শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০১৪

আন্তজার্তিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলীতে ফুলে ফুলে ভরে গেলো কুষ্টিয়ায় শহীদ মিনার গুলো


আব্দুম মুনিব :  মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কালেক্টর চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসপুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদের পুস্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। এছাড়া কুষ্টিয়া সরকারী কলেজের শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে পুষ্প্যমাল্য অর্পন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক, জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, শহর বিএনপির বিএনপির পক্ষ থেকে সভাপতি হাফিজুর রহমান হেলাল, সাধারণ কুতুব উদ্দীন আহমেদ, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মানু, সদর থানা বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক, যুগ্ন সম্পাদক হাজী রবিউল আউয়াল, এ্যাড.খাদেমুল ইসলাম, মুক্তিযোদ্ধাদলের পক্ষথেকে জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার সাজেদুর রহমান বাবলু, ফুল দেয় হয় নব নির্বাচিত কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, জেলা শ্রমিক দলের পক্ষ থেকে শ্রমিক দলের

আলাউদ্দিনর মোড়ে চেয়ারম্যান প্রার্থী আনছার প্রামাণিকের পক্ষে পথসভা

উপজেলা নির্বাচনে ব্যালটের শক্তি প্রদান করে জাহেলিয়াত সরকারের পতন ঘটানো হবে


- সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব/শরীফুল ইসলাম : কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯িক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী কুমারখালী পৌর সভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল প্রতিকের পক্ষে উপজেলার নন্দলাল ইউপিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আলাউদ্দিন মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় নন্দলালপুর ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, সমস্ত বাধা উপেক্ষা করে আগামী ২৭ ফেব্র“য়ারী উপজেলা নির্বাচনে ভোট প্রদান করতে হবে। ইতি মধ্যে সাড়া দেশে ভোট বিপ্লব শুরু হয়েছে। সাড়াদেশ আওয়ামীলীগের হামলা মামলা নির্যাতনের পরে জনগণ ১৯ দলের পক্ষে রায় দিয়েছে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে ব্যালটের শক্তি প্রদান করে জাহেলিয়াত সরকারের পতন ঘটানো হবে। তিনি আরো বলেন, যেসব মানুষ পবিত্র কোরআন শরীফকে বুকে ধারণ করে রাখে সেই সব আলেম হাফেজদের পাখির মত বুকে গুলি চালিয়ে এ সরকার ক্ষমতায় রয়েছে। এসব হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতে করা হবে। তিনি আগামী ২৭ ফেব্রুয়ারী কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিকের

ভেড়ামারায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী এ্যাড তৌহিদুল ইসলাম আলম বিজয়



উদ্দীন মনির, ভেড়ামারা : ১৯ ফেব্র“য়ারী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত কুষ্টিয়া’র ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা্টানিং অফিসার রেজাউল করিম। বিজয় চেয়ারম্যান প্রার্থী হলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম (দোয়াত-কলম) প্রতীকে মোট ৩৮০৮৩ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি ও বাহিরচর ইউপি’র চেয়ারম্যান আবু বক্কার সিদ্দীক (আনারস) ২৫২৫৪ ভোট। কুষ্টিয়া জেলা জাসদ (ইনু)’র সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন (কাপপিরিচ) পেয়েছেন ১৮০৪৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ),

মিরপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন


রাশিদুজ্জামান রাশেদ, মিরপুর ॥ মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বরে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক গোলাম মারুফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফজলুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকেশ রঞ্জন পালের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন উপ-সহকারী

জাকির হোসেন ও তৌহিদুল আলমকে বিজয়ী করায় কুষ্টিয়া ও ভেড়ামারা বাসীকে বাচ্চু মোল্লার ধন্যবাদ

দৌলতপুর প্রতিনিধি ॥ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর থেকে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও ভেড়ামারা থেকে তৌহিদুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করায় কুষ্টিয়া ও ভেড়ামারা বাসীকে ধন্যবাদ জানিয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোললা। সেই সাথে বিজয়ী প্রার্থী জাকির হোসেন ও তৌহিদুল আলমকে দৌলতপুর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন বাচ্চু মোললা। এক শুভেচ্ছা বাণীতে রেজা আহমেদ বাচ্চু বলেন, ফ্যাসিষ্ট ও অবৈধ আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে কুষ্টিয়া সদর ও ভেড়ামারা বাসী ঘৃণা জানিয়েছেন। তাই ভোটাররা আওয়ামীলীগ প্রার্থীদের অবস্থান নিয়ে বিএনপির

জি,কে মাধ্যমিক বিদ্যালয় ১৩৩ রানে জয়ী

 বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ষ্টান্ডার্ড চ্যার্টার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট কুষ্টিয়া জেলা পর্যায়ের প্রতিযোগিতা কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে জমে উঠেছে। গতকাল কুষ্টিয়া জি,কে মাধ্যমিক বিদ্যালয় ১৩৩ রানে কুষ্টিয়া প্রতিতী বিদ্যালয়কে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জি,কে মাধ্যমিক বিদ্যালয়। নির্ধারিত ৫০ ওভারের খেলায় সবকটি উইকেট হারিয়ে তারা ১৮৯ রান সংগ্রহ করে। জবাবে প্রতিতী বিদ্যালয় ২৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করে রানা। খেলাটি পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান বাপ্পী ও মিথুন সরোয়ার। আজ কুমারখালী এম,এন হাইস্কুল ও কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি

কুমারখালীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

কুমারখালী প্রতিনিধি : আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুষ্টিয়ার কুমারখালীতে এক ভাইচ চেয়ারম্যান পদ প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসেন চাঁদপুর ইউনিয়নের মোহননগর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মনির হাসান (রিন্টু) নামের একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার দেয়ালে লাগানোর অপরাধে ওই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। সে জাহাজ প্রতীক নিয়ে কুমারখালী উপজেলা ভাইচ চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।