বৃহস্পতিবার, মার্চ ০৬, ২০১৪

কুষ্টিয়া চিনিকলে ৪০ কোটি টাকার চিনি অবিক্রীত চাষিদের পাওনা সাড়ে ১০ কোটি


আশরাফুল ইসলাম অনিক ॥ চিনিকলে আখ মাড়াইয়ের দৃশ্য কুষ্টিয়া চিনিকলের চলতি মাড়াই মওসুমে আখচাষিদের পাওনা ১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চিনি বিক্রি না হওয়ায় মিল কর্তৃপক্ষ চাষিদের পাওনাসহ মিলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের দুই মাসের বেতন পরিশোধসহ মিলের বিভিন্ন ব্যয় মেটাতে পারছে না। যেকোনো সময় চাষিদের পাওনার দাবিতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে এলাকাবাসী। গত দুই মওসুম ও বর্তমান মওসুমে উৎপাদিত দেড় হাজার মেট্রিক টন অবিক্রীত চিনি মিলের গোডাউনে পড়ে রয়েছে। এর মধ্যে বড় একটি অংশ চিনি নষ্ট হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে কুষ্টিয়া চিনিকল কর্তৃপক্ষ মারাত্মক চাপের মুখে রয়েছে। এ দিকে সারা দেশের সব চিনিকলের একই অবস্থা হওয়ায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা অনেকটা নিরূপায় হয়ে পড়েছে। অভিজ্ঞ মহলের মতে, সরকারের ভ্রান্তনীতিতে চিনি শিল্প ক্রমান্নয়ে রুগ্ণ হয়ে পড়ছে। দেশের চাষিরা দীর্ঘ দিন পর যখন মিলে আখ সরবরাহের দিকে সুনজর দিতে শুরু করেছেন ঠিক সেই মুহূর্তে চাষিসহ সংশ্লিষ্ট সব মহলের মধ্যে অশনি সঙ্কেত বাজছে। মিল

কুমারখালীর কয়া ইউপি চেয়ারম্যান বাচ্চু হত্যাকান্ডে ১২ জনের যাবজ্জীবন কারাদন্ড


ষ্টাফ রিপোটার : কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামিল হোসেন বাচ্চু হত্যা মামলার রায়ে ১২জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যূনাল আদালত এবং একই সাথে এবং ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য ২৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আখতার হোসেন এই রায় প্রদান করেন। রায়ে দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইব্রাহিম, হাবিল, শামীম, ইসলাম, জিয়া, ডাবলু, শাহেদ, জাহাঙ্গীর ওরফে বাবু, রাজ্জাক, আরিফ খান মিঠু, মানিক ও মুকুল হোসেন। এদের মধ্যে মানিক ও ইসলাম নামের দুই ব্যক্তি পলাতক রয়েছেন। ২০০৯ সালের ২৫ জুলাই বিকেলে কুমারখালীর কয়া গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীরা জামিল হোসেন বাচ্চুকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় মামলার বাদী নিহত জামিল হোসেন বাচ্চু’র ছোট ভাই জিয়াউল ইসলাম স্বপন ১০জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে ৩৫জনকে আসামী করে মামালার চার্জশীট দাখিল

বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের বার্ষিক ওয়াজ মাহফিল শুরু

প্রত্যেক মুসলমান নগ নারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন ফরজ

আশরাফুল ইসলাম ॥ বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল ৫মার্চ হতে শুরু হয়েছে। কুষ্টিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত মাহফিলে ১ম দিন সভাপতিত্ব করে স্বরূপদহ দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাও: ইব্রাহীম হোসাইন কাসেমী। বয়ান পেশ করেন ঢাকা থেকে আগত বিশিষ্ট মাও শামছুল হক রহমানী। মাওঃ আবুল কাশেম আশরাফী বলেন, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মূসলমান নর নারীর উপর ফরজ। দ্বীনের জ্ঞান না থাকার কারণে আজ সমাজে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশ্বনবীর সময়ে একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর সর্বপ্রথম তাকে তালিম ও তরবিয়ত শিখতে হতো। তাই ছোট্ট বেলায় সর্বপ্রথম প্রত্যেক ছেলে মেয়েকে ইলম শিক্ষা দিতে হবে। এরপর দুনিয়ার জ্ঞান নিতে পারবে। মাওঃ শামছুল হক রহমানী বলেন, ইসলাম ধর্ম একটি পূরনাঙ্গ জীবন বিধান। জীবনের এমন কোন দিক বা বিভাগ নেই, যা সম্পর্কে আমাদের ধর্মে বিধান নেই। ইসলামের চর্চা না থাকার কারণে সমাজে যত অশান্তি দেখা দিয়েছে। ইসলামের বিধান প্রতিষ্ঠার জন্য জান ও মাল দিয়ে চেষ্টা করতে হবে।এছাড়া ওয়াজ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মানোন্নয়নে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা

ষ্টাফ রিপোটার : ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা খাতে সাফল্য ও ভবিষ্যৎ মানোন্নয়নে সাংবাদিক ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আাজিজুন নাহার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সাবেক সিভিল সার্জন ডাঃ আবু দাঊদ, কুষ্টিয়া জেলার তথ্য অফিসার তৌহিদুজ্জামান, হাসপাতালের জেনারেল কনসালটেন্ট ডাঃ মান্নান, কনসালটেন্ট ডাঃ রতন পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জ্যোতি ডেভল্পেমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দা হাবিবা, হাসপাতালের খাদ্য সরবরাহকারী সাজ্জাদ হোসেন সবুজ প্রমুখ।সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, স্বাস্থ্য অধিদপ্তরের সেবা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পেয়েছে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। জেলা সদর জেনারেল হাসপাতাল হাসপাতাল ক্যাটাগরীতে খুলনা বিভাগের ১ম এবং সারাদেশের মধ্যে ২য় স্থান লাভ করায়

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালতে ২ মহিলা পকেটমারের কারাদন্ড

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় ২ মহিলা পকেটমারের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহ্মেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারী এলাকায় গণউপদ্রব বন্ধের নির্দেশদানের পরও উহা অব্যাহৃত রাখার দায়ে দণ্ডবিধি ২৯১ ধারায় ফরিদপুর জেলার লাউডুবি এলাকার মিল্টনের স্ত্রী পারভীন (২৫) এবং কুষ্টিয়া জেলার ভাদালিয়া ক্যানালপারা এলাকার ইউনুস আলীর স্ত্রী নাছিমা (৩৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আদালত সুত্রে জানা যায়, আসামীরা হাসপাতালের সেবা নিতে আসা আইলচারার শাহীনের স্ত্রীর টিকিটের লাইনে দাড়ানো অবস্থায় টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পরে। এসময় কুষ্টিয়া মডেল থানার এস আই তোফাজ্জেল সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে দেড়বিঘা জমির পান বরজ ভস্মিভূত, ক্ষতি পাঁচ লাখ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম বেলে মাঠে দুই কৃষকের প্রায় দেড় বিঘা পান আগুনে ভস্মিভূত হয়েছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে কালীগঞ্জ ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন মাষ্টার ফিরোজ হোসেন জানান, বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার রায়গ্রাম বেলে মাঠে আব্দুর রহিম ও শহিদুল ইসলাম নামের দুই কৃষকের দেড় বিঘা পানের বরজে আগুন ধরে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানা সম্ভব হয়নি বলে তিনি জানান।

ঝিনাইদহে অস্ত্রের মুখে কলেজছাত্রী অপহরণ, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রাম থেকে অস্ত্রের মুখে রুকাইয়া খাতুন (১৭) নামে এক কলেজছাত্রীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সে নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রী কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী। এ ঘটনায় অপহৃতের পিতা আব্দুল কুদ্দুস বাদী হয়ে চারজনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। চার দিন পার হলেও পুলিশ অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি। তবে এ ঘটনায় বুধবার টুকু লস্কার নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। অপহৃত কলেজছাত্রীর পিতা আব্দুল কুদ্দুস জানান, বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে একই গ্রামের লুৎফর লস্করের বখাটে ছেলে আক্তারুল ইসলাম প্রায়ই তার মেয়েকে উত্যক্ত করতো। গত রোববার রাতে দুইটি মোটরসাইকেল যোগে আক্তারুল, টুকু লস্কার, বিল্লাল ও শিমুল নামে

খোকসায় জামায়াতের সাবেক আমীর একরামুল হকের স্ত্রীর মৃত্যু ॥ বিএনপি ও জামায়াতের শোক

খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসার উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা একরামুল হকের স্ত্রী গতকাল মৃত্যুবরণ করেছেন (ইন্না........... রাজেউন)। তার মৃত্যুতে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, জেলা ১৯ দলীয় ঐক্যজোটের আহ্বায়ক ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা জামায়াতের আমীর ও সাবেক এমপি আব্দুল ওয়াহিদ, খোকসা থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোজাফফর উজ জামান মিন্টু গভীর শোক প্রকাশ করেছেন।

সন্ত্রাসীদের হামলায়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিক গুরুতর আহত : ঢাকা -পাবনা মহাসড়ক অবরোধ : যানচলাচল বন্ধ : গাড়ী ভাংচুর 

পাবনা সংবাদদাতা : গতকাল বুধবার বিকেলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিকুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বহিরাগত সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা তাৎক্ষনিক ঢাকা -পাবনা মহাসড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। ছাত্ররা ১০/১২ টি গাড়ী ভাংচুর করে। এ রির্পোট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে ৫টার দিকে ক্লাশ শেষ করে পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ড. মুশফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের বাসে উঠার জন্য পায়ে হেটে যাচ্ছিলেন। এ সময় ৫/৬ জনের একদল সশস্ত্র বহিরাগত সন্ত্রাসী তার উপর হামলা চালায় এবং চাপাতি দিয়ে এলোপাতারী কোপায়। আশংকাজনক অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ

দ্যা স্কলারস্ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ

বৃহত্তর কুষ্টিয়ায় বে-সরকারি ভাবে সর্বোচ্চ বৃত্তি প্রদানকারি সংস্থা “দ্যা স্কলারস্ ফাউন্ডেশনের” ২০১৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে । স্কলারস্ ফাউন্ডেশন ঐতিহ্যগত ভাবে প্রতি বছরের ১ এপ্রিল বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকে । কিন্তু এ বছর শিক্ষার্থীদের অনুরোধ ও বৃত্তি পরীক্ষার সেশনকে এগিয়ে নেওয়ার স্বার্থে ২০১৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কলামিষ্ট অধ্যাপক আবু জাফর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর পরিচালক সোহেল রানা, সহকারি পরিচালক রেজাউল করিম নয়ন, মুস্তাফিজুর রহমান পলাশ ও সদস্য সচিব সবুজ আহমেদ প্রমুখ । এ বছর জেলার সর্বোচ্চ মেধাবীদের মধ্য থেকে ১৭৫ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে । প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড ও