রবিবার, জানুয়ারী ২০, ২০১৩

কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী নান্নু আটক

সিরাজুম সালেকীন, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ সন্ত্রাসী নান্নু (৩৫) কে আটক করছে মিরপুর থানা পুলিশ। রোববার সন্ধ্যায় ৭টায় পুলিশ মিরপুর বাজার থেকে তাকে আটক করে। মিরপুর থানার ওসি মসিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মিরপুর বাজারে অস্ত্রসহ এক সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মিরপুর বাজারে অভিযান চালিয়ে সন্ত্রাসী নান্নু বাহিনীর প্রধান নান্নুকে আটক করে তার দেহ তল্লাশী করে একটি ইতালীয় পিস্তুল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নান্নু গত বছর র‌্যাবের হাতে অস্ত্র সহ আটক হয়েছিল। এমনকি তার বিরুদ্ধে কুষ্টিয়া কোর্টে এখনও একটি ধর্ষণ মামলা বিচারাধীন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক কৃত সন্ত্রাসী নান্নুর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

আন্দোলনের মুখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি

আব্দুম মুনিব : শিক্ষক ও ছাত্র আন্দেলনের মুখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আকতারুল ইসলাম জিল্লু এবং ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. লোকমান হাকিমকে অব্যহতি দিয়েছে কর্তৃপক্ষ। নতুন প্রক্টর হিসেবে দায়িক্ত দেয়া হয়েছে প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িক্ত দেওয়া হয়েছে প্রফেসর ড. মাহাবুবুর রহমানকে। উল্লেক্ষ সম্প্রতি ক্লাস পরিক্ষা শুরুর দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলা, পুলিশের অস্ত্র কেরে নিয়ে ছাত্রলীগের গুলি বর্ষনের ঘটনায় বিশ্ববিদ্যালয় উত্তপ্ত ছিলো।

মালয়েশিয়া নিবন্ধনে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের ৬ মাসের কারাদন্ড

সিরাজুম সালেকীন : কুষ্টিয়ায় মালয়েশিয়া যাওয়ার নিবন্ধনে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ এক ইউপি চেয়ারম্যানকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে সদর উপজেলার বারখাদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে এ কারাদন্ড দেয় আদালত। জানা যায়, নিবন্ধন করতে আসা ব্যাক্তিদের কাছ থেকে পরিষদের চেয়ারম্যান এক’শ বিশ টাকা করে নিচ্ছে। এমন সংবাদে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বারখাদা ইউনিয়ন পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালত বসান। এসময় অভিযুক্ত চেয়ারম্যান তার দোষ স্বীকার করলে আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা বিষয়টি শোনার পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছি। সরকারের এই মহৎ উদ্যেগ যে কেউ ব্যাহৃত করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহন করতে বাধ্য করব।

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় নিজ বাস ভবনের ৩য় তলা থেকে আলমগীর (৪৭) নামের এক ব্যবসায়ী শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বত্তরা। কুষ্টিয়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম জানান, গতকাল সন্ধায় শহরের এনএস রোডে লাভলী টাওয়ারের সামনে নিজ বাস ভবনের তিন তলা থেকে আলমগীরের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল রাত থেকে সে নিখোজ হলে সকালে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারন ডায়েরী করা হয়। সন্ধায় রাড়ির তিন তলায় একটি ঘর বন্ধ দেখে পুলিশ কে খবর দেয়। নিহত আলমগীর স্বর্ন বেচাকেনা করতেন তিনি আড়–য়াপারার মৃত মুছা আলির ছেলে। ধারনা করা হচ্ছে তার নিকট স্বজনরা এ হত্যা কান্ডের সাথে জড়িত।

জিয়াউর রহমানের ৭৭ তম জন্মবার্ষিকীতে কুষ্টিয়া জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুম মুনিব : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলুর পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.গোলাম মহাম্মদ, যুগ্ম সম্পাদক মাহামুদুর রহমান আল কাদরী, এসএম ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপু, ক্রীড়া সম্পাদক ও যুব নেতা আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক যুব নেতা মেজবাউর রহমান পিন্টু, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল

কুষ্টিয়ায় বেসরকারী শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কো-অডিনেটর ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় সভাপতি কাজী আব্দুর রাজ্জাক বলেছেন, চাকুরী জাতীয় করণের দাবীতে আগামী ২৩ জানুয়ারী ঢাকায় শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেনা শিক্ষকরা । দেশের শতকরা ৭৮ ভাগ ছাত্র-ছাত্রীর দায় দায়িত্ব বেসরকারী শিক্ষকদের কাঁধে। তাই তাদের নায্য দাবী উপেক্ষা করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম

ঈদে মীলাদুন্নবীর কারবার

মো: সাইফুলাহ আল-খালিদ
আজকের দুনিয়ায় মুসলিম উম্মাহর অন্যতম উৎসব হলো ঈদে মীলাদুন্নবী। প্রতি বৎসর ১২ই বরিউল আউআল আমরা এই ঈদ পালন করে থাকি। এছাড়া কোনো কোনো দেশে মুসলমানগণ সারাবৎসরই বিভিন্ন উপলক্ষ্যে ‘মীলাদ মাহফিল’ করে থাকেন। ঈদে মীলাদুন্নবী নিয়ে অনেক কথা আছে। এর পক্ষে ও বিপক্ষে অন্তহীন বিতর্ক চলছে। আমার মতো ক্ষুদ্র মানুষের সামান্য জ্ঞানে মীলাদের জায়েয বা না-জায়েয হওয়ার বিষয়ে নতুন কিছু বলার নেই, বলার চেষ্টাও করছি না। আমি মূলত সুন্নাতের আলোকে ঈদে মীলাদুন্নবী সম্পর্কে আলোচনা করর। এখানে ঈদে মীলাদুন্নবী আলোচনার কারণ হলো, এ ক্ষেত্রে যে সকল খেলাফে-সুন্নাত কাজ সংঘঠিত হয় তার পিছনে উপরে উল্লেখিত পদ্ধতিসমূহের মধ্য থেকে একাধিক পদ্ধতি বিদ্যমান। যেমন, রাসূলুল্লাহ সা. ও তাঁর সাহাবীগণের কর্মের দিকে না তাকিয়ে শুধুমাত্র ফযীলতের আয়াত ও হাদীসের উপর নির্ভর করে ইবাদত তৈরি করা, জায়েয ও সুন্নাতের মধ্যে পার্থক্য না রাখা, উপকরণ ও ইবাদতের মধ্যে পার্থক্য নির্ণয় করতে না পারা ইত্যাদি। আল্লাহ দয়া করে তাওফীক প্রদান করলে আমি ঈদে মীলাদুন্নবীর মধ্যে সুন্নাত কী কী এবং কী-ভাবে আমরা যথাসম্ভব সুন্নাত পদ্ধতিতে ঈদে মীলাদুন্নবী পালন করতে পারি সে বিষয়ে আলোচনা করব। ঈদে

মিঠু আর নেই : বিএনপির শোক


ষ্টাফ রিপোর্টার : খোকসা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোকনুজ্জামান রোকনের ভাই ও মৃত এনামূল হক কচি মিয়ার ছেলে আহাদুরজ্জামান মিঠু (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ..... রাজিউন)। গতকাল বিকালে নিজ বাসভবন খোকসার ওসমানপুর গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিঠু দীর্ঘ দিন দূরাগ্য ব্যাধী ক্যান্সারে আক্তান্ত ছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, সহ-সভাপতি এ জেড রশিদ রেজা বাজু, সাধারন সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, খোকসা পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন

খোকসায় প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান

মনিরুল ইসলাম মনি, খোকসা : গতকাল শনিবার বিকালে খোকসা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার উদ্যোগে ২০ জন প্রতিবন্ধিতে হুইল চেয়ার প্রদান করা হয়। বিকালে মডেল টাউন চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সুলতানা তরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসলাম মোল্লা, খোকসা থানার অফিসার ইনচার্জ হরেন্দ্র নাথ সরকার, খোকসা ইউপি চেয়ারম্যান আয়ুব আলী বিশ্বাস, সাবেক খোকসা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মাহামুদ বাটু। এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আলী আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি বিশেষ সুবিদাভোগীদের মধ্যে হুইল চেয়ার গুলো তুলে দেন। পরে কালীবাড়ি বাইপাস সকড়ের হিলালপুরে সংস্থার ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি।

খোকসার বালিমহলে ইউএনওর অভিযান

ইজারা না নিয়েই চুটিয়ে ব্যবসা করছে ক্ষমতাসীনরা 

খোকসা প্রতিনিধি : খোকসার গড়াই নদীর ৩ টি বালি মহাল ইজার না হলেও থেমে নেই বালি উত্তোলন। হিজলাবট চরে ইউএনও অভিযান চালিয়ে বালি ভর্তি একটি ট্রাক ও একটি ট্রলি আটক করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিবাদমান এমপি ও উপজেলা চেয়ারম্যান অংশের নেতারা বালি ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে আপস-রফা করে নিয়েছে। কোন প্রকার ইজারা না নিয়ে গড়াই নদীর হিজলাবট - মোড়াগাছা বালিমহাল, ওসমানপুর

২১ জানুয়ারী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টার পদত্যাগ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুকসহ ছাত্রদলের নেতাদের মুক্তির দাবীতে আগামী ২১ জানুয়ারী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় অনিদিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখ। গতকাল দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সংবাদ সম্মেলন করে প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ এবং ওমর ফারুকসহ ছাত্রদলের নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারন সম্পাদক রশিদুল ইসলাম রাশেদ, এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, ইসলামী বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, আনিসুল ইসলাম, তুহিন আলী, ফারুক হোসেন, যুগ্ন সম্পাদক

কুমারখালীতে জিয়াউর রহমানের ৭৭ তম জন্মদিন পালন

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে জিয়াউর রহমানের ৭৭ তম জন্মদিন পালিত হয়। গতকাল ছিল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম’র ৭৭ তম জন্মবার্ষিকী। দিনটি কুমারখালী থানা/পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আয়োজন করে। বাদ মাগরিব বাস ষ্ট্যান্ড পশ্চিমাদুরে বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি কে এম আলম টমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ কুতুবুল আলম নতুন। এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, থানা ছাত্রনেতা

আজ মরহুম আলহাজ্ব খন্দকার ইসরাইল হোসেন আফু’র ৯ম মৃত্যু বার্ষিকী

সংবাদ বিজ্ঞপ্তি : কুষ্টিয়া পৌরসভা সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার ইসরাইল হোসেন আফু’র ৯ম মৃত্যু বার্ষিকী আজ। তিনি গত ২০-০১-২০০৪ইং তারিখে কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বপালন কালে মৃত্যু বরণ করেন। আজ বাদ আসর কুষ্টিয়া পৌর গোরস্থান জামে মসজিদে তার পরিবারের পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তার আত্মার মাগফেরাত কামনা করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

শহীদ জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য আনন্দ র‌্যালী

ষ্টাফ রিপোর্টার : স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণ্যাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালীটি শিল্পকলা একাডেমী চত্বর থেকে বের হয়ে সমগ্র শহরে প্রদক্ষিন করে। শিল্পকলা একাডেমীতে র‌্যালী পূর্ব সমাবেশে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া

মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নিবন্ধন

ভেড়ামারায় প্রথম দিনেই দীর্ঘ লাইন : চরম ভোগান্তি

মনির উদ্দিন মনির : মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে কৃষি খাতে ১০ হাজার কর্মী নিয়োগে গতকাল শনিবার খুলনা ও চট্টগ্রাম বিভাগের নিবন্ধনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রথম দিনেই বিপুল সাড়া পাওয়া গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেকার যুবকদের নিবন্ধনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ইন্টারনেটের শ্লথগতি, পাসওয়ার্ড সমস্যার কারনে নিবন্ধন করতে হিমসীম খেতে হয়েছে তথ্যসেবা কেন্দ্রর কর্মকর্তাদের। উপজেলা প্রশাসন তথ্যসেবা সহকারী নিয়োগ দিয়ে দ্রুত নিবন্ধন করা এবং ভোগান্তি লাঘবে চেষ্টা করেও ভোগান্তিÍ এড়ানো যায়নি। দুপুর ১২ টা পর্যন্ত বাহাদুরপুর ইউপি কেন্দ্রে মাত্র ৭ টি ফরম নিবন্ধন করা সম্ভব হয়েছে। এ র্দীঘ সময় তথ্যসেবা কেন্দ্রের কর্মকর্তারা পড়েন চরম বিড়ম্বনায়। তথ্যসেবা কেন্দ্রের মহিলা কর্মকর্তা সাজেদা খাতুন ইন্টারনেটের শ্লথগতি সহ নানা ভোগান্তির কথা জানিয়েছেন। বলেছেন, নিবন্ধনের জন্য সব কাজ শেষ করার পর সেন্ড বাটনে চাপলেই ওকে না হয়ে সাদা

মালেশিয়ায় নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মিরপুরে এক জনকে ১৫দিনের কারাদন্ড


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মিরপুরে মালেশিয়ায় গমন ইচ্ছুকদের নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলার বহলবাড়ী ইউনিয়নের ইউ আই সির ফরম পুরোনের দায়িত্বে নিয়োজিত ওই ব্যক্তিকে এ কারাদনাড প্রদান করা হয়।

মালেশিয়ায় যেতে ইচ্ছুক কৃষি শ্রমিক নিয়োগে কুষ্টিয়ায় নিবন্ধন শুরু : অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

কুদরতে খোদা সবুজ : সরকারী ব্যবস্থাপনায় মালেশিয়ায় যেতে ইচ্ছুক কৃষি শ্রমিক নিয়োগে জন্য সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও শনিবার থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৬ উপজেলার ৬৪ ইউনিয়ন এবং ৫টি পৌর এলাকাসহ মোট ৬৯টি তথ্য সেবা কেন্দ্রে সকাল ৯টা থেকে একার্যক্রম শুরু হয়। সকাল থেকেই উৎসাহী যুবকসহ বিভিন্ন বয়সীদের নিবন্ধনের জন্য ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলোতে ভিড় করতে দেখা গেছে এবং লাইনে দাড়িয়ে তারা একার্যক্রমে অংশ নিচ্ছে। তবে জেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্ক

গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করা হবে : মজর জেনারেল নাজিম উদ্দিন

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসি বলেছেন, পর্যায়ক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সব সমস্যা চিহিৃত করে তা সমাধানের দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী ও যুগপোযোগী করার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে এ বাহিনীর প্রতিটি সদস্যের মেধা ও শ্রম রয়েছে। বিশাল এ বাহিনীর নানা সমস্যা রয়েছে। সীমাবদ্ধতা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয়। তারপরও আমি যতোদিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকব ততোদিন সব সমস্যা সমাধানের জন্য সাধ্যমতো চেষ্টা করব। শনিবার সকাল ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ভালুকা গ্রামে এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা

ইবি জিয়া পরিষদের বিবৃতি

গত ১৭ জানুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতিতে সংকট নিরসন ও ক্লাশ পরীক্ষা চালুর দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল উত্তর সমাবেশ করলে ছাত্রলীগ তাদের উপর নির্মম ও বর্বোরচিত হামলা চালায়। ছাত্রলীগের হামলায় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারিসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়। শুধু হামলা নয় ছাত্রদলের সভাপতিসহ ৯জনকে গ্রেফতার করে ছাত্রলীগ ও বর্তমান প্রশাসন ৫৭ জন নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করায় জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২০১৭ এর সাধারণসভায় আজগর আলী

নিজস্ব প্রতিবেদক : প্রতিটি ইমারত নির্মাণের ক্ষেত্রে নির্মাণ শ্রমিকের ভূমিকা রয়েছে। কোনমতেই এদের খাট করে দেখার সুযোগ নেই। বাড়ীর সৌন্দর্য্য বর্ধনে যতেষ্ট অবদান রয়েছে। তাই শ্রমিকের কল্যাণে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা প্রয়োজন পাশাপাশি শ্রমিকের কল্যাণে ইউনিয়নকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। গত শুক্রবার সকাল ১১টায় হাউজিং জেল খানা মোড় সংলগ্ন গড়াই মহিলা কলেজ চত্বরে কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২০১৭ এর সাধারণসভায় প্রদান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী উপরোক্ত কথাগলো বলেন। কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২০১৭-এর সাধারণসভায় সভাপতিত্ব করেন

ছাত্র সমাজের ত্যাগের মাধ্যমেই আদর্শিক বিপ্লব সংগঠিত হবে : ইসলামী আন্দোলনের মহাসচিব

হাওয়া ডেস্ক : গতকাল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনের ২য় দিনে কেন্দ্রীয় সভাপতি মু: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ছাত্র আন্দোলনের সর্বোচ্চ স্তর মুবাল্লিগ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন বর্তমান সরকার দেশের সংবিধান থেকে ইসলামকে উঠিয়ে দেয়ার সাথে সাথে জাতির চিন্তা চেতনা থেকেও ইসলাম উঠিয়ে দিতে চায়। তার বাস্তব প্রমান হল নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন এর কিছুদিন পূবের্র বায়তুল মোকাররমে প্রদত্ত বক্তব্য। আমরা প্রত্যয় ব্যক্ত করছি সরকারের এ চক্রান্ত বাস্তবায়িত হতে দেয়া হবেনা। তিনি আরো বলেন ইসলামী হুকুমতের জন্য ছাত্র সমাজের ত্যাগের বিকল্প নেই, আর ত্যাগের বিনিময়েই অর্জিত হবে ইসলামী বিপ্লব। সম্মেলনে আরো