বৃহস্পতিবার, মার্চ ২১, ২০১৩

কুষ্টিয়ায় তাঁতী দলের মানববন্ধন


স্টাফ রিপোটার : আটককৃত কেন্দ্রিয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা তাঁতী দল। গতকাল বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী দলের সভাপতি রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নিগাদ সীমা, জেলা বিএনপির

মেয়র আনোয়ার আলীর শোক প্রকাশ

মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমন্ডলীর সদস্য মোঃ জিল্লুর রহমান এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। প্রেরিত শোক বার্তায় আনোয়ার আলী বলেন, বর্ষীয়ান রাজনীতিবীদ জিল্লুর রহমান ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ। এদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি তাঁর জীবনের মুল্যবান সময় অতিবাহিত করেছেন দেশ ও দশের জন্য। র্নিলোভ, মিষ্টভাষী, দক্ষ ও সাহসী

ইবির এম.ফিল ও পি-এইচ.ডি’র রেজিস্ট্রেশনের সময়সীমা বর্ধিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে এম.ফিল ও পি-এইচ.ডি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের আবেদন পত্রের ফরম আগামী ১৮এপ্রিল পর্যন্ত উত্তোলন এবং ২৫ এপ্রিল পর্যন্ত জমা দেওয়ার সময়সীমা বর্ধিত করা হয়েছে। উল্লেখ্য যে, ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি নং-২৭/শিক্ষা/ইবি-২০১৩/৭৯১, তারিখ ঃ ৭/২/২০১৩ ইং এর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

ইবি’র ভিসি ও প্রো-ভিসির শোক প্রকাশ

রাশেদুন নবী রাশেদ, ইবি : মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ জিল্লুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইবি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। শোক বার্তায় বলেন, মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ছিলেন একজন বর্ষীয়ান নেতা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। কোন অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। অত্যন্ত দক্ষতার সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তাঁর মৃত্যুতে আজ দেশবাসীর সাথে ইসলামী

হরিণাকুণ্ডুতে ৩ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার আটক করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৩ ও ৪ মার্চে হরতালে সহিংসতা, পুলিশের কাজে বাঁধাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি : দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের গীতাঞ্জলি সড়ক থেকে সাবেক এমপি মসিউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পায়রা চত্ত্বর ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারণ

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা সাদেকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের উপর হামলা ও সহিংস ঘটনার দায়ে বুধভঅল দুপুরে মহেশপুর উপজেলা পরিষদ চত্ত্বক পুলিশ তাকে গ্রেফতার করে। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, গ্রেফতারকৃত সাদেকুল ইসলামের বিরুদ্ধে সাঈদীর রায় ঘোষনার পর পুলিশের উপর হামলা ও সহিংস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে উপজেলা জামায়াতের মজলিশে সুরা সদস্য বলে তিনি জানান।

ঝিনাইদহে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে : আহত অর্ধশতাধিক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ-যশোর সড়কের কয়ারগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৩টার দিকে বরিশাল থেকে খুলনাগামী কামিনী এক্সপ্রেসের একটি যাত্রীবাহি বাস সড়কের কয়ারগাছি পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে অধশতাধিক বাসযাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে জামাল উদ্দীন, হাসান আলী, আরিফুল, আওয়াল, হাসিবুল, রাফেজা, মোমরেজ, নয়ন, কমেলা, জোবেদা, রিনা, সাবিনা, আকলিমাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকীদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কুষ্টিয়ায় মদসহ ৪ ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া বড়বাজারের রাজারহাট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে শহরের মিলপাড়া ফাঁড়ির পুলিশ মদসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া মিরপুর উপজেলার পেড়াদহের কাটদহ এলাকার মৃত জগু লালের ছেলে মতিলাল (৬৭), একই এলাকার সোনালালের ছেলে বাবুলাল (২১), মৃত মনি লালের ছেলে সাজু লাল (২৭) ও আড়ুয়াপাড়া রাজারহাটের আব্দুর রশীদের ছেলে সাইফুল ইসলাম (৫৫). এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার ম. মশিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

দৌলতপুরে দেবরের হাতে ভাবী খুন

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রওশন আরা খাতুন (৩২) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার দেবর। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চরভবনন্দদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন জানায়, পারিবারিক বিরোধ নিয়ে দেবর শুকুর আলী তার ভাবী রওশন আরাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দূর্গম চর থেকে নিহতের লাশ উদ্ধার করে বলে তিনি জানান. এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল জলিল দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন. নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ .

কুষ্টিয়ায় লাইট হাউসের পিএফটি সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া জেলা লাইট হাউস এর প্রজেক্ট ফ্যাসেলেটেশন টিম এর (পিএফটি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোর্টপাড়াস্থ লাইট হাউস কুষ্টিয়া অফিসে এ সভাপ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লাইট হাউস এর পিএফটি দলের সদস্য কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর জনাব সাইফ-উল-হক মুরাদ। এছাড়াও কুষ্টিয়া রোটরী সভাপতি জনাব ফরহাদ হোসেন খান, এডাব কুষ্টিয়া এর চ্যাপ্টার কো-অর্ডিনেটর জনাব আনোয়ার হোসেন বুলবুল, কাউন্সিলর জনাব খান এ করিম অকুল সহ পিএফটির সকল সদস্যগন সভায় অংশগ্রহন করেন। সভায় লাইট হাউসএর

বৈষম্য নিরোধ আইন প্রনয়নের দাবীতে

কুষ্টিয়ায় দলিত পরিষদের সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোটার : ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন ও দলিত জনগোষ্ঠির মানবাধীকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় বৈষম্য নিরোধ আইন প্রনয়নের দাবীতে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন বাংলাদেশ দলিত পরিষদ। গতকাল কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়াতনে এ সংবাদ সম্মেলন হয়। জেলা দলিত পরিষদের সভাপতি অনন্ত দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রিয় সদস্য দিলিপ সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা দলিত পরিষদের মহিলা সম্পাদিকা অনিমা রানি দাস প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কুষ্টিয়ার ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান


পৌর বাজারসহ বিভিন্ন বেকারী ও হোটেলে ২০ হাজার টাকা জরিমানা আদায়

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া পৌর বাজারকে ফরমালিন মুক্ত ঘোষনা করার ১ সপ্তাহের মধ্যে ২য় বারের ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। গতকাল সকাল ৯ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা পারভিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বাজারের বিভিন্ন মাছ ও গোসের দোকানে অভিযান চালায়। তবে কোন দোকানেই ফরমালিনের অস্তিত পাওয়া যায়নি। এরপর ভ্রাম্যমান আদালত শহরের এনএস রোডে বড় মসজিদের সামনে অবস্থিত বিভিন্ন বেকারীর দোকানে অভিযান চালায়। খোলা স্থানে খাদ্য বেচাকেনা বিএসটি আই এর অনুমদোন বিহিন পণ্য বেচাকেনার দায়ে শাহিন বেকারী কে ৫ হাজার টাকা, জমজম বেকারী কে ৫ হাজার টাকা ও পপুলার কনফেকশনারী কে ৫ হাজার

দৌলতপুরে আ’লীগ কর্মীদের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত-৫

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামীলীগ কর্মীদের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৫জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালগ্রাম বাজারে এ ঘটনা ঘটেছে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্রে করে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে রিপন, রানাসহ ৫-৭জন আওয়ামীলীগ কর্মী মুক্তিযোদ্ধা