রবিবার, ডিসেম্বর ২১, ২০১৪

ফলোআপ : পোড়াদহে আওয়ামীলীগের দুই গ্র“পের সংর্ঘষে একজন নিহত

২৫ বাড়ীতে ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট এলাকা ছেড়ে পালিয়েছে একাধিক পরিবার 

ষ্টাফ রিপোটার : মিরপুর উপজেলার পোড়াদহে আওয়ামীলীগের দুই গ্রুপের সংর্ঘষে নুর ইসলাম (৫০) নামের এক স্থানীয় আওয়ামীলীগ নেতা নিহত ও আট জন আহত হওয়ার ঘটনায় সেখানে বাড়ীতে বাড়ীতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সেসময় পুলিশ গুলি ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হয়। ফলে এলাকার অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এলাকাবাসী জানায়, শনিবার সকাল পৌনে আটটার দিকে নিহত নূর ইসলামের সমর্থকরা প্রতিপক্ষ পারভেজ’র বাড়িসহ আরো কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও লুটপাট করে। এসময় ব্যাপক উত্তেজনা দেখা দিলে পুলিশ চার রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বেশ কয়েকটি বাড়ি ভস্মীভুত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদেরকে ছত্র ভঙ্গ করে। এদিকে নিহত নুর ইসলামের লাশ দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হ?—ান্তর করা হলে বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কোন মামলা হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পোড়াদহ বাজারের পাশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পারভেজ গ্র“পের সমর্থকদের মধ্যে সংর্ঘষ বাধে। সংর্ঘষে ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম নিহত হয়। আহত হয় আরো আটজন। এ ঘটনার পরে নিহত নূর ইসলামের পক্ষের লোকজন বিক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে ও শনিবার সকালে প্রতিপক্ষ পারভেজসহ তার সমর্থকদের

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত : আহত ৪

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়ায় শনিবার সকালে বাস ও নসিমনের সংঘর্ষে নসিমনের চালক জীবন (৪০) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে নসিমনে থাকা পল্লী বিদুৎ এর চারজন শ্রমিক। নিহতের পারিবারিক সূত্র ও এলাকাবাসীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে কয়েকজন শ্রমিক পল্লী বিদ্যুতের কিছু সরঞ্জাম নিয়ে নসিমন যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষীপুরে যাবার সময় পথিমধ্যে কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়ায় নসিমনটি বিপরীত মুখ থেকে আসা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সাথে ধাক্কা খায়। এতে নসিমনের চালকসহ পল্লী বিদ্যুতের চারজন

আজিজুল হাকিমের মৃত্যু মেহেদী রুমীর শোক

 কুষ্টিয়া শহরের থানাপাড়া খোদাদাদ খান রোড নিবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুল হাকিম (৬৮) গতকাল সকালে চিটাগাং সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না.... রাজেউন)। আজ তাঁর মরদেহ কুষ্টিয়ার বড় জামে মসজিদে বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হবে এবং আজই কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হবে। মরহুম আজিজুল হাকিম কুষ্টিয়ার বিশিষ্ট জননেতা এডভোকেট বদরুদদোজা গামা সাহেবের ছোট চাচা মরহুম মোজাফ্ফর হোসেন সাহেবের জেষ্ঠ পুত্র। পরিবারের পক্ষ থেকে তাঁর জানাজায় উপস্থিত হওয়ার জন্য আত্মীয় স্বজনদের প্রতি অনুরোধ জানিয়েছে। এদিকে তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন

সাবিবের মৃত্যুতে আমারদেশ পাঠক ফোরামের শোক

দৈনিক দেশ ভুমির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ওয়াহেদ আলী সাবিব আর নেই (ইন্না .... রাজিউন) এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার দেশ পাঠক ফোরাম কুষ্টিয়া জেলা শাখা। এক শোক বার্তায় আমার দেশ পাঠক ফোরাম কুষ্টিয়া জেলা শাখা সভাপতি এ্যাড.হাসান রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুম মুনিব মরহুমের রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিউনের শোক

দৈনিক দেশ ভুমির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ওয়াহেদ আলী সাবিব আর নেই (ইন্না .... রাজিউন) এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিউন। এক শোক বার্তায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিউনের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক মিলন উল্লাহ মরহুমের রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

মেহেদী রুমীর শোক

দৈনিক দেশ ভুমির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ওয়াহেদ আলী সাবিব আর নেই (ইন্না .... রাজিউন) এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ বীর মুক্তিযোদ্ধা মেহেদী আহমেদ রুমী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

আজ সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুল ঈদগা ময়দানে জানাযা

দৈনিক দেশভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক  সাবিব আর নেই : বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার : দৈনিক দেশভূমি’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ওয়াহেদ আলী সাবিব (৪৫) গতকাল শনিবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ভাই ও ৪ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযা আজ রোববার সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুল ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাযায় শরীক হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে তার সকল আত্মিয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের অনুরোধ জানানো হয়েছে। জানাযা শেষে মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তিনি কুষ্টিয়ার পূর্ব মজমপুরের মৃত আহমদ এর ৪র্থ পুত্র। উল্লেখ্য: এস এম ওয়াহেদ আলী সাবিব ২০০৫ সাল থেকে দৈনিক দেশভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে

কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষন’র ব্যবস্থা করে আরো দক্ষ শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবো

মনির উদ্দীন মনির, ভেড়ামারা : অবহেলিত কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের আরো দক্ষ, যোগ্য শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠার ঘোষনা দিয়েছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা। তিনি বলেছেন, কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা অনেক বেশী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে। কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষার হাতে খড়ি নিচ্ছে এসব প্রতিষ্ঠান থেকেই। অথচ নেই কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষর্থীদের প্রশিক্ষন’র ব্যবস্থা সহ অনান্য সুযোগ সুবিধা। তিনি বলেন, কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষন’র ব্যবস্থা করে আরো দক্ষ শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবো। তিনি গতকাল শনিবার সকালে ভেড়ামারা পৌরসভার হলরুমে আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও আলহেরা একাডেমীর অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত কিন্ডার গার্টেন শিক্ষকদের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুবুল বিশ্বাস। বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান মুক্তার, সহ-সভাপতি সাজেদুল করিম সাধারন সম্পাদক

পূর্ব মিলপাড়ায় হাসপাতালের নির্মাণ কাজ পুনঃরায় চালুর দাবী

কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে পূর্ব মিলপাড়ায় স্থাপিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারের নির্মাণ কাজ পুনঃরায় চালু করার দাবীতে মিলপাড়া বাসী গতকাল শনিবার বিকালে মহাশশ্মান সংলগ্ন আরবান হাসপাতাল প্রাঙ্গনে এক জনসভার আয়োজন করে। বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ আমজাদ আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবক ফজলে করিম খোকা, ১০ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম মোস্তফা লাবলু, পূর্বমিলপাড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি ও সাবেক কমিশনার জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক সাদিক আহমেদ সানি, চাপড়া ইউনিয়ন মেম্বার নুর মোহাম্মদ পোকারে, জেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসা আলী খান, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ও সাংবাদিক ইমারত হোসাইন মিনু, বিশিষ্ঠ সমাজ সেবক মনোহর মোল্লা, দ্বীন ইসলাম, আলম, আব্দুর রহিম, দেলোয়ারা বেগম, মোতাহার আলী প্রমুখ। বক্তারা বলেন- কুষ্টিয়া পৌরসভার অন্তর্গত পূর্বমিলপাড়ায় সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস। এ অঞ্চলের মানুষ সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত। এ কারণে পৌর মেয়র আনোয়ার আলী মহাশশ্মান সংলগ্ন অত্যাধুনিক আরবার প্রাইমারি হেলথ সেন্টার করার উদ্যোগ গ্রহণ করে। এরফলে এ অঞ্চলের মানুষ সহজে চিকিৎসা সেবা পেতে পারে। মেয়র আনন্দঘন পরিবেশে হাসপাতাল কাজের উদ্বোধন করেন। ঠিকাদার নির্ধারিত স্থানে কাজও শুরু করেন। কিন্তু কাজ যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সে সময় জেলা প্রশাসন জমির মালিকানায় জটিলতা দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। এরফলে এ অঞ্চলের অবহেলিত সাধারণ মানুষেরা যে স্বপ্ন দেখেছিল তা হতাশায় নিমজ্জিত হয়। বক্তারা আরো বলেন-অবহেলিত মানুষের জন্য সেবা মূলক প্রতিষ্ঠান আরবান হাসপাতাল এখান থেকে সরিয়ে নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সাধারণ মানুষেরা তাদের সর্বোস্ব ত্যাগ করে হলেও হাসপাতাল এখান থেকে কোথাও যেতে দেবে না। আলোচনা শেষে সভাপতি আমজাদ আলী খান হাসপাতালের নির্মাণ কাজ পুনঃরায় শুরু করার জোর দাবী জানিয়ে কর্মসূচি ঘোষনা করেন। কর্মসুচির মধ্যে রয়েছে ২০ থেকে ২৫ ডিসেম্বর গণ স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র কুষ্টিয়া সদর সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পৌর মেয়র আনোয়ার আলী বরাবর প্রদান। ৩১ ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু না করলে ৪ জানুয়ারী মিছিল সহকারে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। পরবর্তীতে আরবান

কুমারখালীতে বর্ণাঢ্য র‌্যালী ও তাবু জলসার মধ্যে দিয়ে স্কাউটস্রে সমাপ্ত

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহ্যবাহী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনা বর্ণাঢ়্য র‌্যালী ও তাবু জলসার মধ্যে দিয়ে ৪ দিন ব্যাপী শীতকালীন স্কাউটস্ এর সমাপ্ত হয়েছে। বাংলাদেশ স্কাউটস্ কুমারখালী উপজেলা কমিশনার, এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের নেতৃত্বে ও বাংলাদেশ স্কাউটস্ উপজেলা সম্পাদক সোলেমান বিশ্বাস’র তত্ত্বাবধানে এবং স্কাউটস্ ও প্রশিক্ষণের কোর্স লিডার আব্দুল কাদেরের পরিচালনায় গতকাল বিকাল ৪ টায় এম এন হাইস্কুল থেকে পৌর শহরে একটি বর্ণাঢ়্য র‌্যালী বের করে। সন্ধ্যায় তাবু জলসায় বিভিন্ন দল ভিন্ন ভিন্ন কার্যক্রম উপস্থাপন করে। উল্লেখ্য ১৮ই ডিসেম্বর ২০১৪ ইং

জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয় জরুরী ভিত্তিতে সংস্কার প্রয়োজন


হেদ : কুষ্টিয়ার খোকসার জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে ১৯৮৬ সালে, বোর্ড কোডঃ ৫২৫৯ এটা আসলে স্কুল না গরু রাখার খওড় বোঝা বড় দায়। কারণ দীর্ঘ দিন ধরে এই বিদ্যালয়ের সংস্কারের জন্য বিভিন্ন মহলে জানানো হয়েছে। কিন্তু কোন ধরনের সুবিধা পাননি স্কুলের সাধারণ ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের পাঠদান চলা-কালীন ক্লাস রুমের মধ্য দিয়ে শেয়াল-কুকুর জাওয়া আসা করে। ছাত্র ছাত্রীদের বসার কোন বেঞ্চও নেই। স্কুলে শিক্ষকদের বসার তেমন কোন ব্যবস্থাও নেই। বর্ষার সময় ছাত্র ছাত্রীরা ক্লাস করতে পারে না। কারণ টিন দিয়ে পানি পড়ে। স্কুলের এই অবস্থার জন্যে এলাকার শিক্ষার্থিরা অনেক দূরের ভাল স্কুলগুলোতে ভর্তি হয়। স্কুল প্রাঙ্গনে কোন সীমানা নেই। স্থানীয় খারাপ ছেলেরা মেয়েদের উক্তত করে। স্কুলের মধ্যে নেশা জাতীয় দ্রব্য সেবন করে। বিদ্যালয়ের সভাপতি জনাব আবু তালেব এবং স্থানীয় একটি পল্লী কবি ও সাহিত্যিক ইব্রাহীম জলিল উল্লাহ্ ও স্থানীয় অনেকে জানান স্কুল প্রতিষ্ঠার শুরু থেকেই

বজ্রপাত’র নির্বাহী সম্পাদক সাহেদ হাসানের শ্বশুরের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : দৈনিক বজ্রপাত পত্রিকার নির্বাহী সম্পাদক সাহেদ হাসানের শ্বশুর ইছাহক আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ আসর কুষ্টিয়া সদর উপজেলা জামে মসজিদে নামাযের জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়। জানাযায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক, মজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী রবিউল আওয়াল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুর রব দিলু, বিএটিবি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী অংশ গ্রহণ করেন। আগামী সোমবার বাদ

খলিসাকুন্ডিতে ফেন্সিডিল সহ আটক-১

খলিসাকুন্ডি প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে যাত্রী বাহী বাসে তল্লাসী চালিয়ে ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাঝারুল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্প। পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসে মাদকদ্রব আসছে কোন প্রকার কাল বিলম্ব না করে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের এস.আই. মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে গিয়ে বাসটিকে আটক করেন। বাসটি খলিসাকুন্ডিতে পৌছালে তল্লাসী চালিয়ে অভিনব

বালিয়াকান্দি উপজেলা কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে বৃত্তি পরীক্ষা শনিবার সম্পন্ন হয়েছে। বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষায় মাতৃছায়া কিন্ডার গার্টেন, জননী কিন্ডার গার্টেন, নিউহোপ কিন্ডার গার্টেন, আইডিয়াল কিন্ডার গার্টেন, তারার মেলা কিন্ডার গার্টেন, মাজেদা বেগম রেসিডেন্সিয়াল কিন্ডার গার্টেন, সানরাইজ কিন্ডার গার্টেন, ফিরোজা বেগম কিন্ডার গার্টেনের প্লে গ্র“প থেকে কেজি ৪র্থ শ্রেনীর ২০৯জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করছে। কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন, আঃ রশিদ ও পরীক্ষা

বিজিবির অভিযানে মদ ও ফেন্সিডিল উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি’র অধিনস্থ বাজিতপুর, মহিষকুন্ডি এবং বুড়িপোতা বিওপি’র কমান্ডার হাবিলদার রফিকুল, সুবেদার রকিব এবং হাবিলদার আশরাফ এর নেতৃত্¦ে ০৩ টি টহল ১৯ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে ৭৫ বোতল বিদেশী মদ ও ৪ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল আটক করে । আটককৃত মোটরসাইকেল থানায় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধবংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি। 

বালিয়াকান্দিতে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আশ্রয়ন প্রকল্পে বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে ১০দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন শুরু হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০দিন ব্যাপী প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খায়রুল বাশার খান। আইনশৃঙ্খলা, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা , স্বাস্থ্য, নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষনে বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আশ্রয়ন প্রকল্পের ও পার্শ্ববর্তী গ্রামের ৩২জন পুরুষ,

বালিয়াকান্দি আনসার ভিডিপি কর্মকর্তার হিউম্যান রাইটস গোল্ড মেডেল লাভ

রাজবাড়ী প্রতিনিধি : সমাজ সেবা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান হিউম্যান রাইটস গোল্ড মেডেল লাভ করেছেন। মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি ( মাপসাস) মানবাধিকার ও মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকা পুরানা পল্টন কমিউনিস্ট পার্টির অফিস মুক্তিভবনের মৈত্রী হলে অনুষ্ঠিত হয়। মাপসাস সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাইভেটাইজেশনের চেয়ারম্যান ড. মির্জা জলিল। সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২০জনকে সম্মাননা প্রদান করা হয়। সমাজ সেবা ও স্বাস্থ্য সেবায়

কুমারখালীতে ভ্যাকসিনেশনের প্রশিক্ষণ উদ্বোধন

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে পিসিভি ভ্যাকসিনেশন এর উপর ২ দিনের প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ৯ টায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফজলুল হক ও মেডিকেল অফিসার ডাঃ তানজিমা সিদ্দিকাহ প্রশিক্ষকের দায়িত্বে উপজেলার সংশ্লিষ্ট অধিদপ্তরের মাঠকর্মী, ভ্যাকসিনেটর ও সুপারভাইজার অংশ গ্রহণ করে।

কুষ্টিয়া আমার চোখে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ শীর্ষক চিত্রাঙ্কন

ষ্টাফ রিপেটার : মহান বিজয় দিবস ২০১৪ উৎযাপন উপলক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিট উদ্যগে শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় নিজ কার্যলয় (জেলা আইনজীবী সমিতরি ) তয় তলায় শিশুদের এক চিত্রাঅঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে। চিত্রাঙ্কন এর বিষয় ছিল আমার চোখে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের প্রায় ৩০ জন প্রতিযোগী অংশগ্রহন করে। প্রতিযোগীরা ৩টি বিভাগে অংশগ্রন করে। ক বিভাগ ১ম হতে ৩য় শ্রেণী, খ বিভাগ ৪র্থ শ্রেণী হতে ৫ম শ্রেণী ও গ বিভাগে ৬ষ্ট হতে ৮ম শ্রেণীর ছাত্র ছাত্রীরা অংশগ্রন করে। অংশগ্রহনকারী শিশু ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ বিরাজ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাস্ট কুষ্টিয়া ইউনিটের সমন্বয়কারী জনাব এ্যাডঃ শংকর মজুমদার । উক্ত অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাড সিরাজ-উল ইসলাম, দৌনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আঃ রশীদ চৌধুরী ও মোঃ আমিরুল ইসলাম (সম্পাদক জেলা শিল্পকলা একাডেমী) এছাড়া উপস্থিত ছিলেন নাজমুন নাহার শিখা প্রধান শিক্ষক মেরিট মডেল স্কুল) অভিভাবক বৃন্দ এবং বিভন্নি স্কুলের শিক্ষক বৃন্দ। উক্ত প্রতিযোগীতা শেষে সমন্বয়কারী জনাব এ্যাডঃ শংকর মজুমদার তার স্বাগত বক্তব্যে ব্লাস্ট কুষ্টিয়া ইউনিটের কার্যক্রম সমন্ধে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং বলেন শিশুদের কে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং

জেলা জাতীয় পার্টির সভা অনুষ্ঠিত

গতকাল ২০শে ডিসেম্বর শনিবার বেলা ১০ টায় দিনোমনি হাই স্কুলের হল রুমে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয়পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী কোরবান আলী। সভায় আরো বক্তব্য দেন এস.এম আজিজুল হক, নাফিজ আহম্মেদ খাঁন মিঠু, এ্যাড: মিয়া মাহম্মদ রেজাউল হক, মোঃ হামিদুর রহমান, আশরাফুল ইসলাম মতিন, কে এম জাহিদ, এ্যাড: সাজ্জাদ হোসেন সেনা, পারভেজ মাজদার, সিরাজুল ইসলাম চাদু, এ্যাড: মনোয়ার হোসেন, পিয়ার মোহাম্মদ ঠান্টু, এ্যাড: আনিছুর রহমান, আনোয়ার প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে জাতীয় পার্টি ৬টি উপজেলায় নতুন কমিটি গঠন করার লক্ষে ৬টি উপজেলাতে আগামিতে সভা ডাকার জন্য একটি জেলা সমন্বয় কমিটি গঠন