শুক্রবার, এপ্রিল ১১, ২০১৪

শিশু অর্পা পালের ধর্ষন ও হত্যাকারী তপন বিশ্বাসের ফাঁসীর দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় ২য় শ্রেণীর ছাত্রী শিশু অর্পা পালকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যাকারী লম্পট তপন বিশ্বাসের ফাঁসীর দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে আড়–য়াপাড়া সূর্যসেনা ক্লাবসহ অত্র এলাকার কয়েকটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে আড়–য়াপাড়া সূর্য্য সেনা ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কর্মাসের সভাপতি হাজী আবুল কাশেম। আরো বক্তব্য রাখেন নিহত শিশু অর্পা পালের মা দেবি রানী পাল, বড় বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শহর শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, কুষ্টিয়া জুয়েলার্স সমিতির আজাদ, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি কুষ্টিয়া চেম্বারের পরিচালক খন্দকার জিয়াদুল হক, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক কুষ্টিয়া চেম্বারের পরিচালক রফিকুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, ৮ বছরের শিশু অর্পা তার নারীত্ব বোঝার আগেই লালসার শিকার হয়েছে মানুষরূপী নরপশু তপন বিশ্বাস এর কাছে। ঐ নরপশু অর্পাকে ধর্ষণ করেই ক্ষ্যান্ত হয়নি, তাকে শ্বাসরোধ করে হত্যা করে। বক্তারা বলেন, লম্পট তপনের ভাষ্যমতে সে অর্পাকে ধর্ষনের পর হত্যা করে লাশ ঘরের ভিতরেই রেখেছিলো। একদিন পর সেই লাশের খোজ মেলে। এই দীর্ঘ সময় অর্পার লাশ ঘরের মধ্যে রেখে গুম করার ষরযন্ত্র চলছিলো কিনা তা খতিয়ে দেখতে হবে সেই সাথে এই হত্যাকান্ডের আর কেউ জড়িত থাকে বিশ্বাস যোগ্য তদন্ত করে তাদের কেও শাস্তির আওতায় নিয়ে আসতে

কুষ্টিয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল


স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদুক কর্তৃক দায়েরকৃত মামলার অভিযোগ গঠনের প্রতিবাদে ও সকল মামলা প্রত্যাহারের দাবীতে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখা। বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া আইনজীবী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরো কোর্ট চত্বর প্রদিক্ষণ করে। পরে মিছিলটি পুনরায় আইনজীবী ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পরিসরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন

ইবিতে নতুন প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা নিয়োগ

 রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে প্রফেসর ড. মাহবুবর রহমানকে ও প্রফেসর ড. আনোয়ার হোসেনকে ছাত্র-উপদেষ্টা নিয়োগ দিয়েছেন ভিসি প্রফেসর ড.আব্দুল হাকিম সরকার। এসময় একই সাথে প্রক্টরিয়াল বডির তিন সহকারী প্রক্টরও নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত বছরের ২০জানুয়ারীতে প্রক্টর হিসেবে প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও ছাত্র উপদেষ্টা হিসেবে প্রফেসর ড. মাহবুববর রহমান নিয়োগ পান । কিন্তু ব্যক্তিগত কারনে গত ২৭ মার্চ প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ভিসি বরাবর পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রের প্রেক্ষিতে ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার ফলিত পদার্থ, ইলেক্ট্রনিক্্র এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমানকে নতুন প্রক্টর হিসেবে ও ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রফেসর ড. আনোয়ার হোসেনকে ছাত্র-উপদেষ্টা নিয়োগ প্রদান করেন। মাহবুবর রহমান দক্ষতার সহিত প্রায় দেড় বছর ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব

র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার মিরপুরে র‌্যাব অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ বিশারত আলী (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে পোড়াদহ বাজারস্থ জিয়া সড়কের পূর্ব পার্শ্বে উত্তর কাটদহ গ্রাম থেকে এ মালামাল উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কামান্ডার এএসপি জহুরুল হক এর নেতৃত্ত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কাটদহ গ্রামে বিশারত

ব্লাস্ট কুষ্টিয়া ইউনিটের পরিচালনা কমিটি সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিট কতৃক আয়োজিত পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিটের ২০১৪-২০১৫ সনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। সভায় সকল সদস্যগন সর্ব সম্মতি ক্রমে অ্যাড. সিরাজ-উল ইসলামকে অত্র ইউনিটের সভাপতি এবং অ্যাড. অনুপ কুমার নন্দী কে অত্র ইউনিটের সহ- সভাপতি হিসাবে মনোনীত করেন। কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য অ্যাড. আমিরুল ইসলাম, এ্যাড. নূরুল ইসলাম দুলাল, এ্যাডঃ সুধীর কুমার শর্মা, এ্যাডঃ আসমত আলী সরকার, এ্যাডঃ আ,স,ম আখতারুজ্জামান মাসুম, এ্যাডঃ মীর ছানোয়ার হোসেন, এ্যাডঃ

গাংনীর পল্লীতে গৃহবধুর বিবস্ত্র লাশ উদ্ধার।স্বাসরোধ করে হত্যা করেছে বলে স্থানীয়দের অভিযোগ।

মেহেপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড় থেকে বিবস্ত্র অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অবস্থায় লাশের পরিচয় সনাক্ত করা না গেলেও পরে লাশের পরিচয় মিলেছে। নিহত গৃহবধূর নাম তহমিনা বেগম। সে গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের আলতাব হোসেনের ২য় স্ত্রী। স্বামী ও তার প্রথম স্ত্রী মিলে তহমিনাকে স্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করেছে পুলিশ। তেকালা পুলিশ ক্যাম্প ইনচার্জ রাসেল আহাম্মেদ জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গেলে মাথাভাঙ্গা নদীর পাড়ে একটি বিবস্ত্র লাশ দেখতে পায় এ সময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে পিছমোড়া দিয়ে দু হাত বাধা বিবস্ত্র লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে। প্রাথমিক ভাবে লাশের পরিচয় জানা যায়নি যে কারনে বেওয়ারিশ লাশ হিসাবে মর্গে পাঠানো হয়। পরে তার পরিচয়

মেহেরপুরে পূর্বালী ব্যাংক থেকে তামাক চাষীর ৪৮ হাজার টাকা লুট

মেহেরপুর পূর্বালী ব্যাংকে এক তামাক চাষীর কাছ থেকে অভিনব কায়দায় প্রায় ৪৮ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের চাদ আলীর ছেলে কৃষক জাহাজান আলী মেহেরপুর পূর্বালী ব্যাংকে তামাক বিক্রীর টাকা তুলতে আসে ঐ সময় সে ৮৫ হাজার টাকা উত্তোলন করে ব্যাংক থেকে তাকে ১০ টাকার নোট সরবরাহ করা হয়। এদিকে ঐ চাষী বড় নোট চাওয়ায় গ্রাহক বেশী এক প্রতারক বড় নোট দেবে বলে পাশে নিয়ে ৩০ হাজার টাকার বড় নোট দেয়। এসময় ঐ প্রতারক চাষীকে টাকা গুনতে বলে তার পাশে রাখা ৪৮ হাজার টাকা নিয়ে কৌশলে কেটে পরে। দীর্ঘক্ষন খোঁজা খুঁজি করেও প্রতারককে না পেয়ে সে কান্নায় ভেঙ্গে পড়ে।

মেহেরপুরে হ্যাচারি মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত

আক্তারুজ্জামান,মেহেরপুর থেকেঃ-সোনার বাংলা হ্যাচারী এন্ড ফার্মস লিঃ এর উদোগ্যে মেহেরপুরের মৎস ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর বড়বাজার মোহম্মদ আলী মার্কেটে আলমাস সাঈদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন হ্যাচারী এন্ড ফার্মস লিঃ নির্বাহী পরিচালক গোলাম আজম । বক্তব্য রাখেন, কনসালটেন্ট সিরাজুল ইসলাম, রাম প্রসাদ প্রমূখ। সভায় মেহেরপুরের হ্যাচারী মালিকগন অংশগ্রহন করেন।

মেহেরপুরে বাস থেকে নামিয়ে প্রকাশ্যে এক সন্ত্রাসীকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষরা

আক্তারুজ্জামান,মেহেরপুর থেকেঃ-ডাকাতি মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে বাস থেকে নামিয়ে প্রকাশ্যে ইসরাফিল নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ইসরাফিল চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি সক্রিয় সদস্য ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে। নিহত ইসরাফিল দু’মাস আগে জামিনে মুক্ত হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের বাদল শেখের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। মেহেরপুর পুলিশ প্রশাসনের সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল ও র‌্যাব-৬ গাংনী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন আশরাফের নেতৃত্বে র‌্যাবের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মেহেরপুর থেকে

মিরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধিঃ মিরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, পৌর মেয়র এনামুল হক মালিথা, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ নিজাম উদ্দিন লাইট, পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী টুটুল, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম মিঠু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ

মিরপুর উপজেলা চেয়ারম্যানকে শুভেচ্ছা

শামসুল হকঃ মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনকে গতকাল বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূর-ই-আলম মুর্শিদার নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফজলুল হক, আরিফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, জয়শ্রী পাল, কামরুজ্জামান, শফিউর রহমান শফি প্রমুখ। এ সময়ে উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মান্নোয়নে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষিত জাতি গঠনে

মিরপুরে এইচএসসি পরীক্ষায় একজন বহিষ্কার

নিজস্ব প্রতিনিধিঃ মিরপুরে এইচএসসি পরীক্ষায় একজন বহিষ্কার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজ কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা মৎন্য কর্মকর্তা রোকনুজ্জামান ৯ নং কক্ষ থেকে অসদুপায় অবলম্বনের দায়ে বুলবুল ইসলাম নামের এক পরীক্ষার্থীকে (যার রোল নং-৪২১৭৯৬) বহিষ্কার করেন।

কুষ্টিয়ার দৌলতপুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের তেকালা মাঠ থেকে তহমিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই মাঠের ভিতর গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরন করেছে। দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন জানান, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা মাঠের ভিতর থেকে তহমিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সে পার্শ্ববর্তী গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। পারিবারিক বিরোধ নিয়ে স্বামী আলতাব

কুষ্টিয়া দৌলতপুরে ১১ জন এইচএসসি পরীক্ষার্থীকে বহিস্কার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এইচএসসি পরীক্ষায় ১১ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে নকল ও মোবাইল ফোন ব্যবহার করার দায়ে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বহিস্কার করা হয়্। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন জানান, দৌলতপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে মোবাইল রাখার দায়ে ৫ জন, নকল করার দায়ে দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রে (কারিগরী শাখা) ৫ জন ও নুরুজ্জামান বিশ্বাস কলেজ কেন্দ্রে ১ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

মিরপুরে অদ্ভুদ শিশু জন্ম

স্টাফ রিপোর্টার, মিরপুর ॥ মিরপুরে অর্ধ মস্তক এক অদ্ভুদ কন্যা শিশু জন্ম হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল গেট সংলগ্ন জয়মন ক্লিনিকে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের ট্রাক্টর চালক নাহারুল ইসলামের স্ত্রী রোখসানা খাতুন (৪০) অর্ধ মস্তক এ অদ্ভুদ কন্যা শিশুটি প্রসব করেন। ডাঃ জাকারিয়া তুহিনের তত্ত্ববাধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটিকে ভুমিষ্ট করা হয়। অদ্ভুদ এ শিশুটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ওই ক্লিনেকে ভীড়