রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৪

৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচনের জবাব উপজেলা নির্বাচনে দিতে হবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব : কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী কুমারখালী পৌর সভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামানিকসহ ১৯ দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করেতে কুমারখালী থানা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। গতকাল সকাল ১১ জেলা বিএনপির কার্যালয়ে

কুমারখালী পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে নাগরিক সমাজের চেয়ারম্যান প্রাথীর মতবিনিময়

পৌরবাসির নাগরিক জীবণ যাত্রার মান উন্নয়নে সমস্ত কাজ আমার হাতেই হয়েছে
....................... নুরুল ইসলাম আনছার
শরীফুল ইসলাম, কুমারখালীঃ সাংবাদিকতা পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার, বিপ্লবী বাঘা যতিন, কাজী মিয়াজান, অমর সাহিত্যিক মীর মোশাররফ, বাউল স¤্রাট লালন শাহ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মত শত মনিষির পদ চারণায় ধন্য দেশ-বিদেশে সমাদৃত সাংস্কৃতিক আতুরঘর নামে খ্যাত কুমারখালী। স্কুল-কলেজ পৌর বাসটার্মিনাল, অডিটরিয়াম, পৌর ভবণ, রাস্তাঘাট সহ পৌর নগর বাসীর নাগরিক জীবন যাত্রার মান উন্নয়নে সমস্ত কাজ আমার হাতেই হয়েছে, গতকাল সন্ধ্যায় বাসষ্ট্যান্ড ফ্রেন্ডর্স ক্লাবের ২য় তলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ১৯ দলীয় ঐক্যজোট সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোটর সাইকেল মার্কার পক্ষে ভোট চেয়ে ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে কুমারখালী পৌরসভার বার বার নির্বাচিত সফল সাবেক মেয়র, শিল্পপতি আলহাজ্ব নুরুল ইসলাম আনছার উপরোক্ত কথাগুলি বলেন। ঐতিহ্যবাহী পারিবারিক ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, আমাদের কী ছিল আর কী আছে, তা

ইবিতে নানা আয়োজনে বসন্তকে বরণ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে বসন্তবরণ ১৪২০ অনুিষ্ঠত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসন্ত কথায় মিলিত হয়।
জানাযায়, ঋতুরাজ বস্তকে বরণ করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসন্ত বরণ মঞ্চ বসন্ত কথায় মিলিত হয়। পরে বাংলা বিভাগের শিক্ষক ড. মো: রবিউল

৫ দফা দাবি আদায়ে ইবি ছাত্রদলের সংবাদ সম্মেলন : ১৮ ও ১৯ ফেব্র“য়ারী ধর্মঘট


রাশেদুন নবী রাশেদ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ৫দফা দাবী আদায়ে সংবাদ সম্মেলন করেছে। দাবি আদায়ে ১৮ ও ১৯ ফেব্র“য়ারী ধর্মঘট। ওই সময়ের মধ্যে প্রশাসন দাবী না মানলে লাগাতার ধর্মঘট। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইবি ছাত্রদলের সভাপতি এ কথা জানান।
জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি ওমর ফারুক লিখিত বক্তব্যে বলেন’‘ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীর বাড়ীতে বিগত ২মাসে আইন শৃ্খংলা বাহীনি অভিযান চালিয়ে পরিবারের সদস্যদের প্রতি নির্মম আচরন ও বাড়ী লুটপাট ও ভাংচুর করেছে। এমনকি ছাত্রদলের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ে ক্লাশ পরীক্ষা দিতে আসলে তাদের পরীক্ষার হল থেকে বের করে ছাত্রলীগ নামধারী বহিরাগত সন্ত্রাসীরা পিটিয়ে আহত করেছে। অন্যায় ভাবে