বৃহস্পতিবার, মার্চ ২০, ২০১৪

অবৈধ স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে


কুমারখালী বিএনপি নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় মেহেদী রুমী


ষ্টাফ রিপোটার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণাবাসন সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, দেশ বাচাতে লড়াই সংগ্রাম চলছে বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত ১৯ দলের আন্দোলন চলবে। তিনি বলেন, সরকার হামলা মিথ্যা মামলা জেল জুলুম দিয়ে বিএনপির আন্দোলন সংগ্রাম কে দমাতে পারবে না দেশের জনগন কে সাথে নিয়ে সমস্ত ষরযন্ত্র প্রতিহত করা হবে। তিনি অবিলম্বে তত্বাবধায়ক সরকার পূর্ণব্যবস্থার দাবী জানান আর তা না হলে, জনবিচ্ছিন আওয়ামী সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতন ঘটানো হবে। বুধবার দুপুরে কুমারখালীতে ত্বত্তাবধায়ক সরকার পূর্ণবহালসহ স্বৈরাচারী সরকার বিরোধী চলমান আন্দোলনকে আরো বেগবান করতে কুমারখালী বিএনপি নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেয় সংবিধানে তো নাগরিক জীবনের নিরাপত্তার নিশ্চয়তার কথা বলা হয়েছে। কিন্তু এ সরকার রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে পাখির মত মানুষ হত্যা করছে।

কেন্দ্র দখল ও ভোট কারচুপির আশঙ্কা বিএনপি প্রার্থী রুনা’র

উদ্বেগ-উৎকণ্ঠায় কুমারখালী জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আজ

শরীফুল ইসলাম, কুমারখালী ॥ উদ্বেগ আর উৎকণ্ঠায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ৯টি ভোট কেন্দ্রের ৩৭টি বুথে এ ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩জন প্রার্থী। এরা হলেন জগনাথপুর ইউনিয়ন পরিষদের নিহত চেয়ারম্যান মুন্সি রশিদুর রহমানের সহধর্মীনি ও বিএনপি মনোনিত প্রার্থী উম্মে সুমাইয়া রুনা (তালা প্রতীক) আ’লীগ মনোনিত প্রার্থী আব্দুল্লা আল বাদশা (আনারস প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে খন্দকার আতিকুল ইসলাম (দোয়াত কলম প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তিন জন প্রার্থী হলে মূল প্রতিদ্বন্দিতা হবে বিএনপি ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর মধ্যে। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪শ ৭৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭হাজার ৪শ ৭৭ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৯শ ৯৬ জন।এদিকে নির্বাচনে ভোট কেন্দ্র দখল ও ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি মনোনিত প্রার্থী উম্মে সুমাইয়া রুনা। তিনি বলেন নির্বাচনী প্রতীক বরাদ্দের পর সুষ্ঠ ভাবে নির্বাচনী প্রচারনা চালাতে পারে নি। প্রতিপক্ষের লোকজন তার কর্মি ও সমর্থকের হামলা চালিয়ে রক্তাক্ত যখম করেছে। ভোটারদের বাড়িতে যেতে দেয়নি তারা। এ জন্য নির্বাচন কতটা

মঙ্গল সরকারকে সমর্থন দিলো আলতাফ হোসেন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন উপজেলা নির্বাচনে দৌলতপুর উপজেলায় ১৯দল সমর্থিত প্রার্থী শহীদ সরকার মঙ্গলকে সমর্থন জানিয়েছেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। তিনি এক বিবৃতিতে বলেন, দৌলতপুরে শহীদ সরকার মঙ্গল ১৯ দলীয় জোটের সমর্থিত একক প্রার্থী। এ ব্যাপারে বিএনপি ও ১৯ দলে কোন বিভ্রান্তি নেই। আমি সমস্ত দৌলতপুর উপজেলা বাসীকে আহ্বান জানাচ্ছি শহীদ সরকার মঙ্গলকে ভোট দিয়ে আগামী ২৩ শে মার্চ নির্বাচনে আপনারে ভোট দিয়ে জয়জুক্ত করুন।

দৌলতপুর সীমান্তে এক কৃষককে আটক করেছে বিএসএফ

আরিফুল ইসলাম, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃঞ্চপুর ইউনিয়নের বকমারী এলাকা থেকে মামুন (২৫) নামে এক বাংলাদেশী কৃষককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঐ কৃষককে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সে বকমারী গ্রামের রুস্তম দফাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও ঐ কৃষকের পরিবার জানায়, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে মামুন সীমান্তের ১৫৭/৪ আর সীমানা পিলার সংলগ্ন কৃষি জমি দেখাশোনার সময় নো-ম্যানস‘ ল্যান্ডে ঘোরাঘুরি করছিল। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে আটক

কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারী পলাশকে জেলহাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারী পলাশকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল বুধবার কুষ্টিয়া শহর শাখার সেক্রেটারী মুস্তাফিজুর রহমান পলাশ একটি মামলায় কুষ্টিয়া কোর্টে জামিন নিতে গেলে আদালত না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর কুষ্টিয়ার ভাদালিয়ায় শিবিরের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই ঘটনায় কুষ্টিয়া সদর থানায় পুলিশের সরকারী কাজে বাধাদানসহ গাড়ী ভাংচুর মামলায় শিবিরের শহর শাখার সেক্রেটারী মুস্তাফিজুর রহমান পলাশসহ ১৭ জনের বিরুদ্ধে এস আই আহাদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলা নং জি আর ৩৬২/১৩ ওই মামলায় গতকাল সকালে কুষ্টিয়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের আদালতে

খোকসায় উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের ৬ নেতার জামিনে মুক্তি

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াতের উপজেলা আমীর আবু বকর সিদ্দিকসহ জামায়াতের ৬ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ জামিন পান।জানা যায়, কুষ্টিয়ার খোকসা থানায় আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম জামায়াতের খোকসা উপজেলা আমীর ডাঃ আবুবকর সিদ্দিক, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, মাওলানা ইকরামূল হক, মাওলানা মতিউর রহমান, আব্দুর রাজ্জাক ও হাফেজ নুরুল ইসলামের নামে গত ২৪ জানুয়ারী চাঁদাবাজি মামলা করেন। খোকসা থানায় জিআর ৭/১৪ মামলায়

মিরপুরে মাদক ব্যবসায়ীর সশ্রম কারাদন্ড

রাশিদুজ্জামান রাশেদ, মিরপুর ॥ মিরপুরে ভ্রাম্যমান আদালত সুজন (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে। সে দৌলতপুর উপজেলার পাকোরিয়া গ্রামের সানাউল্লাহ’র ছেলে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মিরপুর-দৌলতপুর সড়কের চিথলিয়া মাঠের মধ্যে মিরপুরগামী নসিমনে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর ১ টেবিলের ৭(ক) ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময়ে মিরপুর থানার এএসআই তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত গাঁজা আগুন দিয়ে ধ্বংস করা হয়।

দলীয় প্রার্থীর পক্ষে ভোট করায়

দৌলতপুরে বিএনপির নেতাকে পেটালো সাংসদ পুত্র কলিন্স 

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট করায় দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন মেম্বরকে পেটালো সাংসদ রেজাউল হক চৌধুরীর ছেলে কলিন্স। গতকাল বুধবার রাত ৮ টার দিকে সাংসদপুত্র কলিন্স ও তার ক্যাডার বাহিনীরা তাকে বেধরড় মারপিট করে। আমজাদ হোসেন জানান, রাত ৮ টার দিকে আমজাদ হোসেন নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে নিজ এলাকা গাছের দিয়াড়ে বসে ছিলেন। সাংসদপুত্র কলিন্স এর নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেল যোগে ১৫-২০ জন ক্যাডার সেখানে গিয়ে অতথ্য ভাষায় গালাগালি করে বিএনপি নেতা আমজাদ হোসেনকে মারপিট করে। এ সময় আমজাদসহ উপস্থিত নেতাকর্মীদের বিএনপি প্রার্থীর পক্ষে কাজ না করার জন্য কলিন্স ও তার ক্যাডাররা হুমকি ধামকি দেয়। আর

বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হওয়ায় ইবি শিক্ষক আশকারী-কে সংবর্ধনা

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন এর নির্বাহী পরিষদের সদ্য নির্বাচিত মহাসচিব অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আশকারীকে সংবর্ধনা প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ইবি শিক্ষক সমিতির আয়োজনে অনুষদ ভবনস্থ শিক্ষক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনার অনুষ্ঠিত হয়।ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমানের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইকবাল হোছাইন, সহ-সভাপতি অধ্যাপক ড.আ.ন.ম রেজাউল করিম, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে.এম সালেহ, শাপলা ফোরামের সভাপতি ড. মাহবুবুল আরফিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. শহীদুল ইসলাম নুরী, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ মিয়া, গ্রিন ফোরামের সাধারণ

ইবিতে ব্যবস্থাপনা বিভাগের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৪ তম ব্যাচের বিদায় ও ২১তম ব্যাচের নবীনদের বরণ অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা বিভাগের ১৫ তম ব্যাচের আয়োজনে গতকাল বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে এ প্রবীন বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।বিভাগীয় ১৫তম ব্যাচের শিক্ষার্থী তুর্ণা ও সাগরের উপস্থাপনায় বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুবুল আরফিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত