মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৩

‘ডুবন্ত নৌকায় কেউ উঠবে না’

এই সরকারের হাতে শুধু রক্ত আর রক্ত : খালেদা জিয়া

ঢাকা অফিস : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বতর্মান সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। এই সরকারের হাতে শুধু রক্ত আর রক্ত। সোমবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বিরোধী দলের নেতা বলেন, দেশকে তাঁবেদার রাষ্ট্র বানাতে সরকার ক্ষমতায় বসেছে। তাঁরা নতুনদের ঘুম পাড়িয়ে রাখতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের নয়। স্বাধীনতার বিপক্ষের শক্তি। দেশ ও জনগণের শত্রু। খালেদা জিয়া বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করে সরকার জনগণের টাকা পকেটে ভরেছে। ব্যাংকের টাকা নিয়ে গেছে। ব্যাংকগুলো খেলাপী ঋণের জালে আটকে আছে। ত
িনি বলেন, এই সরকার কথায় কথায় আইন করে।সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, সাংবাদিকদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। সাগর-রুনির কাছে সরকারের দুর্নীতির গোপন তথ্য ছিল। তাঁরা তা প্রচার করতে চেয়েছিল। সেকারণেই তাঁদেরকে হত্যা করা হয়েছে। তাঁদের বাড়ি থেকে কিছুই চুরি হয়নি। শুধু ল্যাপটপ আর সিডি চুরি হলো। কারণ তার মধ্যেই ছিল গোপন তথ্য। তিনি বলেন, সরকারের হাতে শুধু রক্ত আর রক্ত। পিলখানার বিদ্রোহীদের সরকার প্রশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, হেফাজতের শান্তিপূর্ণ অবস্থানে তাঁরা গুলি চালিয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ওইদিন যদি অবস্থানকারীদের বের করেই দেওয়া হয় তাহলে মাইকিং কেন করলেন না? রাস্তার আলো নেভালেন কেন? কেন ইসলামিক

নদী তীর সংরক্ষণে প্রস্তাবিত প্রকল্প দুই বছর ফাইলবন্দি : মেহেদী রুমীর উদ্বেগ

কুমারখালীতে পদ্মার ভাঙ্গনের ঝুঁকিতে কবিগুরুর স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবাড়ী

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মার ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। ভাঙ্গনের ফলে উপজেলার ছয়টি
গ্রামের কয়েক হাজার একর ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর-বাড়িসহ বিভিন্ন ইমারত ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে পদ্মা তীরবর্তী শিলাইদহ পল্লীতে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুঠিবাড়িটিও। ভাঙ্গন রোধে নদী তীর সংরক্ষণে প্রস্তাবিত একটি প্রকল্প দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে মন্ত্রণালয়ে ফাইলবন্দী থাকায় এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না বলে পাউবোর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। সরেজমিন ঘুরে দেখা যায়, পদ্মা নদী তীরবর্তী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া, কালোয়া, শ্রিকোল, কান্দাবাড়ি, সুলতানপুর ও শিলাইদহ গ্রামের নদী তীরবর্তী এলাকা পদ্মার ব্যাপক ভাঙ্গনের কবলে পড়েছে। নদী ভাঙ্গনের কারণে বিগত কয়েক বছরে আবাদী জমি ও ঘরবাড়ি হারিয়ে ওই এলাকার কয়েক হাজার মানুষ সর্বস্বান্ত হয়েছেন। প্রতিবছরই ২০-২৫ মিটার ভেঙ্গে জনপদের দিকে এগিয়ে আসছে নদী। এ বছরও ভাঙ্গনের তীব্রতা অব্যাহত থাকায় গত এক সপ্তাহের মধ্যে নদী তীর সংলগ্ন সুলতানপুর ও বেড় কালোয়া গ্রামের ৪০-৫০টি বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিগত কয়েক বছরে পদ্মার ব্যাপক ভাঙ্গন ও নদীর পরিবর্তীত গতিপথ বিশ্লেষণ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙ্গন রোধে সত্বর নদী তীর সংরক্ষণ করা না গেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটিও পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে যেতে পারে। পদ্মার তীর থেকে শিলাইদহের কুঠিবাড়ি মাত্র ৪০০ মিটার দূরত্বে রয়েছে বলে জানান পাউবোর কর্মকর্তারা। উল্লেখ্য, ২০১০ সালের ১ অক্টোবর পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কুমারখালি উপজেলার শিলাইদহে এসে নদী ভাঙ্গন

ইবি প্রশাসন টিএসসিসিকে পুলিশ ‘ব্যারাকে’ পরিনত করেছে : বিড়ম্বনায় শিক্ষক-শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের সাংস্কৃতি চর্চার কেন্দ্র টিএসসিসি’র গুরুত্বপুর্ন জায়গাগুলো ক্রমেই বেদখল হতে চলেছে। সংস্কৃতির চর্চার পরিবর্তে টিএসসিসির কক্ষগুলো পুলিশ ‘ব্যারাক’ ও অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সংস্কৃতি চর্চা। টিএসসিসিতে থাকা এসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ ও টিএসসিসি’র পরিবেশ নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগ ঊঠেছে।জানা যায়, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের একমাত্র সৌন্দর্যপুর্ন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহ শহর থেকে প্রায় ২৫ কিমি দূরে শান্তিডাঙ্গা-দুলালপুর নামক স্থানে অবস্থিত। ক্যাম্পাসের ভেতরে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা (ইবি থানা) নামে একটি থানা। এ থানার অধীনে ১১৯ পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। জানা যায়, অবস্থানগত কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও উদ্ভ’ত পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা নেয়ার সময় ইবি থানার পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে রীতিমত হিমশীম খেতে হয়। এছাড়া ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ চলাকালে কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আসতে আসতে সংঘর্ষ গুরুতর আকার ধারণ করে।

ইবিতে ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর

রাশেদুন নবী রাশেদ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় আগামী ১৬ নভেম্বর হতে ২১ নভেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ২৪ নভেম্বরের মধ্যে ফলাফল ঘোষনা করা হবে। গতকাল সোমবার সকাল ৯টায় ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মোবাইল অপারেটর টেলিটক এর মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iubd.net/ www.iu. ac.bd/  এ বিস্তারিত জানা যাবে। এবছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১,৪৬৫ আসনের জন্য ভর্তির পরীক্ষা গ্রহণ করা হবে।সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন সহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সম্মানীত সদস্যবৃন্দ। সভাটি পরিচালনা করেন ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন।

সিপিবি-বাসদ’র জনসভায় ছাত্র লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাওয়া ডেস্ক : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া থানামোড়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে। সমাবেশ’র পূর্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড়বাজার রেল গেইটে গিয়ে শেষ হয়। এসময় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সিলেটে সিপিবি-বাসদ এর উদ্যোগে অনুষ্ঠিত শান্তিপূর্ণ জনসভায় বিনা উস্কানীতে ছাত্র লীগের অতর্কিত সন্ত্রাসী হামলায় সিপিবির সভাপতি জননেতা কমরেড মুজাহেদুল ইসলাম সেলিম ও বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানসহ সিপিবি-বাসদের ৩০ জন নেতা-কর্মী গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।নেতৃবৃন্দ আরও বলেন, শাসক দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকার এসময় তাদের ছাত্র

কুষ্টিয়া পৌরসভার পরিচালনায় খাদ্য দ্রব্যের ফরমালিন পরীক্ষা অভিযান

কুষ্টিয়া পৌরসভার পরিচালনায় খাদ্য দ্রব্যের ফরমালিন পরীক্ষা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার সকালে কুষ্টিয়া শহরের পৌরবাজার ও বড়বাজার সহ অন্যান্য বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আমদানীকৃত বিদেশী ফলের দোকান, মাছের বাজারে ফরমালিন সনাক্ত মেশিন দ্বারা নিদ্ধারিত মাত্রার অতিরিক্ত ফরমালিন দেওয়া আছে কিনা তা পরীক্ষা করা হয়। এছাড়া গরু, ছাগল ও মুরগীর বাজারের স্বাস্থ্য সম্মতভাবে ব্যবসা পরিচালনা হচ্ছে কিনা তা দেখেন এবং যাহারা লাইসেন্স বিহীন মাংসের ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে সতর্ক করা হয়। পরবর্তিতে লাইসেন্স বিহীন কোন ব্যবসায়ীকে পাওয়া গেলে পৌর আইন অনুযায়ী তাদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই মর্মে সতর্ক করা হয়। এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে পৌর কর্তৃপক্ষ জানান। কুষ্টিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সেনিটারী ইন্সপেক্টর দেবাশীষ বাগচী এর নেতৃত্বে অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন গাজীউর রহমান, সোহেল রানা, শহীদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি


জেলা যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাশের জাতীয়তাবাদী যুবদল দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনতাজ ও ভেরামারা পৌর যুবদলের আহবায়ক মজিবর রহমান বাবু মন্ডলের নামে ফ্যাসীবাদী আওয়ামী সরকারের দায়েরকৃত মিথ্যা ও হয়রানী মূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাশের জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখা। গতকাল এক বিৃতিতে জেলা যুবদলের আহবায়ক মিরাজুল ইসলাম রিন্টু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন চৌধুরী মিলন, মেজবাউর রহমান পিন্টু, জেলা যুবদল নেতা আল আমিন কানাই, সামসুদ্দোহা লাল্টু, কুষ্টিয়া শহর যুবদলের সভাপতি আবু জাফর মতিন তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন। অপর এ বিবৃতিতে জানান অসুস্থ ভেরামারা থানা বিএনপির সহ-সভাপতি ও জেলা মৎস্যজীবিদলের সভাপতি শফিকুল ইসলাম বিষুর আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

শহরে দিনে দুপুরে অভিনব কায়দায় ছিনতাই

ষ্টাফ রিপেটার : কুষ্টিয়া শহরের চৌরহাসে দিনে দুপুরে অভিনব কায়দায় ছিনতাই এর ঘটনা ঘটেছে।এ ঘটনায় সরকারী চাকুরীজীবি রওশন আরার সোনার চেইন ও সোনার দুল নিয়ে যায় ছিনতাইকারীর।জানা যায় গত শনিবার দুপুর ২ টায় সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ পরিদর্শক রওশনারা বেগম চাকুরী স্থল থেকে পায়ে হেটে উপজেলা মোড় সংলগ্ন কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়কের পাশ দিয়ে হেটে স মিলের সামনে দিয়ে একটু এগিয়ে যাওয়া মাত্র পার্শ্ববর্তি গলি থেকে ৩ জন ব্যাক্তি রওশনারা এসে বলে পাশে ছিনতাই হচ্ছে আপনার গহনা খুলে ব্যাগে রাখেন।রওশনারা গহনা খুলে ব্যাগে রাখা মাত্র ছিনতাইকারীরা ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায়।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। জিডি নং ৭৯৩ তারিখ ১৬-০৯-১৩।

অনার্স ২য় বর্ষের ফলাফল পুর্নঃমূল্যায়নের দাবীতে কুষ্টিয়ায় মানব বন্ধন

ষ্টাফ রিপোটার : ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২য় বর্ষের ফলাফল পূর্ণমুল্যায়ন দাবীতে কুষ্টিয়ায় মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া সরকারী কলেজের সামনে এ মানব বন্ধন ও কলেজ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ২য় বর্ষের শিক্ষার্থী জাহিদুল হক মাসুদ, জয়নাল, মনিরুল তাসলিমা, ফাতেমা, রুম্পা, সুপ্তি, নিশি, শাজাহান, আরিফ জানায়, মান উন্নয়নের ক্ষেত্রে নতুন নিয়ম বাতিল, সেশন জট কমাতে হবে, বর্ষ উত্তীর্ণের ক্ষেত্রে আগের নিয়ম বহাল করতে হবে। তারা আরও জানান, অবিলম্বে আমাদের দাবী পুরণ করা না হলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।

ইসলামী আন্দোলনের দৌলতপুরের কমিটি পূর্ণগঠন ও প্রার্থী পরিচিতি সভা

বর্তমান আওয়ামী সরকার ইসলাম ও দেশকে চরম হুমকীর মধ্যে ঠেলে দিয়েছে....... মুক্তিযোদ্ধা আহম্মদ আলী

ষ্টাফ রিপোটার : ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া-১ দৌলতপুরের কমিটি পূর্ণগঠন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুরান্ত প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকালে দৌলতপুর থানা শাথার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুরর থানার সভাপতি মাওলানা নাজমূল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আখন্দ, প্রচার সম্পাদক এনামূল হক প্রমুখ।প্রধান অতিথি আলহাজ আহম্মদ আলী বলেন, বর্তমান আওয়ামী সরকার ইসলাম ও দেশকে চরম হুমকীর মধ্যে ঠেলে দিয়েছে। বর্তমানে কওমি শিক্ষা কমিশনের নামে কওমি মাদ্রাসা শিক্ষার ব্যাবস্থাকে ধ্বংসের পায়তারা করছে।তাই ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষে আগামী জাতীয় নির্বাচনে পীর সাহেব চরমনাই মনোনীত প্রার্থীদের কে নির্বাচিত করে সরকারের ইসলাম বিদ্বেসী কর্মকান্ডের দাত ভাঙ্গা জবাব দিতে হবে।সভা শেষে কুষ্টিয়া জেলা সভাপতি আগামী ১৩-১৪ সালের জন্য মোঃ আশরাফ আলীকে সভাপতি ও রবিউল ইসলামকে সেক্রেটারী এবং ফুজায়েল আহম্মেদ কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট দৌলতপুর থানা কমিটি গঠন করেন।সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুরের প্রার্থী হিসেবে মোঃ আশরাফ আলীে নাম ঘোষনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালান করে কুষ্টিয়া শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে। সোমবার সকালে ভোক্তা নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়া অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহর নেতৃত্বে জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম ও কমিশনার টিটুর উপস্থিতিতে কুষ্টিয়া মডেল থানার এ এস আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। এ ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী সময় শহরের পশ্চিম মজমপুর এলাকায় স্বাদ চানাচুর ফ্যাক্টারীতে ১৫’শ টাকা, একই আইনের ৪৩ ধারা অনুযায়ী বটতৈল তাজ হোটেল এন্ড রেষ্টুরেন্টে ২ হাজার টাকা ও আল-আমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে ২ হাজার টাকা জরিমানা করে।

দৌলতপুরে ফুটবল টুর্নামেন্ট তারাগুনিয়া ফ্রেন্ডস ক্লাবের ২ গোলে জয়লাভ

দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর উপজেলার দৌলতখালীতে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় আমলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে তারাগুনিয়া ফ্রেন্ডস ক্লাব। এর আগে প্রধান অতিথি থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাপ্তাহিক কুষ্টিয়ার কণ্ঠর সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ। বিদ্যালয়ের সভাপতি মহির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান।

মহেশপুরে দুধের কন্টেইনারে ফেন্সিডিল : আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ৮২ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১টার দিকে অভিনব কায়দায় দুধের কন্টেইনারে করে ফেন্সিডিল পাচারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামের নিমাই সরকারের ছেলে কেষ্ট সরকার, কুসুমপুর গ্রামের ইনতাজ আলীর ছেলে সুজন মিয়া ও একই গ্রামের আয়ুব হোসেনের ছেলে সেন্টু।মহেশপুর থানার এসআই ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বিক্রেতার বেশে দুধের কন্টেইনারে করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। এ সময় তাদের ৮২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

জনগণ ভোগান্তিতে : ঘটছে দূর্ঘটনা : পাটাতন ভেঙ্গে ফেলেছে ঠিকাদার

  ঝিনাইদহে দোড়া গ্রামে সেতুর নির্মাণ কাজ দুই বছরেও শেষ হয়নি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার দোড়া গ্রামের মাঝে দোড়া সেতুর পূননির্মাণ কাজ গত ২ বছরেও শেষ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। খালিশপুর-ডাকবাংলা ভায়া গোপালপুর সড়কের ওই স্থানের পুরাতন সেতুটি ভেঙ্গে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেন তারা। ঠিকাদার নিয়োগ করে কার্যাদেশ দেন। ঠিকাদার কিছুটা কাজ করে ফেলে রেখে চলে এসেছেন। এলাকাবাসী অভিযোগ করেছেন পুননির্মাণ কাজ করতে গিয়ে ঠিকাদার পুরাতন সেতুর অর্ধেক অংশ ভেঙ্গে ফেলেছেন। আর এই ভেঙ্গে ফেলে রাখায় মানুষের দূর্ভোগ আরো বেড়েছে। রাতের অন্ধকারে অচেনা কোন মানুষ ওই সেতু পার হতে গেলেই নিচে পড়ে আহত হচ্ছেন। মাঝে মধ্যেই ঘটছে এই দূর্ঘটনা। কিন্তু সেতুটির নির্মাণ কাজ শেষ করার বিষয়ে সড়ক বিভাগের কোন পদক্ষেপ নেই। দোড়া গ্রামের শাহার আলী জানান, প্রায় দেড় বছর পূর্বে প্রথম সেতুটির পুননির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার। সে সময় পুরাতন সেতুর নিচে ভীত ঢালায় ও দুই পাশের এবং মাঝের তিনটি

খলিসাকুন্ডি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

খলিসাকুন্ডি প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে ২কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯.৩০টার দিকে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ.এস.আই ওবাইদুল শেখ গোপন সংবাদের ভিত্তিতে খলিসাকুন্ডি পাইকপাড়ার মাদক ব্যবসায়ী মারজেল (৩৫) কে ২ কেজি গাজা সহ গ্রেফতার করে। জানা যায় খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের এ.এস.আই ওবাইদুল শেখ জানতে পারে খলিসাকুন্ডি পাইকপাড়ার মাদক ব্যবসায়ী মারজেল-এর বাড়ীতে মাদক দ্রব্য রয়েছে এমন সংবাদের ভিত্তিতে কাল ক্ষেপন না করে তাৎক্ষনিক অভিযান চালিয়ে মরজেলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকালীন সময়ে মাদক মারজেলের কাছ থেকে ২ কেজি গাজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মারজেল খলিসাকুন্ডি পাইকপাড়ার দবির হোসেনের ছেলে।