মঙ্গলবার, জানুয়ারী ১৫, ২০১৩

কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের স্মরনকালের দীর্ঘ মানবপ্রাচীরে জেলা বিএনপির নেতৃবৃন্দ : মহাজোট সরকারের ৪ বছরে দূর্ণীতি, দুঃশাসন, দলীয়করণ. গুম ও খুনে দেশের মানুষ চরম সংকটে

আব্দুম মুনিব : গুম,খুন,গুপ্তহত্যা ও সরকারী সন্ত্রাস বন্ধ এবং বিপন্ন জনগনকে রক্ষার দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় ১৮ দলীয় জোট মানব প্রাচীর গড়ে তোলে। গতকাল মঙ্গলবার সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত কুষ্টিয়া শহরের মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত ২ কিলোমিটার পথ এ মানব প্রাচীর গড়ে তোলে। মানব প্রাচীরে কুষ্টিয়া জেলা ১৮ দলীয় জোটের সাথে বিএনপি, মুক্তিযোদ্ধা দল, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়। এসময় ৬টি স্থানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যপক শহিদুল ইসলাম, বিষেশ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন,

কুমারখালীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল চাকুরী জাতীয়করনের দাবীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সর্ববৃহৎ সংগঠন। ১৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সর্বপ্রথম দাবী চাকুরী জাতীয়করণ। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব
িক্ষোভ মিছিলটি সকাল ১১ টায় কুমারখালী জে এন মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঐক্যজোটের সভাপতি কুমারখালী ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন’র সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঐক্যজোটের সহ-সভাপতি কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম রবি, কুমারখালী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও গোবরা চাঁদপুর মাধ্যমিক

আজ ১৮ দলের মানব প্রাচীর : কুষ্টিয়ায় কর্মসূচী সফল করতে জেলা বিএনপি আহবান


হাওয়া ডেস্ক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ১৫ জানুয়ারী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মানব প্রাচীর অনুষ্ঠিত হবে। এ কর্মসূচী সফল করতে কুষ্টিয়া জেলা বিএনপি আহবান জানিয়েছে। জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এক বিবৃতিতে বলেন, সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বড়বাজার রেলগেট

নারী নির্যাতন বাড়ছেই : নজর নেই আইন-শৃংখলা বাহিনীর


হাওয়া ডেস্ক : বাংলাদেশে গণধর্ষণের ঘটনা নিয়ে যতই হইচই হোক, রাজধানীসহ জেলা-উপজেলায় মহিলাদের ওপর অপরাধের ক্রমবর্ধমান ঘটনা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর তেমন নজর দেখা যাচ্ছে না। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ সেল, মহিলা পরিষদ, ‘অধিকার’সহ সরকারি-বেসরকারি সংগঠনের তথ্যে দেখা যাচ্ছে, দিন দিন মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বেড়েই চলেছে। ২০১১ সালে খোদ রাজধানীতে যতগুলো

দলে পদ পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ নেতাদের : ফেব্র“য়ারীর প্রথম দিকে কুষ্টিয়া আ’লীগের কাউন্সিল ॥ কারা আসছেন জেলার নেতৃত্বে


হাওয়া প্রতিবেদক : কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠন করা হয় ২০০৬ সালে। একই কমিটি দিয়ে চলছে ৭ বছর। মাঝখানে একাধিকবার উদ্যোগ নেয়ার পরও কাউন্সিল হয়নি। বর্তমান কমিটির অনেক পদ এখন শূকজন নেতা নির্ভর কুষ্টিয়া আওয়ামী লীগ। তবে দেরিতে হলেও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। আর তা খুব শীঘ্রই। জানুয়ারির শেষ অথবা ফেব্র“য়ারির প্রথম দিকে নতুন কমিটি উপহার পাবে আওয়ামী লীগ কর্মীরা। কমিটিতে কারা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভয়ে শিক্ষক শূন্য ক্যাম্পাস


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ছাত্রলীগ নেতাকর্মীদের ভয়ে শিক্ষক শূণ্য হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মাত্র দেড় মাসের ব্যবধানে শিক্ষকদের উপর ছাত্রলীগ ক্যাডারদের দু‘দফা হামলার ঘটনায়হামলাকারীদেরোন ব্যবস্থা না নেওয়ায় শিক্ষকরা
শিনরাপত্তাহীন ক্যাম্পাসে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। এতে দীর্ঘ সাড়ে ৪ মাস ধরে অচল ক্যাম্পাস আরো গভীর অশ্চিয়তার দিকে ধাবিত হলো।

কুষ্টিয়ায় বাজারে চালের মজুদ বাড়ছে দাম বৃদ্ধিতে ক্রেতাদের নাভিশ্বাস

কুদরতে খোদা সবুজ : চালের দাম বৃদ্ধিতে বাজারে চালের মজুদ বাড়ছে। আরো বেশি মুনাফার আশায় অনেক বিক্রেতা মজুদ করতে ব্যসত্ম আছেন। এদিকে চালের মূল্য বৃদ্ধিতে সাভিস্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। গতকাল কুষ্টিয়া শহরের বড়বাজার ও পৌরবাজার ঘুরে এমন তথ্যই পাওয়া গেছে। অপরদিকে চালের দাম বৃদ্ধিতে বাজারে আসা ক্রেতাদের মাঝে চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে। ক্রেতাদের অভিযোগ এক শ্রেণীর মজুদদার ব্যবসায়ী নানা অজুহাতে দাম বৃদ্ধি করেছে। এর সাথে বড় চক্র জড়িত রয়েছে। আর এ সুযোগে বিক্রেতারা মজুদ করে চলেছে। বাজার ঘুরে জানাগেছে গত কয়েক দিনের ব্যবধানে প্রতিকেজি চালে ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। আরো বৃদ্ধির আশংকাও রয়েছে। তবে প্রশাসনের পক্ষে এখনই ব্যবস্থা নেয়া হলে আর বৃদ্ধি পাবে না বলেও অনেকে মনে করেন। জসিম ট্রেডার্সের জসিম জানান, বর্তমানে মিনিকেট চাল ৪২ টাকা কেজি দরে বিক্রি করা

কুষ্টিয়ার সন্তান ক্লোজআপ ওয়ান’র সেরা ত্রিশে

ষ্টাফ রিপোর্টার : দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল ‘এনটিভি’তে প্রচারিতব্য প্রতিযোগিতা মূলক সংগীত প্রতিভা অন্মেষন ‘কো¬জ আপ-১’ প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী কয়েজ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে সেরা-ত্রিশে স্থান করে নেওয়ার দূর্লভ কৃতিত্ব দেখিয়েছে কুষ্টিয়ার ছেলে ভজন ক্ষ্যাপা। পরবর্তী এসএমএস রাউন্ডে লড়বে ভজন ক্ষ্যাপা।

ভিত্তিপ্রস্তর স্থাপনের ২ বছর অতিক্রান্ত হলেও মিরপুরের বরিশাল খালের সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

গত ২০১১ সালের ৬ জানুয়ারী-মিরপুরের বরিশাল খালের এইস্থানে সেতু নির্মাণের
জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন হাসানূল হক ইনু এমপি। 
মিরপুর প্রতিনিধি : জনসাধারনের দীর্ঘদিনের দাবী বাস্তবায়নে ৬ জানুয়ারী-২০১১ ইং সালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর-চরপাড়ার মধ্যদিয়ে প্রবাহিত বরিশাল খালের উপর ২০ মিটার গার্ডার সেতু নির্মানের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য, তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বর্তমান তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। ভিত্তিপ্রস্তর স্থাপনের ২ বছর অতিক্রান্ত হলেও বরিশাল খালের উপর সেতু নির্মানের কাজ শুরু হয়নি। যদিও ওই সেতুর ভিত্তিপ্রস্তরের মাত্র ৩দিন আগে একই বছরের ৩ জানুয়ারী হাসানূল হক ইনু এমপি একই ইউনিয়নের মশান বাজার সংলগ্ন ডি-৫ বিকে খালের উপর ২০ মিটার গার্ডার সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ইতিমধ্যেই মশান সেতুর নির্মানকাজ

খোকসায় কৃষি উপকরণ বিতরণ

খোকসা প্রতিনিধি : সোমবার সকালে কুষ্টিয়ার খোকসায় উপজেলা ২ ইউনিয়নের পারিবারিক পর্যায়ে কিষাণী অংশগ্রহণে সবজী বীজ উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ কর্মসূচীর আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ৫০ জন কিষাণীদের মাঝে কৃষি বীজ উপকরণ বিতরণ করেছে প্রগতি সংঘ।
সকালে সংঘের কনফারেন্স রুমে কৃষি বীজ উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় খোকসা জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, মাসিক কলমতরীর কলমতরীর সম্পাদক মনিরুল ইসলাম মনি। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক সজীব খান। জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানীপুর, মাসিলিয়া ও আমবাড়িয়া ইউনিয়নের তাহেরপুর গ্রামের ৫০ জন কিষাণীদের মাঝে এসকল উপকরণ বিতরণ করেন অতিথিরা। দেশী বীজ সংরক্ষণে নারীর ভূমিকা ও কৃষক বাঁচাতে দেশী বীজ সংরক্ষণ করুন শ্লোগানে নারী সবজী বীজ উৎপাদন ও সরক্ষণ করেন। পরিবারে পুষ্টির যোগান দিয়ে থাকেন। এসব কিছু চিন্তা করেই এরকম কর্মসূচী গৃহীত হয়েছে।

খোকসায় বিজ্ঞান শিক্ষার প্রসার ও আমাদের করণীয় শীষর্ক সেমিনার অনুষ্ঠিত


মনিরুল ইসলাম মনি, খোকসা : সোমবার কুষ্টিয়ার খোকসায় ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিজ্ঞান শিক্ষার প্রসার ও আমাদের করণীয় প্রসঙ্গে এক শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টার দিকে উপজেলার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম সান্টু। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওহিদুল ইসলাম ডবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষক আকমাল হোসেন, অসীম রায় প্রমুখ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানকার ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয় না নেয়ার প্রধান কারণ হলো অর্থনৈতিক দূরাবস্তা। তারা মনে করে বিজ্ঞান শিক্ষা অনেক ব্যয়বহুল একটি মাধ্যম। এমতাবস্তায় অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আছে যারা বিজ্ঞান বিষয় নিতে ভয় পায় সেই সাথে এখানে বিজ্ঞানের শিক্ষক সংকট প্রকট। উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সি,এস,ই বিভাগের ছাত্র নাজমুল হাসান নাহিদ। 

কুষ্টিয়া পলিটেকনিক কলেজে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন : সড়ক অবরোধ

আব্দুম মুনিব : শিক্ষকদের দূর্নীতি, পরীক্ষাকালীন উৎকোচ হিসেবে অতিরিক্ত অর্থ আদায়, প্ররিধানে ১০ অনুচ্ছেদ বাতিলসহ বিভিন্ন দাবীতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে কুষ্টিয়ায় পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিষ্ঠানের প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা রাস্তায় অবরোধ করে।  শিক্ষার্থীরা ৩ দফা দাবী সম্বলিত একটি স্বারকলিপি কলেজের উপাধাক্ষ মোশারফ হোসেনের নিকট দেয়। ৩ দফার মধ্যে রয়েছে ২০১০ সালে প্রবিধান এ (ড্রপ আউট) ঝরে পরা চলবে না, ফলাফল সংসধন করে যত তাড়াতাড়ি সম্ভব জানাতে হবে ও ২০১০ সালে প্রবিধান এ

কুষ্টিয়া ভ্রাম্যমান আদালতে ৯ যানবাহনে জরিমানা আদায়

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে কাগজপ্রত্রে ক্রটি থাকায় ৯ যানবাহনে জরিমানা আদায় করেছে। গতকাল সকাল ১০ টায় শহরের কুষ্টিয়া ভেড়ামারা সড়কের জুগিয়া বারখাদা এলাকাই এ অভিযান চালানো। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী আফরিদা ও মাহমুদা পারভিনের পরিচালনায় বাস,ট্রাক,মিনি ট্রাকসহ মোট ৯ টি যানবাহনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কুষ্টিয়ায় বিদেশী নাইন এমএম রিভালবার উদ্ধার

ষ্টাফ রিপোর্টার : পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী নাইন এমএম রিভালবার উদ্ধার কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গতকাল দুপুরে শহরের লাহিনী বটতলা প্রাইমারী স্কুলের পাশে একটি পুকুর থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ বেলাল হোসেন জানান, লাহিনী বটতলা প্রাইমারী স্কুলের পাশে একটি পুকুর সেচ দেওয়া হলে পরিত্যক্ত অবস্থায় একটি রিভালবার পরে থাকতে দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে বিদেশী নাইন এমএম রিভালবারটি উদ্ধার করে।

কুষ্টিয়ায় যক্ষ্মা প্রতিরোধে সাংবাদিকদের সমন্বয়ে অ্যাডভোকেসি সভায় ডাঃ আবু দাউদ

আব্দুম মুনিব ॥ কুষ্টিয়ায় যক্ষ্মা প্রতিরোধে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সাংবাদিকদের সমন্বয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের এনএস রোড়স্থ জেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নাটাবের জেলা শাখার সভাপতি শাহাবুব আলী সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডাঃ আবু দাউদ। বক্তব্য রাখেন নাটাবের কোষাধ্যক্ষ শামসুল বারী, আরটিভির কুষ্টিয়া প্রতিনিধি শেখ হাসান বেলাল, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু, বাংলা বাজার পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এ এইচ আরিফ, বিডি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, । প্রধান আলোচকের বক্তব্যে ডাঃ আবু দাউদ বলেন, বাংলাদেশে যক্ষ্মা একটি অন্যতম ঘাতক ব্যাধি। এরোগে আক্রান্ত হয়ে প্রতি বছর অনেক লোকের মৃত্যু হয়। বর্তমানে এ রোগের চিকিৎসা ঔষুধ বিনামূল্যে প্রদান করা হয়। আমাদের দেশে যক্ষ্মা সম্পর্কে সামাজিক কুসংস্কার এখনও রয়ে গেছে। সচেতনাতার অভাব এর প্রধান কারণ। যক্ষ্মা রোগীর কফ, হাঁচি ও কাশির মাধ্যমে জীবানু বাতাসে মিশে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তা সুস্থ ব্যক্তির ফুসফুসে প্রবেশ করে এবং সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করে। এটি একটি মারাত্মক সংক্রামক রোগ। নিয়মিত ও পূর্ন মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভাল হয়। যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাব দেশের ঐতিহ্যবাহী বৃহত্তম জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাব নিরন্তর কাজ করে যাচ্ছে। সামাজিক কুসংস্কার, অজ্ঞতা, অবহেলা, অর্থনৈতিক সংকট ও সঠিক তথ্যের অভাবে যক্ষ্মা রোগীরা চিকিৎসা নিলেও নিয়মিত ওষুধ সেবন এবং পূর্ন মেয়াদে চিকিৎসা গ্রহণ করেন না। নাটাব সরকারের ডটস কর্মসূচীর অংশীদার হিসাবে রোগীদের চিকিৎসা সম্পর্কে সচেতন করে তোলার ব্যাপারে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে আসছে। এ সমস্ত কর্মসূচীর মধ্যে আছে সভা, সেমিনার, ওয়ার্কশপ, র‌্যালী, রোগীদের সাথে ব্যক্তিগত যোগাযোগ ইত্যাদি। গণমানুষের মাঝে যক্ষ্মা সম্পর্কিত প্রচার কাজ নাটাব সুশীল সমাজকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে।

ইবি’র এ্যাথলেটিক্স দল গঠনে বাছাই ক্যাম্প ১৫ জানুয়ারি হতে শুরু

হাওয়া ডেস্ক ॥ ৮ ফেব্র“য়ারি হতে আন্ত: বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০১৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংগ্রহনের জন্য দল গঠণের লক্ষ্যে ১৫ জানুয়ারি হতে ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স মাঠে বাছাই ক্যাম্প শুরু হবে। আগ্রহী ছাত্র-ছাত্রীদের শারীরিক শিক্ষা বিভাগে যোগযোগ করার জন্য বলা হয়েছে।

ইবিতে ১২ জানুয়ারি অনাকাঙ্খিত ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ জানুয়ারি কলা অনুষদে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় প্রক্টরিয়াল বডির রিপোর্টের ভিত্তিতে ঘটনার কারণ উৎঘাটন, দোষী ব্যক্তিদের চি‎িহ্নত করণ ও শাস্তির ধরণ এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তিরোধে সুপারিশ পেশ করার জন্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার গতকাল ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন-আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ। সদস্যরা হলেন-অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া, ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রুহুল আমিন ভূইয়া ও দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল করিম। আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য তদন্ত কমিটিকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

চাকুরী জাতীয়করণের দাবীতে ভেড়ামারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলছে

মনির উদ্দিন মনির ॥ বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে ভেড়াারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। এব্যাপারে ভেড়ামারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুল ওহাব জানান, মাধ্যমিক স্তরের শিক্ষকদের চাকুরী জাতীয় করণের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মবিরতি কর্মসূচী উপজেলার সকল কলেজ, স্কুল, মাদ্রাসা গুলোতে ধারাবাহিক ভাবে অব্যাহত আছে। বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে অভিভাবকরা জানান, বছরের শুরুতেই কমলমতি শিক্ষার্থীদের নতুন বই হাতে পেলেও ক্লাশ করার সুযোগ পাচ্ছে না। যার ফলে তারা হতাশাগ্রস্থ হয়ে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছেন। সেই সাথে আগামী ১৬ই জানুয়ারী রোজ বুধবার বেলা ১১ টায় ভেড়ামারা উপজেলা চত্বরে সকল শিক্ষক কর্মচারীদের সমাবেত হওয়ার আহবান জানান।

আলমডাঙ্গায় বৃহত্তর কুষ্টিয়ার সর্ববৃহৎ গণকবরটি এখনো অবহেলিত

চুয়াডাঙ্গা সংবাদদাতা : ‘স্বাধীনতা যুদ্ধের পর প্রায় ৮০০ লাশ এই গণকবর থেকে তোলা হয়। এক সময় প্রচণ্ড দুর্গন্ধের কারণে লাশ উত্তোলনের কাজও বন্ধ করা হয়। এখানে কমপক্ষে দুই হাজার নারী-পুরুষ আর শিশুকে হত্যা করা হয়েছে’। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা শহরের লালব্রিজ সংলগ্ন গণকবরের বর্ণনা দিয়ে গিয়ে এভাবেই জানালেন মুক্তিযোদ্ধা এম সবেদ আলী।
তিনি আরও বলেন, আলমডাঙ্গার এই লালব্রিজ সংলগ্ন গণকবরটি বৃহত্তর কুষ্টিয়ার মধ্যে সর্বকৃহৎ। অথচ এখনও পর্যন্ত গণকবরটি চিহ্নিত করা হলো না। গণকবরের জায়গাটি এখন আবাদি জমিতে রূপান্তরিত হয়েছে। আমরা মারা গেলে গণকবরটির কোন চিহ্ন আর পাওয়া যাবে না বলে মনে করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের সময় এ অঞ্চলের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিলো ট্রেন। এই সুযোগটি গ্রহণ করে রাজাকার-আলবদর ও পাকিস্তানি বাহিনী। প্রতিটি ট্রেনকে আলমডাঙ্গার লালব্রিজের উপর থামাতে বাধ্য করা হতো। এরপর প্রতিটি বগিতে উঠে যাত্রীদের সাথে থাকা মূল্যবান মালামাল কেড়ে নেয়া হতো। নামিয়ে নেয়া হতো সুন্দরী নারী, যুবকসহ সন্দেহভাজন সকলকে। এরপর নারীদেরকে নির্যাতন শেষে ফেলে দেয়া হতো লাল ব্রিজের কাছেই অবস্থিত গভীর গর্তে। আর যুবদেরকে গর্তের পাশে অবস্থিত টর্চার সেলে নিয়ে মুক্তিযোদ্ধাদের তথ্যের জন্য নির্যাতন করে হত্যা করে ফেলে দেয়া হতো একই স্থানে। শুধু ট্রেনের যাত্রীরা নয়, আলমডাঙ্গা ও এর আশপাশ এলাকার অসংখ্য নারী ও পুরুষকেও ধরে নিয়ে এসে একই কায়দায় নির্যাতন শেষে হত্যা করে ফেলা হতো এখানে।
স্বাধীনতার ৪১ বছর পর এখনও আলমডাঙ্গার লাল ব্রিজ এই অঞ্চলের বয়ষ্ক মনুষেদের কাছে আতঙ্কের নাম। স্থানটিকে সংরণ করার জন্য স্থানীয়ভাবে বহু চেষ্টা ও লেখালেখি করেও কোন লাভ হয়নি বলে জানান বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী। তিনি আরও বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়াদ্দার ছেলুন চুয়াডাঙ্গা জেলার গণকবরগুলি চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন।

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : শনিবার সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুরের আপার চাঙ্গি রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছে। নিহতদের নাম রবিন ওরফে মনির ৩৮। তার বাবার নাম সিদ্দিক মোল্লা। তার বাড়ি নরসিংদী থানার মনহরদী থানার চন্দন বারহারা গ্রামে। অপরজন হচ্ছেন আবুবকর সিদ্দিক (২৭)। তার বাবার নাম মৃত মিয়ার উদ্দিন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ার খোদাদিয়ায়। দুজনেই কাজ করতেন সের চুয়ান কনস্ট্রাকশন প্রইভেট লিমিটেড কোম্পানিতে।
জানা গেছে, লরী (ট্রাক ) ও একটি কারের মধ্যখানে চাপড়ে চাপা পড়ে আবু বকর সিদ্দিক আর রবিন দুই গাড়ির ধাক্কায় লরীর পিছনে পড়ে যায়। দুজনেরই ঘটনা স্থলে মৃত্যু হয়। দুজনেই কেবল বহন করছিলেন।
আবুবকর সিদ্দিকের বুক থেকে পা পর্যন্ত থেতলে যায় আর রবিন শরীরের বিভিন্ন অংশের সাথে মাথায় গুরুতর আঘাত পান।
আবুবকর সিদ্দিকের চাচাত ভাই মতিন জানান রোববার মোস্তফা সেন্টারে মিলিত হয় তারা। মতিনের স্ত্রী আসছে সিঙ্গাপুর। ভাই আর বন্ধু মিলে কত স্বপ্নীল কথা বলেছে। কিভাবে ভাবিকে নিয়ে সিঙ্গাপুর দেখবে, একসাথে খাওয়া দাওয়া করবে। মতিন ভুলতে পারছে না গত কুরবানী ঈদে একসাথে দেশে গিয়েছিল ,ঈদের সে সব স্মৃতি মনে করেই কেঁদে উঠছে সে।
পাঁচ বছর বয়সের পিতৃহারা আবু বকর দাদার কাছে বেড়ে উঠছিল। কিন্তু তার সাত বছর বয়সে দাদাকে হারায় সে। পাঁচ বছর পূর্বে সোনার হরিনের আশায় আবুবকর আসে স্বপ্নের সিঙ্গাপুরে। মতিনকে বলেছিল আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারী এসকাভেটর অপারেটর এর পরীক্ষা তার। সে নিশ্চিত পাস করবে। হবে পদোন্নতি, বাড়বে বেতন। মাত্র এক বছর হল বিয়ে করেছে। প্রিয়তমা বধুকে নিয়ে দেখেছিল স্বপ্ন সুখের নীড়ের।
সব আজ শেষ হয়ে গেল। মায়ের কোল খালি হলো। বিবাহিতা দুই বোন হারাল আদরের ভাইকে। প্রতি দিনের মত কাজ করতে এসে অকালে চলে গেল না ফেরার ই দেশে। অসময়ে স্বামী হারাল এক নব বিবাহিতা।
রবিন সিঙ্গাপুর আসে ১৩ বছর আগে। তার রয়েছে একটি ছেলে।
কোম্পানির খরচে আগামীকাল মঙ্গলবার দুটি লাশ বাংলাদেশ এয়ার লাইনস যোগে বাংলাদেশ পাঠানো হবে।

ফেসবুকের সুবাদে ৬৫ বছর পর ভাই-বোনের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট : ফেসবুকের সুবাদে দীর্ঘ ৬৫ বছর ভাইয়ের সাক্ষাৎ পেল এক বোন। তাও আবার মাত্র ৭ বছরের বয়সের শিশুর সহযোগিতায়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়ায়। বেটি বিলাডিউ (৭০) ও তার ভাই ক্লিফর্ড বয়সন (৬৬) নামের দুই ভাইবোন শনিবার সাক্ষাৎ করেছেন। যখন বেটির বয়স ৫ বছর ও তার ভাই ক্লিফর্ডের বয়স ৩ বছর তখন তাদেরকে শিকাগোর আলাদা শিশু সদনে পাঠানো হয়। এরপর থেকে অনেক চেষ্টার পরও তারা একে অপরকে আর খুঁজে পায়নি। এক সময় বয়সন যে বাড়িতে বাস করেন সেই বাড়ির মালিকের ছেলে এডি হানজেলিন (৭) তার ফেসবুকে বন্ধু তালিকায় যোগ দেয়। এডি তার মায়ের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিলাডিউয়ের ডাক নাম (বিলাডিউ) লিখে খুঁজতে থাকে। এভাবে ফেসবুকে ছবি দেখে সে বিলাডিউকে আবিষ্কার করে। পরে তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খুশিতে আত্মহারা হয়ে যায় দুই ভাইবোন। একে অপরকে আলিঙ্গন করে বয়সন বলে, নিশ্চয়ই তোমার একজন ভাই ছিল! আর বিলাডিউ বলে- হ্যাঁ, তোমারও তো একজন বোন ছিল!

মিরপুরে বজলুর মাতৃ বিয়োগ

স্টাফ রিপোর্টার, মিরপুর ॥ মিরপুরে লীজান হারবাল লিমিটেডে’র ব্যবস্থাপক বজলুর রহমান এবং এনএসবি ব্রিকসের মালিক আলমগীর হোসেন আলমের মাতা রাহেলা খাতুন (৭০) গতকাল সোমবার বিকেলে বাধ্যক জনিত কারণে চিথলিয়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ........ রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৯টায় চিথলিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী শুক্রবার মরহুমার কুলখানী উপলক্ষে নিজবাস ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে লীজান হারবাল লিমিটেডে’র চেয়ারম্যান নাজমুল হক লিটু, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ-হেল-বাকী গভীর শোক প্রকাশ করেছেন।