রবিবার, ডিসেম্বর ০৭, ২০১৪

কুষ্টিয়া চিনিকলে উদ্বোধনী যাত্রায় মেশিন নষ্ট : চাষীদের মাঝে হতাশা

স্টাফ রিপোটার : ৫০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে কুষ্টিয়া সুগার মিলে ২০১৪-১৫ আখ মাড়াই মৌসুম উদ্বোধনের শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে বিপর্যয় দেখা দিয়েছে। উদ্বোধনের সময় হটাৎ করেই এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে কর্তৃপক্ষ মিল বন্ধ রাখতে বাধ্য হয়। আগে থেকে ক্রয়কৃত শত শত মন আখ মিলে অবস্থিত কেনকরিয়ার আশেপাশে যততত্র ফেলে রাখা হয়েছে।  আর এতে করে চাষীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। এদিকে এ ব্যাপারে জানতে তৎক্ষনিক মিলের কোন কর্মকর্তাকে না পাওয়া গেলেও মিলের সাথে সংশ্লিষ্ট কয়েকজন জানালেন ষ্টটাট দেওয়ার চাবিতে গোলমাল হয়েছে। অন্যদিকে মাড়াই মৌসুম শুরুর আগে যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা না করে উদ্বোধনী অনুষ্ঠান করাতে উপস্থিত সরকারী কর্মকর্তা ও সরকার দলীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ আখ নিক্ষেপর মধ্য দিয়ে মাড়াই মৌসুম উদ্বোধন করতে গেলে মেশিন বন্ধ অবস্থায় তিনি মিলের কেনকেরিয়ারে আখ নিক্ষেপ করেন। এদিকে মাড়াই মৌসুম উদ্বোধন হওয়ার সাথে সাথে এমন বিপর্যয়ে কর্মরত সাধারণ শ্রমিককর্মচারীসহ আখচাষীরা উদ্বেগ উৎকন্ঠায় হতাশ হয়ে পড়েছেন। মেশিনে এমন সমস্যা দীর্ঘস্থায়ী হলে শত শত মন আখ শুকিয়ে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন চাষীরা। অন্যদিকে কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলা কারণে এমনটি হয়েছে তাই সাধারণ জনগনের মধ্যে মারাত্বক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মিলটিতে দীর্ঘদিন যাবত সিবিএ নেতাদের লুটপাটের রাজত্ব চলছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ শ্রমিক ও আখচাষীদের নিকট থেকে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল শনিবার দুপুর ১২ টায় মিলের ব্যবস্থাপনা

স্বৈরাচার পতন দিবসে কুষ্টিয়ায় বিএনপির আলোচনা সভায় বক্তারা

দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে

স্টাফ রিপোর্টার ॥ স্বৈরাচার পতন দিবসে কুষ্টিয়ায় বিএনপির উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি জেলা ২০ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, জেলা শ্রমিকদলের সভাপতি আমিরুল ইসলাম রহিম, সাধারণ সম্পাদক কে এইট সরোয়ার, জেলা কৃষকদলের আহবায়ক এসএম গোলাম কবির, কৃষকদল নেতা মোকারম হোসেন মোকা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার সামসুদ্দোহা লাল্টু, সদর থানা যুবদলের সভাপতি

কুষ্টিয়া টেক্সটাইল মিলস্’র বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবী

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া টেক্সটাইল মিলস্ লিমিডেটের শ্রমিক-কর্মচারীরা তাদের শতকরা ২৫ ভাগ বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন। এ ব্যাপারে কুষ্টিয়া টেক্সটাইল মিলের অবহেলিত সচেতন শ্রমিক কমিটির পক্ষ থেকে সিবিএ’র সাবেক সভাপতি শরিফুল ইসলাম ও করণিক খায়রুল হকের যৌথ স্বাক্ষরিত একটি পত্র কুষ্টিয়া টেক্সটাইল মিলস্ লিমিডেটের (আকিজ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ’র প্রতিষ্ঠান) ব্যবস্থাপনা পরিচালকের নিকট দেয়া হয়েছে। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত পত্রে অনুলিপি শিল্পমন্ত্রী, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ, কুষ্টিয়া টেক্সটাইল মিলস্ লিমিডেটের চেয়ারম্যান, বিভাগীয় উপ-প্রধান কল কারখানা পরিদর্শক, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট প্রেরণ করা হয়েছে। লিখিতপত্রে উল্লেখ করা হয় ১৯৭৩ সালে এ মিলটি জাতীয়করণ মিল হিসেবে বিটিএমসি ভূক্ত এর মাধ্যমে উৎপাদন শুরু করেন। পরবর্তীতে বিরাষ্ট্রীয়করণ নীতি প্রহণের প্রেক্ষিতে মিলটি ১৯৮২ সালে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে মালিক পক্ষ ৫১ ভাগ ও সরকার পক্ষ ৪৯ ভাগ সেয়ার চুক্তিতে আফিল উদ্দিন গং এর মালিকানাধীনে দেয়া হয়। সম্প্রতি শ্রমিক-কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধের সিদ্ধান্ত

খোকসায় স্বৈরাচার পতন দিবস উপক্ষ বিএনপির আলোচনা সভায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী

অতীতে সব স্বৈরাচারীদের পতন ঘটিয়েছি এবার নব্য স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটাবো

স্টাফ রিপোর্টার : স্বৈরাচার পতন দিবস উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় বিএনপির নেতৃবৃন্দের নিয়ে আলোচনা সভা করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ
মেহেদী আহমেদ রুমী। দুপুরে খোকসা থানা বিএনপির কার্যালয়ের অনুষ্ঠিত সভায় থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, বাংলাদেশে আজ পর্যন্ত কেউ জোর করে ক্ষমতায় থাকতে পারেনি। যারাই জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে তাদের শেষ পরিণতি খুবই করুণ। তাই আমরা অতীতেও কঠোর আন্দোলনের মাধ্যমে বাঘা বাঘা স্বৈরাচারদের পতন করেছি। তদ্রুপ নব্য স্বৈরাচারী হাসিনাকেও আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।

জগতিতে বিএনপির অঙ্গ সংগঠন সম্মেলনে বক্তারা

স্বৈরাচার এরশাদের মতো শেখ হাসিনাকেও জনগণকে সাথে নিয়ে ক্ষমতা থেকে উৎখাত করা হবে

স্টাফ রিপোর্টার : গতকাল বিকেলে কুষ্টিয়া সদর থানার জগতি রেল বাজারে জগতি ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তারেক রহমানের তৃণমুল কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ আবদুর রহিম। সভাপতিত্ব করেন জগতি ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ শেখ। বক্তব্য রাখেন সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন সাধু, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা,  জেলা ছাত্রদল নেতা জিল্লুর রহমান জনি, সদর থানা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, শহর বিএনপির সহ-সাংহঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বারখাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান,  মজমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, জেলা ছাত্রদলের আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম-উল হাসান অপু, শহর বিএনপির সভাপতি হাফিজুর রহমান হেলাল,  সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক কাজী আব্দুর রব দিলু, মজমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খাদেমূল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জব্বার মিলণ, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ম্যাক, সহ-সাংগঠনিক সম্পাদক হাসানুরজামান, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমূল ইসলাম, হরিপুর ইউপি যুবদলের সভাপতি বাবর আলী, বটতৈল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ভারপ্রাপ্ত সভাপতি জান মোহাম্মদ বিপুল, সহ-সভাপতি শিমূল হোসেন, শহর ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল আহমেদ রনি, সদর থানা যুবদলের যুগ্ম সম্পাদক চায়না আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান লাল। আরো উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির

বালিয়াকান্দির নারুয়ায় জমি নিয়ে বিরোধে কৃষকের রসুন ও কালিজিরা ক্ষেত বিনষ্ট

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এক কৃষকের ২২ শতাংশ জমির রসুন ও কালিজিরা ক্ষেত বিনষ্ট করেছে। ওই জমির মালিক নারুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম জানান, বাড়ীর পার্শ্ববর্তী মাঠে ২২ শতাংশ জমিতে রসুন ও কালিজিরা চাষ করি। এ জমি নিয়ে আদালতে বাটোয়াটা মামলা দায়ের করে ২০১৪ সালের মার্চ মাসে । শনিবার সকালে জমিতে গিয়ে সোনাকান্দর গ্রামের হারুন মোল্যা, সালাম মোল্যা, আমিরুল মোল্যা, রহিম মোল্যা, আজম মোল্যা, আলীম মোল্যা,

বালিয়াকান্দিতে আধুনিক পদ্ধতির কৃষি কাজ পরিদর্শন করলো ১২ জন বিজ্ঞানী দল

হাবিবুর রহমান : এশিয়া ও আফ্রিকার ২০ টি দেশের ১৫০জন বিজ্ঞানী প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে ৫দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহন করবেন। ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে শনিবার দিনব্যাপী ১২জন বিজ্ঞানী দল রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ও নারুয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ পরিদর্শন ও মতবিনিময় করেন। কনজারভেশন এগ্রিকালচার সার্ভিস প্রভাইডার গ্র“পের আয়োজনে ফোকার্স গ্র“প ডিসকাসিং অন কনসারভেশন এগ্রিকালচার বিষয়ক দিনব্যাপী মতবিনিময় সভায় উপজেলার নবাবপুর ও নারুয়া ইউনিয়নের সোনাইকুড়ি, তেকাটি, দেলুয়া মাঠে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ পরিদর্শন করেন, অস্টেলিয়ার মারডস ইউনিভার্সিটির ড. ওয়েন্ডি ভ্যানস, গ্রীনটেকস গ্রীন ম্যাশিনারী ষ্টোর বাংলাদেশের হাসান উদ্দিন শিকদার, কেনিয়ার নের্টওয়ার্ক ফর ডিসেমিনেশন অফ এগ্রিকালচারাল টেকনোলজিষ্ট ড. জোসেপ এম মোতুয়া, সেনেগালের ইউএসএআইডি প্রজেক্ট ম্যানেজার আলী বাবু, আফ্রিকার এগ্রিবিজনেস স্পেশালিষ্ট ড. ডেভিউ কাহান, অস্টেলিয়ার চার্লস ষ্টাটার্ড ইউনিভাসিটির ডির্সাডি সিমাস, জিম্বাবুয়ের সিএ ম্যাশিনারীজ ক্লোপাস রুকুনী, ইতিয়প্রিয়ার কৃষি প্রকৌশলী গ্রেমা নাগস, টানজানিয়ার প্রকৌশলী উইল সন বাইতানী, কনজারভেশন এগ্রিকালচার প্রজেক্টের টিম লিডার

কুমারখালীতে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন ২০১৪ অনুষ্ঠিত হয়। ৪/১২/১৪ ইং বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় কুমারখালী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে কুষ্টিয়া জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সহ-সভাপতি আক্তারুল হক প্রধান অতিথি ছাড়াও কেন্দ্রীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক ও জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ সাহাবুদ্দিন শেখ, সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সমিতির যুগ্ম সম্পাদক সিরাজুল হক দরবেশ ও জেলা প্রসেস সার্ভেয়ার সমিতির সভাপতি ও জেলা চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক পিয়ার আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি কমল

কুমারখালীতের মানবাধিকার মেলা অনুষ্ঠিত

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে মানবাধিকার মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা সদকী ইউনিয়নের জিডি শামসুদ্দিন আহম্মেদ কলেজিয়েট স্কুল মাঠে সর্ব সাধারনের আইনগত অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও বিনামূল্যে আইনগত সহায়ত প্রদানের লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিট গতকাল এই মানবাধিকার মেলার আয়োজন করে। কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান প্রধান অতিথির বক্তব্য দেন। কুষ্টিয়া জেলা জজ কোটের সিনিয়র আইনজীবি এ্যাডঃ সুধীর কুমার শর্মার সভাপতিত্বে জিডি শামসুদ্দিন আহম্মেদ কলেজিয়েট স্কুল অধ্যক্ষ বিমল কুমার বিশ্বাস স্বাগত বক্তব্য দেন। এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাসের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে অনুষ্ঠানে কুমারখালী থানা অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, সদকী ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কুমারখালী পাইলট বালিকার প্রধান শিক্ষক জনাব মো: আবুল কাশেম, এ্যাডঃ মীর আরশেদ আলী, ব্লাস্ট কুষ্টিয়া ইউনিটের সমন্বয়কারী এ্যাডঃ শংকর মজুমদার, এ্যাডঃ (অতিরিক্ত পিপি) আসম আক্তারুজ্জামান মাসুম, শাম ফাউন্ডেশন এর পরিচালক আব্দুল মোতালেব, জেলা সৈনিকলীগের আহবায়ক আব্দুল মজিদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নব কুমার দত্ত, বিশিষ্ট সমাজ সেবক  জেলা সমাজ সেবক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমারখালী শাখার  সভাপতি নিতাই কুমার কুন্ডু, ব্যাংকার উদিয়মান সমাজ সেবক জাকারিয়া খান জেমস প্রমুখ

গাংনীর চিৎলা ভিত্তি বীজ খামারের যুগ্ম পরিচালক আলমগীর মিয়ার দূর্ণীতি চিত্র-৪

কীটনাশক গবরের সার, জৈব সার ও খৈল কেনার ভূয়া ঠিকাদারী 
প্রতিষ্ঠানের নাম দিয়ে নিজেই বীল ভাউচার করে তুলে নেন লক্ষ লক্ষ টাকা

আক্তারুজ্জামান,মেহেরপুর : মেহেরপুরের গাংনী চিৎলা ভিত্তি পাট বীজ খামারে যুগ্ম পরিচালক আলমগীর মিয়া যোগদানের পর থেকে সরকারী কোন কর্মসূচি পালন করা হয়নি। সরকার ঘোষিত কর্মসূচি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী,বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ সরকারী কোন দিবস পালনের জন্য অর্থ বরাদ্দ দিলেও কর্মসূচি পালন না করে সে সব অর্থ পকেটেস্থ করেন যুগ্ম পরিচালক আলমগীর মিয়া। এসব দিনগুলোতে সরকারী পতাকা পর্যন্ত উত্তোলন করেন না খামারের মধ্যে। জানা গেছে, কর্মকর্তা ও কর্মচারীদের নির্মিত আবাসন কোয়ার্টার গুলো দীর্ঘদিন যাবৎ রক্ষণা-বেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় ধক্ষংশের দিকে যাচ্ছে। অথচ এগুলো রক্ষণা-বেক্ষণ ও সংস্কারের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দেয় বিএডিসি কর্তৃপক্ষ।একটি সূত্র জানিয়েছে, ২০১১-২০১২, ২০১২-১৩ এবং ২০১৩-১৪ ইং অর্থ বছরে সরকরী কোয়ার্টার সংস্কারের জন্য প্রায় ১০ লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এসব অর্থ বছরে কোয়ার্টারগুলোতে কোন ধরনের সংস্কার কাজ করা হয়নি। সংস্কারের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছেন একটি সূত্র। জানা গেছে, আলমগীর মিয়া যোগদান করার পর থেকেই ধান, গম, আলু, আমবাগানসহ বিভিন্ন ফসল গোপনে টেন্ডার করে নি¤œ দরদাতার কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে পাইয়ে দিয়ে থাকে। জমি চাষের জন্য বিএডিসি’র বরাদ্দকৃত জালানি তেল প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। জালানি তেলের ভূঁয়া বীল ভাউচার করে তেলের টাকা আত্মসাৎ করেন তিনি।  একটি বিশ্বস্ত্র সূত্র জানিয়েছে, আলমগীর মিয়া চিৎলা ভিত্তিপাট বীজ খামারে যোগদানের পর ঘুঁষের টাকা নিয়ে ঢাকার মিরপুরে প্রায়

অবৈধ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে : সাবেক এমপি আমজাদ হোসেন

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার সারাদেশকে কারাগারে পরিনত করেছেন। বিরোধী দলের নেতাকর্মীদের মামলা হামলা ও জেল জুলুম দিয়ে আন্দোলন থামাতে পারবেনা। বর্তমান সরকারকে অবৈধ ও অগনতান্ত্রিক আখ্যা দিয়ে আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্যোশ্যে বলেন, জালেম সরকারের দুর্নীতি, দু:শাসনের প্রতিবাদ ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে সোচ্চর হতে হবে। আগামী দিনে জোট নেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত আন্দোলন সফল করতে সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। শুক্রবার বিকালে গাংনীর হিন্দা বালিকা বিদ্যালয় মাঠে গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আমজাদ হোসেন এসব কথা বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক আহবায়ক ও গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম উদ্দীন। গাংনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সাধরাণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, জেলা মাহুলা দলের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান লাইলা আরজুান বানু, পৌর বিএনপির সভাপতি ও গাংনী পৌর সভার কাউন্সিলর ইনসারুল হক ইনসু, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মটমুড়া ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কাথুলি ইউনিয়ন বিএনপির সভাপতি জিহাদ আলী, সাধারণ সম্পাদক জাফর আকবর, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা কৃষকদলের

রাজবাড়ীতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামে শনিবার দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড শ্রমিকলীগের যুগ্ন সাধারন সম্পাদককে কুপিয়ে জখম করেছে । আহত পাউবো কর্মচারীর নাম মোঃ আকরাম হোসেন (২৮)। তার পিতার নাম আক্কাস আলী। বাড়ী উপজেলার গাড়াকোলা গ্রামে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আকরাম হোসেন জানায়, প্রায় ২বছর যাবৎ ৫-৬শতাংশ জমিতে থাকা পুকুর গাড়াকোলা গ্রামের চাঁদ আলী মন্ডলের ছেলে তার আপন চাচা জুলফিকার মন্ডল ওরফে জুলফিকার পুলিশ জোড়পুর্বক দখল করে রাখে। শনিবার সকাল সাড়ে ১০টার সময় তার পিতা আক্কাস আলী জমির কথা বলতে গেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কথাকাটাকাটি হয়। এসময় সে জমি বুঝে দেওয়ার দাবী জানালে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন উদ্ধার করে

পাবনায় বিএনপির ৪ হাজার নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছে

৯০টি ঘরবাড়ি ভাংচুর লুটপাট : সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ

পাবনা সংবাদদাতা : মিথ্যা মামলায় শুধুমাত্র পাবনা সদর উপজেলাতেই বিএনপির ৪ হাজার নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছে এবং এ সময় আসামী ধরার নামে ৯০টি ঘরবাড়ি ভাংচুর লুটপাট করা হয়েছে। গতকাল শনিবার পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, পাবনা সদর উপজেলার চরকোমরপুর গ্রামে আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ২৬ নভেম্বর আওয়ামীলীগ কর্মী খায়রুল কাজি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঐ হত্যাকান্ডে বিএনপি নেতা দোগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আরমান খানসহ দলের স্থানীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলা দেওয়া হয়। এ ছাড়া আসামী ধরার নামে সরকারী দলের সন্ত্রাসীরা পুলিশের ছত্রছায়ায় চরকোমরপুরে বিএনপি সমর্থিত ৯০টি বাড়িঘর ভাংচুর লুটপাট এবং অগ্নিসংযোগ করেছে। বাড়িতে নারী ও শিশুরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছে।  এ ছাড়া আরও প্রায় শতাধিক মামলায় শুধু সদর উপজেলায় বিএনপি ৪ হাজার নেতাকর্মী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নেতৃবৃন্দ সন্ত্রাসী কর্মকান্ড ও

বালিয়াকান্দি উপজেলা ভুমি অফিসের চেইনম্যান আতা আর নেই

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলা ভুমি অফিসের চেইনম্যান আতাউর রহমান আতা (৪৫) শনিবার দেড়টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিনবাড়ী গ্রামের বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ( ইন্না লিল্লাহী —— রাজেউন)। মৃত্যুকালে ২ স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। তার নামাজে যানাজা শেষে দাফন করা হয়েছে।

বালিয়াকান্দিতে মহিলা শ্রমিকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি : শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি-মধুখালী সড়কের বালিয়াকান্দি টিএনটি মোড় এলাকায় স্যালো ইঞ্জিন চালিত গ্রাম বাংলা চাপায় এলজিইডির এক মহিলা শ্রমিক মারা গেছে। ওই মহিলার নাম পাতাই বেগম (৪৫)। তার স্বামীর নাম মোঃ রতন । বাড়ী বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালিয়াকান্দি টিএনটি মোড় এলাকায় এলজিইডির মহিলা শ্রমিক পাতাই রাস্তা পাড় হওয়ার সময় বালিয়াকান্দি থেকে কামারখালীর উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহি স্যালো ইঞ্জিন চালিত অনটেস্ট দ্রুত গতির গ্রাম বাংলা চাপা দেয়।