মঙ্গলবার, এপ্রিল ০৯, ২০১৩

হরতাল সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপিকে উৎখাত করতেই কেন্দ্রীয় নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী



স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলায় কারাগারের পাঠানোর প্রতিবাদে ও তত্বাবধায়ক সরকারের দাবীতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ৪৮ ঘন্টার হরতাল সমর্থনে কুষ্টিয়া জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ে থেকে শুরু হয়ে

সদ্য কারামুক্তি ছাত্রদল ও যুবদল নেতাদের সংবর্ধনায় মেহেদী রুমী


ষ্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ব্যাবহার করে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। হামলা মামলা ও জেল জুলম দিয়ে তারা বিরোধীদলের আন্দোলন দমাতে পারবে না বরং এতে করে সরকার বিরোধী আন্দোলন আরো বেগবান হবে। তিনি বলেন, বর্তমান সরকার নিজেদের দোষ ঢাকতে বিরোধীদলীয় নেতা কর্মীদের উপর হামলা মামলা করছে। গতকাল সকালে জেলা বিএনপির কার্যালয়ে শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ম্যাক, শহর যুবদল নেতা শামীম আহমেদ মাইকেল, পান্না খান ও রোমান হোসেনের

কুষ্টিয়ায় হেফাযতে ইসলামের মিছিলে পুলিশের লাঠিচার্জ : আহত-৭

আব্দুম মুনিব : কুষ্টিয়ায় হেফাযতে ইসলামের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এসময় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে হেফাযতে ইসলামের অন্তত ৭ জন কর্মী। এসময় হেফাজতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশ্য গ্রেপ্তারের ৫ ঘন্টা মুফতি আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার সকালে হেফাযতে ইসলামের নেতা কর্মীরা কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা প্রদান করে এবং লাঠিচার্জ করে । এসময় খোরশেদ আহমেদ (৬৫), আবুল কাশেম (৪৫), আবুল কালাম (৪০), হুজায়ফা (৩০), রবিউল আউয়াল (২৫), মুস্তাকিম (২১), আব্দুল হালিম মাহমুদ (২৪)সহ হেফাজতে ইসলামের ৭ কর্মী আহত হয়। হেফাযতে ইসলামের নেতৃৃন্দের জানান, দলের নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে মিছিল করতে গেলে পুলিশ তাদের নেতাকর্মীদের

জেলা আইনশৃংখলা কমিটির সভায় সৈয়দ বেলাল হোসেন


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, জেলার আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে যে কোন নাশকতা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। সাধারণ মানুষের ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে সমাজে বিভ্রান্তিকর বিশংখলা সৃষ্টি করতে দেয়া হ্েবনা। ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারীদের প্রতিরোধে ও তাদের অপতৎপরতাকে মোকাবেলা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এদেশ আমার আপনার সবার। দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করার উদ্যোগ

কুষ্টিয়ায় হরতাল ভেঙ্গে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল


ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়া গণজাগরণ মঞ্চের উদ্যোগে গতকাল হেফাজতে ইসলামের হরতাল ভেঙ্গে শহরে বিশাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুষ্টিয়া শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে রাম রতন শাহ আলম চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা জাহিদ রুমী স্কোয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। গণজাগরণ মঞ্চ, কুষ্টিয়ার আহ্বায়ক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাছিম উদ্দিন আহম্মেদ, আহ্বায়ক (সংস্কৃতি) জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন। গণজাগরণ মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করে এই মিছিলে অংশগ্রহণ করেন জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক জিল্লুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক কমরেড

কুমারখালীতে হরতাল সমর্থনে মিছিলে পুলিশি বাধা


কুমারখারী প্রতিনিধি : ১৮ দলীয় জোট’র কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বিকেল ৫ টায় হরতালের সমর্থনে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয় হতে মিছিল বের করে পৌর শহরে ঢোকার আগেই রেলগেটে পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। বিকালে বিএনপি’র দলীয় কার্যালয় হতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল টি কুমারখালী রেল ক্রসিং এ পৌছালে পুলিশ গেট আটকে দিয়ে মিছিলটি’র গতিরোধ করলে সেখানেই থানা বিএনপি’র সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কুতুবুল

ডা: শরিফুলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেছে জেলা স্বেচ্ছাসেবক দল

পেস বিজ্ঞপ্তি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম আসাদ, আমীর বাদশা, হাফিজুর রহমান বাবু, আলমগীর হোসেন ও ইস্তেকবাল চয়ন এক বিবৃতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার সদস্য ও কুমারখালী

ভেড়ামারায় সন্ত্রাসী হামলা : বসতবাড়ী ভাংচুর লুটপাট : আহত- ১


মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারায় জমি থেকে উচ্ছেদ করতে সংঘবদ্ধ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। এসময় বাধা দিতে গেলে গুরুত্বর আহত হন গৃহবধু আরিফা খাতুন (২৫)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র আবুল কালাম আজাদ’র বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায় পাশ্ববর্তী আব্দুল জলিল, সাজেদুল ও করিম গং রা। এসময় সন্ত্রাসীরা বসতবাড়ী ভাংচুর করে গৃহবধু আরিফা খাতুন কে মারপিট করে . তার কাছে থাকা স্বর্নের দুল,

ভেড়ামারায় সোলাইমান শাহ্ (রঃ)’র মাজার শরীফে ৩দিন ব্যাপী ওরশ মোবারক


মনির উদ্দিন মনির : আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারের ৩ দিনব্যাপী ওরশ মোবারক। এবছর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হবে। দেশ বিদেশের লাখ লাখ ভক্ত ওরশ মোবারকে অংশগ্রহণ করার লক্ষে ইতোমধ্যেই গোলাপনগরে আসতে শুরু করেছে। তিন স্তরের নিরাপত্তা বেষ্ঠনীর মধ্যে দিয়ে সুষ্ঠু সুন্দর পরিবেশে ওরশ মোবারক সর্ম্পন্ন করার লক্ষে ইতোমধ্যেই সকল প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন ও মাজার পরিচালনা কমিটি। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠান লাখো ভক্ত আশেকানদের মিলন মেলায় পরিণত হবে বলে ধারন করা হচ্ছে। ১৯৭১ সালের ১২ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদারদের