সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০১৩

সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতেৃত্বে

কুষ্টিয়া থেকে হাজার হাজার নেতা কর্মীর খুলনার ঐতিহাসিক জনসভায় যোগদান

সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে শত শত বাস ট্রাক মাইক্রোসহ বিভিন্ন যানবাহনে চড়ে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে উপস্থিত হয়। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে গাড়ী বহর যোগে খুলনার সার্টিক হাউস ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভায় যোগদিতে
বেগম খালেদা জিয়ার খুলনা বিভাগীয় ঐতিহাসিক জনসভায় কুষ্টিয়ার মুক্তিযোদ্ধারা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু ও জেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হকের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে যোগদান করেন।

বেগম খালেদা জিয়ার খুলনায় ঐতিহাসিক জনসভায় যোগদানের পূর্বে যশোরের অভয়নগর থানার নওপাড়া বাজারে পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ছবি- দৈনিক হাওয়া।

বেগম খালেদা জিয়ার খুলনায় ঐতিহাসিক জনসভায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী

বেগম খালেদা জিয়ার খুলনায় ঐতিহাসিক জনসভায় মঞ্চে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছবি- দৈনিক হাওয়া।

কুষ্টিয়ায় প্রায় ৫হাজার শিক্ষার্থী পলিটেকনিক ইন্সটিটিউটের সকল ফাইনাল পরীক্ষা বর্জন করেছে

ষ্টাফ রিপোর্টার  : “সুপারভাইজার হবো না- পরীক্ষা দিব না” এই শ্লোগানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পলিটেকনিক ইন্সটিটিউটের সকল ছাত্র-ছাত্রী তাদের ফাইনাল পরীক্ষা বর্জ্রন করে ইন্সটিটিউট চত্বরে বিক্ষোভ মিছিল করেছে। প্রবল বর্ষন উপেক্ষা করে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ এবং সরকার গঠিত আলাদা দু’টি আন্তঃ মন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন” এই দুই দফা বাস্তবায়নের দাবীতে কুষ্টিয়ায় বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ আজ রবিবার সকালে তাদের সকল পরীক্ষা বর্জ্রন করে ইন্সটিটিউট চত্বরে বিক্ষোভ মিছিল বের করে। কুষ্টিয়া জেলার প্রায় ৫ হাজার শিক্ষার্থী পরীক্ষা বর্জ্রন

ইবি শিক্ষকদের উপর হামলাকরীদের শাস্তির দাবীতে শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

রাশেদুন নবী রাশেদ, ইবি : শিক্ষকদের উপর দফায় দফায় দুস্কৃতিকারীদের পৈশাচিক সন্ত্রাসী হামলার বিচার ও সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তি, বিশ্ববিদ্যালয় রক্ষার দাবীতে ভিসি প্রফেসর ড.আব্দুল হাকিমের নিকট স্বারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্বব্যিালয় শিক্ষক সমিতি। স্বারকলিপিতে পাঁচ দফা দাবী পেশ করেছে।
জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর ২০১২ ও চলতি বছরে ১২ জানুয়ারী শিক্ষক উপর বর্রবোচিত হামলার ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও প্রশাসন কোন সিধান্ত গ্রহন করেনি। হামলাকারীদের শাস্তির দাবিতে গতকাল রোববার সকাল ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসির নিকট স্বারকলিপি প্রদান করেছে। স্বারকলিপিতে বলেন, আমরা বারবার শিক্ষক লাঞ্ছনাসহ বিশ্ববিদ্যালয়ের সকল দূর্নীতি ও হামলার বিচার চেয়েছি। অন্যায়ের

দৌলতপুর সীমান্তে বিজিবি‘র গুলি এক ফেনসিডিল চোরাচালানী নিহত

দৌলতপুর সংবাদদাতা :  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের গোড়ারপাড়া এলাকায় ফেনসিডিল চোরাচালানীরা বিজিবিকে লক্ষ্য করে বোমা ছুড়লে বিজিবি পাল্টা গুলি চালায়। গুলিতে এক চোরাচালানী নিহত হয়েছে।  বিজিবি, থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত পৌনে ১২ টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন গোড়ারপাড়া-ময়রামপুর সড়কের পাশ দিয়ে ১৪/১৫ জন মাদক

আলামপুর ও দহকুলায় গণসংযোগ ও পথসভায় প্রকৌশলী জাকির হোসেন সরকার

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে তাদের দাবী একটায় তা হল নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন। কিন্তু এ সরকার চিরস্থায়ী ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে তাই তারা দেশকে সংঘাতের পথে ঠেলে দিয়ে তাদের অধিনে নির্বাচন দিতে চাই। তিনি বলেন আওয়ামী সরকার ১৯৯৬ সালে ও ২০০১ সালে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই ভোট চুরি বন্ধে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের কোন বিকল্প নেই। গতকাল কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ও দহকুলায় গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার এ কথা বলেন। তিনি বলেন, কোন দলীয় সরকারের অধীনে নয় নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমাদের এই গনসংযোগের উদ্দেশ্য কোন ভোট চাওয়ার জন্য নই

সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ৬০ তম জন্মদিন পালন করলো দৈনিক হাওয়া পরিবার


ষ্টাফ রিপোর্টার : দৈনিক হাওয়া পরিবারের উদ্যেগে আনন্দঘন পরিবেশে মধ্যদিয়ে দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ৬০ তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার সন্ধ্যায় পত্রিকা কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, সহকারী সম্পাদক অধ্যাপক শেহাব উদ্দিন, ষ্টাফ রিপোর্টার এসএম রাশেদ, আব্দুম মুনিব, সরকারী কলেজ প্রতিনিধি শিমূল অহমেদ, কম্পিউটার ইনচার্জ সেলিম রেজা সবুজ,