাডোরা গ্রামের রামুর গুদামের নিকট অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ