শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪

খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

আওয়ামী জালিম সরকার বাংলাদেশের গণমানুষের আন্দোলনে পতন হবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে তার গাড়ী বহরে হামলা এবং বিএনপিসহ ছাত্রদলের নেতাকর্মীদের উপর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা বিএনপির উদ্যেগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা বিএনপির কার্যালয় চত্বরে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন

কুষ্টিয়ায় বড়দিনে বিশেষ প্রার্থনা

কুষ্টিয়ায় বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়া ডায়োসিসের সাধু যোহনের গীর্জায় এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করবেন কুষ্টিয়া ডায়োসিসের বিশপ রাইট রেভাঃ স্যামুয়েল সুনীল মানখিন। তিনি বলেন, যদি কোথাও অশান্তি থাকে তাহলে সেখানে নায্যতা প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সেখানে শান্তি প্রতিষ্ঠা লাভ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

বিআরটিএ কর্মকর্তা মুকুলের জানাযা সম্পন্ন : বিএনপির শোক


খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসার কৃতি সন্তান ও বিআরটিএ’র কর্মকর্তা গোলাম সরোয়ার মুকুল (৫২) গত বুধবার বিকাল ৩ টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সোহরার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইন্না লিল্লাহী.............রাজেউন) মৃত্যুকালে তিনি তার পরিবারসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শোনা মাত্রই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি (খোকসা-কুমারখালী)সহ খোকসা থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান মরহুম মুকুলের পরিবারকে সান্ত¦না জ্ঞাপন করে তার আন্তার বিদেহী মাগফিরাত কামনা করেন। এছাড়াও এক বিবৃতি শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি (খোকসা-কুমারখালী)সহ খোকসা থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, পৌর মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী, থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোজাফফর উজ জামান মিন্টু, কুষ্টিয়া জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা শরীফ, থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মির্জা, বিএনপির জনপ্রিয় নেতা নাফিজ আহম্মেদ রাজু, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবলু মোল্লা, থানা ছাত্রদলের সভাপতি আলিম রেজা।

কুষ্টিয়ায় বিটিভি’র সুবর্ণজয়ন্তীতে র‌্যালী ও আলোচনা সভা


ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র ৫০বছর পুর্তি উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।  এসময় তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দীর্ঘপথ পরিক্রমার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী পালন করছে। আশা করি বিটিভি দেশ ও মানুষের পক্ষে কথা বলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জল করবে। তিনি আরও বলেন, বিটিভি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে জাতির কাছে দায়বদ্ধ। তাই বিটিভিকে অন্যান্য চ্যানেলকে অনুসরণ করে নয়, জাতির কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে অনুসরণ করে সামনে দিকে এগিয়ে যেতে হবে। বিটিভির কুষ্টিয়া জেলা

প্রয়াত রাবিউর রহমান খান চৌধুরী (পান্না খাঁ) একজন নিভৃতচারী জন প্রতিনিধি

হাওয়া প্রতিবেদক : তোমার সমাধি ফুলে ফুলে ছাওয়া, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। কিছু মানুষ আছে যারা দৈহিক ভাবে লোক চক্ষুর আড়াল হলেও তার জীবন কর্ম রয়ে যায় মানব হৃদয়ের দৃষ্টি আলোকে উদ্ভাসিত। তেমনই একজন নিভৃতচারী মানব দরদী, দীর্ঘদিনের জনপ্রিয় জনপ্রতিনিধি সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের তৎকালীন জনগোষ্ঠীর ভালো-মন্দের বটবৃক্ষতুল্য অভিভাবক মরহুম রওশন আলী খান চৌধুরী’র জ্যেষ্ঠ পূত্র প্রয়াত রাবিউর রহামান খান চৌধুরী (পান্না খাঁ) জানুয়ারী-৭, ১৯৩১-ডিসেম্বর-২২,২০১১ ইং। অভিজাত মাতৃ ও পিতৃকুলে জন্ম নেয়া এই ব্যক্তিটি আজকের সমমানে উচ্চমাধ্যমিক পর্যন্ত একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলেও

মিরপুরে উপজেলা ও পৌর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গণআন্দোলন দমাতে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডারের ন্যয় ব্যবহার করছে : অধ্যাপক শহীদুল ইসলাম

স্টাফ রিপোর্টার : অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখার জন্য এবং জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করতে সহিংসতার আশ্রয় নিচ্ছে। গত কয়েকদিন ধরে সরকারের বিভিন্ন মন্ত্রীরা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন অশালীন উক্তি করছেন। বকশি বাজারে বিএনপি’র নেতা কর্মীদের হামলার ঘটনায় তা মারাত্মকভাবে প্রকাশ ঘটেছে। এধরনের কর্মকান্ডের জন্য একদিন এ সরকারকেই দায় নিতে হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের আসলে নৈতিক কোন ভিত্তি নেই বিধায়

বালিয়াকান্দিতে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরুর লাঙ্গল

রাজবাড়ী প্রতিনিধি : আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষাবাদের উপর মানুষ বেশি নির্ভরশীল হয়ে পড়ার কারনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে এখন আর আগের মতো গরুর লাঙ্গল চোখে পড়ে না। গ্রামে গঞ্জের মাঠে অনেক কৃষক এখনও গরুর লাঙ্গলের উপর নির্ভরশীল রয়েছে। জমি চাষাবাদের আধুনিক যন্ত্র পাওয়ার টিলার, সিডারসহ নানা রকম যন্ত্রপাতি উদ্ভাবন হয়েছে। সহজেই জমি চাষ করে ফসল উৎপাদন করা সম্ভব। গরুর লাঙ্গল সময়

কুষ্টিয়ায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালে এ্যাম্বুল্যান্স প্রদান করা হয়েছে। জনতা ব্যাংকের সৌজন্যে গতকাল বৃহস্পতীবার সকাল সাড়ে ৯ টায় হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুল্যান্সের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এ্যাম্বুল্যান্সের চাবি হস্তান্তর উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালের সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি বলেন, কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালে এ্যাম্বুল্যান্স না থাকায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স রোগীদের সেবায় পাওয়া যেতো না। নতুন এ অ্যাম্বুলেন্স সেবার ফলে কুষ্টিয়ার সাধারণ দরিদ্র রোগীরা অনেক বেশি উপকৃত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান কালটু, সদস্য নিলুফার রহমান এ্যানি, ড.শেখ রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহসভাপতি মতিউর রহমান লাল্টু।

কুমারখালীসহ বিভিন্ন থানায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল, দৌলতপুরে পুলিশি বাধা

স্টাফ রিপোটার : মুরতাদ লতিফ সিদ্দিকী সহ সকল নাস্তিকদের বিরুদ্ধে আগামী সংসদ অধিবেশনে সর্বোচ্চ শাস্তির আইন ফাসির বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালী থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বৃহস্পতীবার বাদ আছর উপজেলা জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক ধরে হল বাজারস্থ বকচত্বরে সমাবেত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সেক্রেটারী হাজী এনামুল হক প্রধান অতিথির বক্তব্য দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানা শাখার সভাপতি ডাঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা প্রচার সম্পাদক মোঃ গোলাম তাওহীদ, সদস্য মোঃ সালেহীন, কুমারখালী থানা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, খোকসা থানা সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, ইসলাম আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের, মুফতি হাবিবুর রহমান, মাওলানা নেহাজ উদ্দিন, শ্রমিক নেতা কারী আব্দুর রাজ্জাক, মুফতি মাহফুজ মোঃ মিজান মাষ্টার প্রমূখ। মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম। এদিকে একই দাবীতে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার মিরপুর থানার বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ জুলহাস বিশ্বাসের সভাপতিত্বে এবং থানা দপ্তর সম্পাদক মোঃ রইচ উদ্দনের পরিচালনায় বক্তব্য রাখেন মাওঃ আঃ জলিল, আলহাজ্ব

সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সৌজন্যে পিঠা উৎসব


মনিরুল ইসলাম মনি, খোকসা : খোকসা থেকে প্রকাশিত সাপ্তাহিক দ্রোহ পত্রিকার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খোকসা কালীবাড়ী পাড়াস্থ সাপ্তাহিক দ্রোহ পত্রিকা অফিসে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সম্পাদক তমা মুনসী নিজ হাতে দেশীয় ঐতিহ্যের ভাপা পিঠা, পাটিশাপ্টা, পাকান পিঠাসহ নানা ধরনের পিঠা তৈরী করে সাংবাদিকদের পরিবেশন করেন। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন লেখক ও সাহিত্যিক আব্দুল মান্নান শেখ, খোকসা প্রেসক্লাবের সভাপতি মুনসী লিটন, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, মোহনা টেলিভিশনের খোকসা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, দৈনিক প্রতিজ্ঞার খোকসা প্রতিনিধি মহিউদ্দিন, সাংবাদিক রাশিদুল ইসলাম রিপন, আনিসুর রহমান ফজলু, দৈনিক স্বর্ণযুগের খোকসা প্রতিনিধি নূর আলম পাপ্পুসহ খোকসার সাংবাদিক ও সুধীজন।

কুষ্টিয়ায় দ্যা স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দ্যা স্কলার্স ফাউন্ডেশনের বার্ষিক বৃত্তি পরিক্ষা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬টি উপজেলার ২২৮৭ জন শিক্ষার্থী এই পরিক্ষায় অংশ গ্রহন করেছে। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়। শান্তিপুর্ণ পরিবেশে শহরের চাঁদ সুলতানা বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া হাইস্কুল ও কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।  পরিক্ষা চলাকালীন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন  ইসলামী বিশ্বদ্যিালয়ের দাওয়া এন্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী, একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. আহসানউল্লাহ ফয়সাল, উপদেষ্টা এ্যাড. শেখ আজিজুর রহমান,কাজী আব্দুল মজিদ, পরিচালক মুস্তাফিজুর রহমান ও সদস্য সচিব উসমান গণি। উল্লেখ্য, দ্যা স্কলার্স ফাউন্ডেশন প্রতি বছর জেলার ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরিক্ষার আয়োজন করে প্রতি বছরই দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের দিনব্যাপী তালিম ও তারবিয়ত

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্দোগে দিনব্যাপি তালিম ও তারবিয়ত অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ফজলুল উলুম মাদ্রাসা সংলগ্ন বাইতুল করীম জামে মসজিদে দিনব্যাপী এ কর্মসূচি চলে। ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে তারবিয়ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ আব্দুল আওয়াল। তিনি তার বক্ত্যবে ইসলামী আন্দালন কেন

বালিয়াকান্দিতে লাইগেশন করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালে এক ব্যাক্তিকে লাইগেশন করায় অসুস্থ হয়ে হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হয়েছে। ওই ব্যাক্তির নাম রথীন মন্ডল ওরফে পাগল রথীন (২৭) তার পিতার নাম রামপদ মন্ডল। বাড়ী উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল ঠাচাপাড়া গ্রামে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রথীন মন্ডল জানায়, এক বছর পুর্বে রনজিৎ

কুমারখালীতে শাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী শাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০১৪ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলে দরবেশপুর কুমারখালী শাম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কুমারখালী-খোকসার ৪র্থ শ্রেণীর মেধাবী ৪৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। কুমারখালী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, শাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম মাসুম, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব, জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জু সাত্তার, কুমারখালী থানা জাসদের সাধারন সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস, জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ বিমল কুমার বিশ্বাস, কো-অরিনেটর আঞ্জুমান আরা বেগম, আব্দুল হান্নান প্রমূখ ছাড়াও শাম ফাউন্ডেশন ও জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের কর্মকর্তা বৃন্দ পরীক্ষা নিয়ন্ত্রন ও তত্ত্বাবধানে ছিলেন। 

কুমারখালীতে খৃষ্টধর্মালম্বীদের শুভ বড়দিন উদযাপিত


শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাটিকামারা মধ্যপাড়ায় ফেইড বাইবেল চার্চ এ খৃষ্টধর্মালম্বীদের শুভ বড়দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। গতকাল ২৫ শে ডিসেম্বর ছিল যীশু খৃষ্টের জন্ম দিন। খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো উপজেলার বাটিকামারা মধ্যপাড়ায় ফেইড বাইবেল চার্চ এ সকাল থেকেই চার্চের পালক ডেভিড ফজলু, বিশেষ অতিথি শুভ, ফারুক ও মনোয়ার ধর্মীয়

বালিয়াকান্দিতে বাতশা তৈরী করে জীবিকা নির্বাহ করে লিটন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে বাতশা তৈরী করে জীবিকা নির্বাহ করছে মৃনাল কান্তি সাহার পুত্র লিটন কুমার সাহা। উপজেলার নারুয়া বাকসাডাঙ্গী গ্রামের দরিদ্র মৃনাল কান্তি সাহার পুত্র লিটন কুমার সাহা নারুয়া বাজারের ইচ গেইট এলাকায় ছোট একটি ঘর ভাড়া নিয়ে সেখানে স্বল্প পূজি নিয়ে মিষ্টির ব্যবসা শুরু করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। সকাল থেকে লিটন সাহা বাজারের মিষ্টির দোকানে কেনা বেচার ফাকে ফাকে পানি আর চিনি জাল করে তৈরী করে থাকেন বাতশা। সেই বাতশা নারুয়া ইউনিয়নের দু‘টি হাটে সপ্তাহের চারদিন নিয়ে গিয়ে বিক্রি করে যা রোজগার হয় তা দিয়ে তার সংসার পরিচালিত হয়। লিটন সাহার সাথে কথা বললে তিনি জানান, আমরা এই এলাকার মধ্যে দরিদ্র। আমাদের তেমন কোন জমি সম্পত্তি না থাকায় বাজারে ব্যবসা করে যা রোজগার হয় তাই দিয়ে সংসার পরিচালনা করতে হয়। আমি আমার মা-বাবা স্ত্রী সন্তানদের নিয়ে এই ছোট ব্যবসা করে চলছি এটা হয়তোবা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রতিদিন সকালে বাজারে আমার ভাড়া নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানে এসে মিষ্টি তৈরী করে থাকি। সেটা বাজারের দোকানে বিক্রি করে থাকি। আমি দোকানে না থাকলে সেই সময়টা আমার বাবা মৃনাল কান্তি সাহা দোকান দেখাশোনা করেন। আমি কিছু বাতশা, খুরমা, নিমকী তৈরী করে নারুয়া ইউনিয়নের দু‘টি হাটে সপ্তাহের চার দিন বেচাকেনা করে থাকি। বর্তমানের বাজারে চিনির দাম তুলনামূলক ভাবে কম হওয়ায় আমাদের মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবসা মোটামুটি ভালো যাচ্ছে। বাজারের বেচাকেনা আর আমাদের মিষ্টি তৈরীর কাচামালের মূল্য স্থিতিশীল থাকায় ব্যবসা ভালো ভাবে পরিচালনা করতে পারছি। আমরা ছোট ব্যবসায়ীরা এই ব্যবসা করেই অনেক ভালো আছি।