সোমবার, ডিসেম্বর ০৮, ২০১৪


আজ ভেড়ামারা মুক্ত দিবস

আশরাফুল ইসলাম : আজ ৮ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধা কুষ্টিয়ার ভেড়ামারাকে শত্র“ মুক্ত করে। এই দিন ৮নং সেক্টরের কমান্ডার মেজর আবুল মুনছুরের নেতৃত্বে জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাশেদুল আলম’র নেতৃত্বে ২ ভাগে বিভক্ত হয়
ে ভোর ৭টার সময় ভেড়ামারা ফারাকপুরে পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখে যুদ্ধে অবতীর্ণ হয়। প্রায় ৭ ঘন্টা ব্যাপী এই যুদ্ধে ৮ জন পাক সেনা নিহত হয়। যুদ্ধের পর পরই মুক্তিযোদ্ধাদের গুলিতে প্রায় ৫০/৬০ জন বিহারী নিহত হয়। এই

অস্ত্র চোরাকারবারীতে জড়িত আওয়মীলীগ নেতৃবৃন্দ

একটি দৈনিকের সংবাদ প্রসঙ্গে কুষ্টিয়া  জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কাউন্সিলে ঘোষিত নতুন সভাপতি, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান’র বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে মিথ্যাচার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামীলীগ’র নেতাকর্মীরা। রবিবার দুপুর একটায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নবগঠিত জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, মিরপুড় উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন প্রমুখ। বক্তারা বলেন, শনিবার জাতীয় একটি দৈনিক পত্রিকায় খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খানসহ জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে অস্ত্র ব্যবসা করা এবং এর মদদদাতা অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। যা মিথ্যাচার। বক্তারা আরো বলেন,

মিরপুরে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা এনামুল নিহত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া জেলার  মিরপুর থানার  পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব-বাংলা কমিউনিষ্ট পার্টির এম.এল.এল লাল পতাকার আঞ্চলিক প্রধান এনামূল হক (৩২) নিহত হয়েছে। গত রবিবার রাত ৩টা ১৫ মিনিটে মিরপুর পৌরসভার ভাঙ্গা বটতলার শহিদুল ইসলামের ইটভাটার নিকট এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের  জানান, রাত তিনটার দিকে ৭-৮জন চরমপন্থী সন্ত্রাসী শহিদুল ইসলামের ইটভাটায় চাঁদা নিতে আসে। এ সংবাদ পেয়ে মিরপুর থানা ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে  পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ বন্দুকযুদ্ধের চরমপন্থী সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় উভয়ের মধ্যে প্রায় ৪৫ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থলে তললাশী করে গুলিবিদ্ধ এনামুল হককে উদ্ধার করে-মিরপুর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত ডাক্টার এনামূল হককে মৃত বলে ঘোষনা করেন।

ভেড়ামারায় ফেনসিডিল গাঁজার গাছ ও হেরোইনসহ গ্রেফতার ৭

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪২বোতল ফেনসিডিল, ৩টি গাঁজার গাছ ও হেরোইন উদ্ধার করেছে। এসময় গ্রেফতার করা হয়েছে ফেনসিডিল ব্যবসায়ী, হেরোইন সেবী ও গাঁজা চাষীকে। শনিবার রাতে ও সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ  মুন্সিগঞ্জ জেলার টুনিয়াপাড়া গ্রামের তোফাজ্জেল খান’র পুত্র মেহেদী হাসান, উপজেলার পূর্ব ভেড়ামারার আজিজুল হক ড্রাইভারের পুত্র মনিরুল ইসলাম মন্ডল, বামনপাড়ার রাজু, পিতা- রহিদুল, রাজন, পিতা- মোঃ মতিয়ার, আশরাফুল, পিতা- আঃ মালেক, আজাদ, পিতা- ওহাদ আলী, রনি, পিতা- মনোয়ার দেওয়ান। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খাঁন এর নেতৃত্বে এস আই তারিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট মেহেদী হাসানকে গ্রেফতার করে। এদিকে রাত সাড়ে ১০টায় উপজেলার পূর্ব ভেড়ামারার ৩নং ব্রীজ সংলগ্ন এলাকায় এসআই আন নূর জায়েদ অভিযান চালিয়ে মনিরুল ইসলাম ও রাজু নামের ২জন হেরোইন সেবীকে গ্রেফতার করে ও এসআই শাহ আলম উপজেলার গোলাগনগর মাজার এলাকার পদ্মা নদীর ধার থেকে রাজন, আশরাফুল ও আজাদ নামের ৩ মাদক সেবীকে গাঁজা সহ গ্রেফতার করে। পরে তাদেরকে পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা তাদের ১ বৎসর কারাদন্ড দেয়।

বাংলাদেশ লাঠিয়াল বাহিনী’র প্রতিষ্ঠাতা ওস্তাদ ভাই স্মরণে র‌্যালী ও লাঠিখেলা

স্টাফ রিপোর্টার ॥ দেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার ইতিহাস ঐতিহ্যের আরও একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর কেন্দীয় সংঠন কুষ্টিয়ার উদ্যেগে প্রতিবছরের ন্যায় এবারেও নানা সমস্যা সংকট মোকাবিলা করে সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাই ও সাধারণ সম্পাদক রতন চৌধুরী স্মরণে বর্ণাঢ্য র‌্যালী ও লাঠি খেলা উৎসব পালন করেছে সংঘঠনটি। শনিবার দিনব্যাপী নানা আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। সকালে সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতা সম্পাদক সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাই এবং সাধারণ সম্পাদক রতন চৌধুরী’র সমাধীতে পুস্পমাল্য অর্পন ও মরহুমদ্বয়ের আত্মার মাগফেরাত কামনা করে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে সারা দেশ থেকে আগত লাঠিয়াল বাহিনীর অংশগ্রহণে লাঠি খেলা অনুষ্ঠিত হয় যা প্রায় সহ¯্রাধিক দর্শক উপভোগ করেন এবং বিলুপ্ত প্রায় এই খেলা দেখে মুগ্ধ হন।  একসময়ের প্রাকৃতিক প্রতিকুল পরিবেশে মানুষের আত্মরক্ষার রণকৌশল ঐতিহ্যবাহী এ লাঠি খেলা কালের আবর্তনে উপভোগ্য ও উৎসব মুখর খেলায় পরিনত হয়েছে আজ। এই ঐতিহ্যকে ধরে রেখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঠাঁই করতে এই খেলার গুরুজন ওস্তাদ ভাই সিরাজুল হক চৌধুরী ১৯৩৩ সালে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ লাঠিয়াল বাহিনী। সেই থেকে নানা সমস্যা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতি বছর সারা দেশ থেকে জড়ো করা লাঠিয়াল বাহিনীর সদস্যদের নিয়ে উদ্যাপিত হয় এই লাঠি খেলা উৎসব। ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করে দর্শকরাও মুগ্ধ হয়ে ফেরেন সাময়িক সময়ের এই বিনোদন থেকে তেমনি অভিমত তাদের। তবে এই খেলায় অংশ নিতে আসা লাঠিয়াল সদস্যরা জানালেন তাদের নানান কষ্টের কথা। তারাও চাই দেশের অন্যান্য খেলার মত এই খেলাটিকেও যাতে সু-নজরে দেখে একটু পৃষ্টপোষকতার হাত বাড়িয়ে দেয় সরকার। বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা সুলতানা দ্বিজু বলেন, আমাদের লাঠিয়াল সদস্যরা ইতোমধ্যে সাবগেমসসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশ

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে সদর থানা বিএনপির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া সদর থানা বিএনপির আয়োজনে সদর থানা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তারেক রহমানের তৃণমূল কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ শামীম আরজু, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কুষ্টিয়া জেলার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নজির হোসেন,এজলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম-উল হাসান অপু, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল আউয়াল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম টিপু, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, শহর ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল আহমেদ রনি, জেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক

কুমারখালী থানা যুবদল নির্বাহী কমিটির সভা

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী থানা যুবদল নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১ টায় বাসষ্ট্যান্ড পশ্চিমাদূরে হামিদ মার্কেটস্থ থানা বিএনপির কার্যালয়ে যুবদলের সভাপতি আল কামাল মোস্তফার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কে এম সিরাজুল ইসলাম রিপনের পরিচালনায় সভায় কয়া ইউপি যুবদল আহবায়ক মোঃ ইউনুস আলী, যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, নন্দলালপুর ইউপি যুবদল আহবায়ক মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বকুল, শিলাইদহ ইউপি যুবদল আহবায়ক মোঃ মোতালেব হোসেন, যুগ্ম আহবায়ক জামাল মেম্বর, জগন্নাথপুর ইউপি যুবদল আহবায়ক ডাঃ আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান, সদকী ইউপি যুবদল আহবায়ক খোঃ ফেরদৌস আহম্মেদ পরাগ, বাগুলাট ইউপি যুবদল আব্দুর রহিম মন্ডল, বিএম রেজা ইলাহী পান্না প্রমূখ ছাড়াও উপজেলা ইউনিয়নের আহবায়ক, যুগ্ম আহবায়ক, মোহন বিশ্বাস, সাহেদ, হুমায়ুন, মিজানুর, হাসিম, জসিম উদ্দিন, নাসির উদ্দিন, ফারুক, মিজানুর রহমান, শাহিন, ফারুক

দৌলতপুর আড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের পূর্ণমিলনী

স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধের সুতিকাগার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা আড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের এক পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াই টায় আড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মুক্তিযোদ্ধারা সমবেত হয়ে মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের বিরত্বগাঁথা ঐতিহাসিক স্মৃতি চারণের আলোকে মুক্ত আলোচনা করেন তারা। একই সঙ্গে জীবনের শেষ প্রান্তে এসে তার পরস্পর পরস্পরের সাথে আরও বেশী সান্নিধ্য গড়ে তোলা, এবং একে অন্যের সুখ দু:খের অংশীদার

বালিয়াকান্দিতে ফায়ার সার্ভিস ষ্টেশনের কাজের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি : স্বাধীনতার ৪৩ বছর পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাবাসীর প্রাণের দাবী ফায়ার সার্ভিস ষ্টেশন রবিবার সন্ধ্যায় কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে পুরন হলো। ১কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ে নির্মান কাজের শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। এসময় রাজবাড়ী গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আঃ হান্নান মাষ্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম মিয়া সুফি, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনটি রাজবাড়ী গণপূর্ত অধিদপ্তরের তত্বাবধায়নে ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ে নির্মান কাজ করছে

রায়পুর মনিরদ্দিন মোল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় নব-নির্মিত ভবন উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি : রবিবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মনিরদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। বিদ্যালয়ের জমি দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মনিরদ্দিন মোল্যার সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।এসময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আঃ হান্নান মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম মিয়া সুফি, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী আঃ ওয়াদুদ, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শুশান্ত কুমার বাড়ৈসহ স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনিরদ্দিন মোল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়নে বিদ্যালয় বিহীন

বালিয়াকান্দির ১৭টি বিলে এখনও মিলছে প্রচুর দেশী মাছ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার ১৭টি বিলে এখনও প্রচুর পরিমানে মিলছে দেশীয় প্রজাতির মাছ। সংরক্ষনের উদ্দ্যোগ গ্রহন না করলে দিনদিন হারিয়ে যাবে সুস্বাদু দেশি জাতের মাছ।  বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তর সুত্রেজানাগেছে, উপজেলার ১৭টি বিল রয়েছে। বিলগুলো হলো, বিলপাকুরিয়া বিল, চেচুয়ার বিল, বারুগ্রাম বিল, হইকোল বিল, ঘোড়াদাহ বিল, গোয়ালডাঙ্গী বিল, যশাইবিল, গোদারগাড়া বিল, হাতিমোহন বিল, বাকসীডাঙ্গি বিল, কামাই বিল, মনাই বিল, বাঘুটিয়া বিল, পুটিয়া বিল, নেহেরের বিল, তেঢালা বিল, পাটুরিয়া বিল। এছাড়াও অনেক ছোট-ছোট বিল রয়েছে। এসব বিলে বর্ষা মৌসুমে ৩-৪মাস পর্যন্ত পানি থাকে। বিলগুলোতে এখনও প্রচুর পরিমানে দেশিয় প্রজাতির বোয়াল, শিং, কৈ, টাকি, শৈাল, টেংরা, মাগুর, গজার, সরপুটি, খলিসা, ফলি, বাইলা, চিংড়ি, চিতল, কাতল, গোলসা, চাপলা, ভেটকি, টেপাসহ প্রভৃতি রকমের সুস্বাদু মাছ পাওয়া যায়। কিন্তু বিলগুলোতে আবাদী জমিতে পরিনত হওয়ায় ও খালগুলো সংস্কার না হওয়ায় পানি শুকিয়ে যায়। ফলে মাছের অভয়াশ্রম তৈরী হচ্ছে না। সরকারী ভাবে মাছের অভয়াশ্রম তৈরী ও আবাস তৈরীর উদ্দ্যোগ গ্রহন করলে দেশি মাছ আর বিলুপ্তি হওয়ার সম্ভাবনা নেই। সরকার সাম্প্রতিক সময়ে কিছু কিছু খাল খননের উদ্দ্যোগ গ্রহন করেছে। অনেক খাল ইতিমধ্যেই সংস্কার সম্পন্ন হয়েছে।   উপজেলা সহাকারী মৎস্য কর্মকর্তা রবিউল

বালিয়াকান্দির বাউনী রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

রাজবাড়ী প্রতিনিধি : ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ১২তম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী আখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম সংকীর্তন রাজবাড়ীর  বালিয়াকান্দি ইউনিয়নের বাউনী সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। গত ৩ ডিসেম্বর শ্রীমদ্ভাগবত পাঠ, মহানামযজ্ঞের শুভ অধিবাস, ৪ ডিসেম্বর থেকে ৬ডিসেম্বর মহানাম সংকীর্তন পরিবেশন করেন, ঝিনাইদহের গৌর বাণী সম্প্রদায়, মাগুরার শ্রীপুরের রুপশ্রী সম্প্রদায়, ঝিনাইদহের আদি গোপাল সম্প্রদায়, যশোরের মা দুর্গা সম্প্রদায়, ফরিদপুরের গোপাল সংঘ সম্প্রদায়,

বালিয়াকান্দিতে প্রেমিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিপুর গ্রামে এক গৃহবধু শশুরালয়ে প্রেমিককে ডেকে এনে রাত্রিযাপনকালে জনতার হাতে ধরা পড়ে। ওই প্রেমিককে গণপিটুনী দিয়ে রবিবার বালিয়াকান্দি থানা পুলিশে সোপর্দ করলে গৃহবধু গলায় ফাঁস নিয়ে আতœহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, পঞ্চগড় জেলার মানিকদী গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৫) ঢাকায় প্রাইভেটকার চালানোর সুবাদে ঢাকাতেই বসবাস করে। একই বাসায় বসবাস করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিপুর গ্রামের এক গৃহবধু ও তার স্বামী। এরই সুত্রধরে ওই গৃহবধুর সাথে পরকীয়া গড়ে ওঠে নাজমুল ইসলামের। ওই গৃহবধুর স্বামী টের পেয়ে ৪/৫দিন পুর্বে তার স্ত্রীকে সদাশিপুর গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয়। মোবাইল ফোনে যোগাযোগ করে নাজমুল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহবধুর স্বামীর বাড়ীতে ওঠে। রবিবার সকালে স্থানীয় লোকজন নাজমুলকে হাতেনাথে ধরে গণপিটুনী দিয়ে নবাবপুর

মুক্তির উদ্যোগে দৌলতপুর উপজেলাতে মত বিনিময় সভা

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সকাল ১০.০০ টায় দৌলতপুর উপজেলা হলরুমে প্রাথমিক শিক্ষার অধিকার ভিত্তিক পর্যালোচনা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, দৌলতপুর উপজেলা শিক্ষক সমিতিরি সভাপতি আসাদুজ্জামান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার বখতিয়ার উদ্দিন; দৌলতপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নারীর ক্ষমতায়ন প্রকল্পের ম্যানেজার জীবন্নাহার। আলোচনা করেন; দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম; মহিষকুন্ডি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান; রায় ভাগজোত প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক কর্তৃপক্ষ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভাটি পরিচালনা করেন নারীর ক্ষমতায়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার

শিলাইদহে কৃষকদলের কর্মী সম্মেলন

স্টাফ রিপোর্টার : কুমারখালীর শিলাইদহে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় দহ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলাইদহ ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সাত্তার। সভায় উপস্থিত ছিলেন কুমারখালী থানা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ইবাদত আলী, সদস্য অধ্যাপক হারুন উর রশিদ, কাজী মমিনুল হক পলাশ, শরিফুল ইসলাম সবুজ, স্থানীয় বিএনপি নেতা জালাল মেম্বার, ইদ্রিস আলী মাষ্টার, শাহ আলম, আজিম উদ্দিন শেখ, যুব নেতা আনোয়ার হোসেন, মোতালেব হোসেন, আব্দুল আজিজ, নওয়াব অঅলী,

কুমারখালীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (এনএটিপি) এর আওতায় কম্পোষ্ট সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রযুক্তি বিষয়ক সিআইজি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিআরডিবি হল রুমে দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষনে কুষ্টিয়া জেলা প্রশিক্ষণ অফিসার (ডিএই) মোঃ ফজলুল হক প্রধান অতিথি ও কুমারখালী উপজেলার