শনিবার, মার্চ ০৭, ২০১৫

দৌলতপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত

দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে শুক্রবার বেলা পৌনে ৪ টার দিকে খেলা করার সময় ককটেল বিস্ফোরনে সাব্বির নামে এক শিশু আহত হয়েছে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আহত শিশু সাব্বিরকে (৭) উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। একই গ্রামের মদন আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর গ্রামের মদনের বাড়ির পেছন পানি শুন্য একটি পুকুরে তার ছেলে সাব্বিরসহ বেশ কয়েকজন শিশু খেলা করতে ছিল।

যশোরে তরিকুল ইসলাম সহ বিএনপি নেতাদের বাড়িতে হামলা


যশোর প্রতিনিধি : গত রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) একটার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। যশোর শহরের ঘোপের এ বাসায় সন্ত্রাসীরা পরপর পাঁচটি বোমা মারে। বোমা হামলার ফলে জানালার কাঁচ ভেঙে যায়। এ ঘটনায় সাবেক এই মন্ত্রীর পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন। তরিকুল ইসলামের বাড়ির দারোয়ান জানায়, রাত একটার দিকে ছয়-সাতজনের একদল সন্ত্রাসী এসে বাড়ির ভেতর বোমা নিক্ষেপ করে। ছোড়া বোমার তিনটি বাড়ির ভেতরের মূল গেটের সামনে ও দোতলার জানালায় লেগে একই সাথে বিস্ফোরিত হয়। এরপরই ঘরের সামনে আরো দুটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা হেঁটে চলে যায়।
তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম ছাড়া বাসায় তেমন কেউ না থাকায় বোমা হামলার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। গভীর ঘুমের মাঝে বোমা বিস্ফোণের এমন শব্দে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা ছেড়ে নিরাপদ স্থানে পালানোর চেষ্টা করে। বোমা বিস্ফোরণে কাঁচ ভেঙে পর্দা ছিড়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে জালের কাঠি ও স্প্লিন্টার। কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী জানান, বোমা হামলার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ

অবরোধের সমর্থনে কুমারখালীতে ২০ দলের মিছিল


স্টাফ রিপোর্টার : টানা অবরোধের সমর্থনে ও বিএনপির চেয়ারপার্সসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুমারখালীতে বিক্ষোভ মিছিল করেছে থানা ও পৌর ২০ দলীয় ঐক্যজোট। শক্রবার সকালে টায় কুমারখালী সৈয়দ মাসউদ রুমী সেতু সংলগ্ন কুষ্টিয়া ঢাকা মহাসড়কে এ মিছিল হয়। মিছিলে কুমারখালী থানা ও পৌর ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলকারীরা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নিবাচনের দাবী করে বর্তমান সরকারের বিরুদ্ধে এবং হরতাল অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।