বৃহস্পতিবার, মার্চ ২১, ২০১৩

কুষ্টিয়ায় তাঁতী দলের মানববন্ধন


স্টাফ রিপোটার : আটককৃত কেন্দ্রিয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা তাঁতী দল। গতকাল বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী দলের সভাপতি রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নিগাদ সীমা, জেলা বিএনপির

মেয়র আনোয়ার আলীর শোক প্রকাশ

মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমন্ডলীর সদস্য মোঃ জিল্লুর রহমান এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। প্রেরিত শোক বার্তায় আনোয়ার আলী বলেন, বর্ষীয়ান রাজনীতিবীদ জিল্লুর রহমান ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ। এদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি তাঁর জীবনের মুল্যবান সময় অতিবাহিত করেছেন দেশ ও দশের জন্য। র্নিলোভ, মিষ্টভাষী, দক্ষ ও সাহসী

ইবির এম.ফিল ও পি-এইচ.ডি’র রেজিস্ট্রেশনের সময়সীমা বর্ধিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে এম.ফিল ও পি-এইচ.ডি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের আবেদন পত্রের ফরম আগামী ১৮এপ্রিল পর্যন্ত উত্তোলন এবং ২৫ এপ্রিল পর্যন্ত জমা দেওয়ার সময়সীমা বর্ধিত করা হয়েছে। উল্লেখ্য যে, ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি নং-২৭/শিক্ষা/ইবি-২০১৩/৭৯১, তারিখ ঃ ৭/২/২০১৩ ইং এর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

ইবি’র ভিসি ও প্রো-ভিসির শোক প্রকাশ

রাশেদুন নবী রাশেদ, ইবি : মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ জিল্লুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইবি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। শোক বার্তায় বলেন, মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ছিলেন একজন বর্ষীয়ান নেতা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। কোন অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। অত্যন্ত দক্ষতার সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তাঁর মৃত্যুতে আজ দেশবাসীর সাথে ইসলামী

হরিণাকুণ্ডুতে ৩ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার আটক করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৩ ও ৪ মার্চে হরতালে সহিংসতা, পুলিশের কাজে বাঁধাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি : দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের গীতাঞ্জলি সড়ক থেকে সাবেক এমপি মসিউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পায়রা চত্ত্বর ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারণ

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা সাদেকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের উপর হামলা ও সহিংস ঘটনার দায়ে বুধভঅল দুপুরে মহেশপুর উপজেলা পরিষদ চত্ত্বক পুলিশ তাকে গ্রেফতার করে। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, গ্রেফতারকৃত সাদেকুল ইসলামের বিরুদ্ধে সাঈদীর রায় ঘোষনার পর পুলিশের উপর হামলা ও সহিংস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে উপজেলা জামায়াতের মজলিশে সুরা সদস্য বলে তিনি জানান।

ঝিনাইদহে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে : আহত অর্ধশতাধিক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ-যশোর সড়কের কয়ারগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৩টার দিকে বরিশাল থেকে খুলনাগামী কামিনী এক্সপ্রেসের একটি যাত্রীবাহি বাস সড়কের কয়ারগাছি পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে অধশতাধিক বাসযাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে জামাল উদ্দীন, হাসান আলী, আরিফুল, আওয়াল, হাসিবুল, রাফেজা, মোমরেজ, নয়ন, কমেলা, জোবেদা, রিনা, সাবিনা, আকলিমাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকীদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কুষ্টিয়ায় মদসহ ৪ ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া বড়বাজারের রাজারহাট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে শহরের মিলপাড়া ফাঁড়ির পুলিশ মদসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া মিরপুর উপজেলার পেড়াদহের কাটদহ এলাকার মৃত জগু লালের ছেলে মতিলাল (৬৭), একই এলাকার সোনালালের ছেলে বাবুলাল (২১), মৃত মনি লালের ছেলে সাজু লাল (২৭) ও আড়ুয়াপাড়া রাজারহাটের আব্দুর রশীদের ছেলে সাইফুল ইসলাম (৫৫). এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার ম. মশিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

দৌলতপুরে দেবরের হাতে ভাবী খুন

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রওশন আরা খাতুন (৩২) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার দেবর। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চরভবনন্দদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন জানায়, পারিবারিক বিরোধ নিয়ে দেবর শুকুর আলী তার ভাবী রওশন আরাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দূর্গম চর থেকে নিহতের লাশ উদ্ধার করে বলে তিনি জানান. এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল জলিল দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন. নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ .

কুষ্টিয়ায় লাইট হাউসের পিএফটি সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া জেলা লাইট হাউস এর প্রজেক্ট ফ্যাসেলেটেশন টিম এর (পিএফটি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোর্টপাড়াস্থ লাইট হাউস কুষ্টিয়া অফিসে এ সভাপ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লাইট হাউস এর পিএফটি দলের সদস্য কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর জনাব সাইফ-উল-হক মুরাদ। এছাড়াও কুষ্টিয়া রোটরী সভাপতি জনাব ফরহাদ হোসেন খান, এডাব কুষ্টিয়া এর চ্যাপ্টার কো-অর্ডিনেটর জনাব আনোয়ার হোসেন বুলবুল, কাউন্সিলর জনাব খান এ করিম অকুল সহ পিএফটির সকল সদস্যগন সভায় অংশগ্রহন করেন। সভায় লাইট হাউসএর

বৈষম্য নিরোধ আইন প্রনয়নের দাবীতে

কুষ্টিয়ায় দলিত পরিষদের সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোটার : ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন ও দলিত জনগোষ্ঠির মানবাধীকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় বৈষম্য নিরোধ আইন প্রনয়নের দাবীতে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন বাংলাদেশ দলিত পরিষদ। গতকাল কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়াতনে এ সংবাদ সম্মেলন হয়। জেলা দলিত পরিষদের সভাপতি অনন্ত দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রিয় সদস্য দিলিপ সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা দলিত পরিষদের মহিলা সম্পাদিকা অনিমা রানি দাস প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কুষ্টিয়ার ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান


পৌর বাজারসহ বিভিন্ন বেকারী ও হোটেলে ২০ হাজার টাকা জরিমানা আদায়

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া পৌর বাজারকে ফরমালিন মুক্ত ঘোষনা করার ১ সপ্তাহের মধ্যে ২য় বারের ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। গতকাল সকাল ৯ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা পারভিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বাজারের বিভিন্ন মাছ ও গোসের দোকানে অভিযান চালায়। তবে কোন দোকানেই ফরমালিনের অস্তিত পাওয়া যায়নি। এরপর ভ্রাম্যমান আদালত শহরের এনএস রোডে বড় মসজিদের সামনে অবস্থিত বিভিন্ন বেকারীর দোকানে অভিযান চালায়। খোলা স্থানে খাদ্য বেচাকেনা বিএসটি আই এর অনুমদোন বিহিন পণ্য বেচাকেনার দায়ে শাহিন বেকারী কে ৫ হাজার টাকা, জমজম বেকারী কে ৫ হাজার টাকা ও পপুলার কনফেকশনারী কে ৫ হাজার

দৌলতপুরে আ’লীগ কর্মীদের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত-৫

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামীলীগ কর্মীদের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৫জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালগ্রাম বাজারে এ ঘটনা ঘটেছে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্রে করে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে রিপন, রানাসহ ৫-৭জন আওয়ামীলীগ কর্মী মুক্তিযোদ্ধা

শুক্রবার, মার্চ ০৮, ২০১৩

দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুরে একটি দেশিয় শার্টারগান ও দুই রাউন্ড গুলিসহ আবু সুফিয়ান নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড অব বংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের উদয়নগর চর এলাকা থেকে তাকে আটত করা হয়। আবু সুফিয়ান উপজেলার সরকার পাড়া গ্রামের মৃত

হরতাল সমর্থনে শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল পিকেটিং

ষ্টাফ রিপোটার : বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে ন্গ্ন হামলা গুলি টিয়ারশেল নিক্ষেপ ও কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির ডাকা আজকের হরতাল সফল করতে মিছিল করেছে কুষ্টিয়া জেলা বিএনপি ও অংগ সংগঠন। গতকাল সকাল থেকেই শহরে সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে এনএস রোড, মজমপুর, বড় বাজারে খন্ড খন্ড ভাবে মিছিল ও পিকেটিং করে। সকাল ১০ টায় জেলা বিএনপির কার্যালয়

কুষ্টিয়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ১৮ দলীয় জোটের হরতাল পালিত

হাওয়া ডেস্ক : কুষ্টিয়ায় হরতালের পক্ষে মিছিল পিকেটিং, টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ী ভাংচুরের মধ্য দিয়ে পালিত হচ্ছে ১৮ দলীয় জোটের হরতাল পালিত হয়েছে। হরতালে সহিংসতা চালানোর অভিয়োগে এ পর্যন্ত পুলিশ ৮ জনকে আটক করেছে বলে জানা গেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হাকিম মাসুদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন। আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সৈয়দ

সরকারী কলেজ ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, যুগ্ন সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বী আটক এবং মিথ্যা মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রদল। এক বিবৃতিতে সরকারী কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী জানিয়েছেন, বর্তমান সৈস্বাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করায় তাদের আটক করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

শহরে ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোটার : কুষ্টিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৩ বোতল ফেন্সিডিলসহ ওয়ারেন্ট ভুক্ত মাদক ব্যাবসায়ী রবিন (২৪) গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যায় শহরের রাজারহাট মোড় থেকে তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় টাইগার ওয়ান মিলিপাড়া ফাড়ির হাবিলদার মোতালেবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৩ বোতল ফেন্সিডিলসহ রবিনকে গ্রেফতার করে। সে কুষ্টিয়া মডেল থানার মাদকসহ কয়েকটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। রবিন শহরের আড়–য়াপাড়ার রবিউল ইসলামের ছেলে।

বুধবার, মার্চ ০৬, ২০১৩

আজ বিএনপি ও জামায়াতের বিক্ষোভ সমাবেশ

হাওয়া ডেস্ক : আজ বুধবার ঢাকাসহ সব জেলা ও মহানগরে বিােভ সমাবেশ করবে বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল দুটি আজ পৃথক পৃথকভাবে এই কর্মসূচির কথা ঘোষণা করে। তবে আগামীকালের কর্মসূচিতে বাধা দিলে হরতাল দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার হরতাল শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নতুন

কুমারখালীতে নকশী কাঁথা ও মধুমতি এক্সপ্রেস ট্রেন ২ ঘন্টা বিলম্ব


কুমারখালী প্রতিনিধি : গতকাল গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনা গামী নকশী কাঁথা এক্সপ্রেস ও একই স্থান থেকে ছেড়ে আসা রাজশাহী গামী মধুমতি এক্সপ্রেস দুটি ট্রেন কুমারখালী রেলষ্টেশনে বিকাল ৪ টায় ও ৫ টায় এসে ২ ঘন্টা বিলম্ব করে গন্তব্য স্থানে ছেড়ে গেছে। নকশী কাঁথা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রেতা মাসুদের কাছে ট্রেন বিলম্বে ছাড়ার কারণ জানতে চাইলে তিনি জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মূর্খাজী শিলাইদহে আগমন উপলক্ষ্যে নিরাপত্তা জনিত কারণে ট্রেন দুটি বিলম্বে ছাড়া হয়েছে।

হরতাল সমর্থনে শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল পিকেটিং


ষ্টাফ রিপোটার : দেশ ব্যাপী নৈরাজ্য সহিংসতা গণহত্যা ও তত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবীতে বিএনপির ডাকা গতকালের হরতাল সফল করতে মিছিল করেছে কুষ্টিয়া জেলা বিএনপি ও অংগ সংগঠন। গতকাল সকাল থেকেই শহরে সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে এনএস রোড, মজমপুর, বড় বাজারে খন্ড খন্ড ভাবে মিছিল ও পিকেটিং করে। সকাল ৯ টায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির জাতীয়

কুষ্টিয়া জেলা আ’লীগের সহ-সভাপতির মৃত্যুর ঘটনায় স্বজনদের সাথে ম্যাটস’র ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ২০

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদর উদ্দিন বদুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভাংচুর করেছে মৃত’র স্বজনরা। এসময় চিকিৎসক সহকারী হাসপাতাল সংলগ্ন ম্যাটসের ছাত্রদের সাথে মৃতর স্বজনদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ ডাক্তার সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রাত ১০ টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কর্মরত ডাক্তাররা জানান, রাত ১০ টার সময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন বদুকে অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়া জেনারেল

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করলেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি


ষ্টাফ রিপোটার : এ এক অবিস্মরণীয় মুহূর্ত। আর এই অবিস্মরণীয় মুহূর্তের স্বাক্ষী হয়ে থাকল শিলাইদহের মানুষ। নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ধন্য কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে এসে অভিভূত হলেন ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের নড়াইলের জামাই বাবু প্রণব মুখার্জি। গতকাল বিকেল ৪ টা ৪৫ মিনিটে টাঙ্গাইল থেকে সোজা হেলিকাপ্টার যোগে শিলাইদহের আলাউদ্দিন নগর হাইস্কুল মাঠে এসে নামেন প্রণব মুখার্জি। এখানে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। আলাউদ্দিন নগর হেলিপ্যাড মাঠ থেকে গাড়ি বহর যোগে শিলাইদহ কুঠিবাড়িতে এসে পৌছান ঠিক বিকেল ৫ টায়। এ সময় পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল

কুষ্টিয়ায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল


ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। গতকাল সকাল ১১ পায় শহরের বঙ্গবন্ধু মার্কেট থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলীর নেতৃত্বে একটি হরতাল বিরোধী মিছিল বের করে শহর প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মার্কেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা হাজী সেলিনুর রহমান, হাজী তরিকুল ইসলাম মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ

কুষ্টিয়ায় মিছিল, গাড়ী ভাংচুর, টায়ারে অগ্নিসংযোগ ও মোড়ে মোড়ে ককটেল বিস্ফোরনের মধ্যে হরতাল পালিত

আব্দুম মুনিব : কুষ্টিয়ায় হরতালের পক্ষে মিছিল, সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ, অটো বাইক ভাংচুর ও বিভিন্ন মোড়ে ককটেল বিস্ফোরন ও কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যেদিয়ে পালিত হচ্ছে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। হরতালে পিকেটিংকারীরা জেলার বিভিন্ন সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ আসলে পিকেটাররা পালিয়ে যায়। এদিকে আতংক ছড়াতে ইসলামী কলেজের সামনে, বঙ্গবন্ধু মার্কেট, ত্রিমহনী মোড়, কাটাইখানা মোড়, হাসপাতাল মোড়সহ বিভিন্ন মোড়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। সাড়াদিনই শহরের এনএস রোড, মজমপুর, বড় বাজারসহ বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল ও

খলিসাকুন্ডিতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


খলিসাকুন্ডি প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে ফেন্সিডিল সহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ . গতকাল দুপুরে সময় উপজেলার খলিসাকুন্ডিতে স্থানীয় জনগণের সহযোগিতায় ২১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ আওয়াল (৩৫) ও সুজন (২৫) কে আটক করে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের সদস্যরা। খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমদাাদুর রহমান জানান বামুন্দী থেকে কুষ্টিয়া গামী একটি হিরোহুন্ডা স্পিলিন্ডার মোটর সাইকেল যোগে কুষ্টিয়া অভিমুখী যাওয়ার সময় খলিসাকুন্ডি স্কুল মার্কেটস্থ পৌছালে টহলরত পুলিশ দেখে ঐ মাদক ব্যবসায়ীরা পালাতে গেলে পুলিশ তাদের সন্দেহ করে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। আটকৃত আওয়াল পার্শ্ববর্তী মেহেরপুর জেলার

মুক্তির উদ্যোগে দম্পতি প্রশিক্ষণ


মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের মজমপুর ইউনিয়নে মোল্লাতেঘড়িয়া গ্রামে পারিবারিক সহিংসতা কমিয়ে আনার মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের ফ্যামিলীক্লাবের দম্পতিদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ মজমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গতকাল শেষ হয়। প্রশিক্ষণে বক্তব্য রাখেন জায়েদুল হক মতিন। দুই দিনের প্রশিক্ষণে অধিকার, মানবাধিকার, নারী অধিকার সংশ্লিষ্ট আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুইদিনের প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা মোটিভেটর শাহিনুর বেলী। সার্বিক সহযোগিতা করেন, কামরুন্নাহার সাথী, ফিরোজা খাতুন ও রেহানা ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

বিরামপুরে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল


মাহমুদুল হক মানিক, বিরামপুর : দিনাজপুরের দক্ষিণাঞ্চলের বিরামপুরসহ ৫টি উপজেলায় ৫ মার্চ (মঙ্গলবার) দেশব্যাপী গণহত্যা ও তত্তাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিরামপুর থানা ও পৌর বিএনপি। দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিরামপুর থানা বিএনপির সভাপতি আশরাফ আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য

প্রতীতি বিদ্যালয়ে দুই দিনের শিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


ষ্টাফ রিপোর্টার : প্রতীতি বিদ্যালয়ের আয়োজনে দুইদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড.মো. ইকবাল হুসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর রহমান। তিনি বলেন, শিক্ষা অর্জন করা এবং শিক্ষা প্রদান করা এক নয়। শিক্ষা প্রদান করতে হলে প্রশিক্ষণ গ্রহণের মধ্যদিয়ে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। একজন ভাল শিক্ষার্থী ভাল শিক্ষক হতে পারেনা, এজন্য তাকে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক ইমারত হোসাইন মিনু। আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুল্লাহ। অতিথি হিসেবে

বিজিবি’র অভিযানে বিদেশী মদ উদ্ধার



৩২ বিজিবি’র সদস্যরা গতকাল মেহেরপুর জেলার সদর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৫ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির হাবিলদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে একটি টহল দল গতকাল মেহেরপুর জেলার সদর উপজেলার হরিরামপুর বিলের পারে অভিযান চালায়। সে সময় জনৈক বাংলাদেশী টহল দলের চ্যালেঞ্জের প্রেক্ষিতে তার বহনকৃত একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশী করে বিজিবির টহল দল ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলি ধ্বংশের নিমিত্তে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়ায় জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

কুমারখালীতে বিএনপির ডাকা হরতাল পালিত

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ডাকা সফল হরতাল পালিত হয়। সরকারের দুঃশাসন, দূর্ণীতি, নিপীড়ন, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিএনপির ডাকা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে হরতালে কুমারখালীতে ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। দুরপাল্লার এমনকি ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সরকারি অফিস আদালত খোলা থাকলেও জনসাধারণের উপস্থিতি ছিল কম।

জাতীয় সংসদকে চরিত্রহননের পাঠশালায় পরিনত করেছে মহাজোট : ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

হাওয়া ডেস্ক : লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন- দেশের আইন প্রনয়ন ও বাস্তবায়নে সর্বময় ক্ষমতাপ্রাপ্ত জাতীয় সংসদকে অকার্যকর ও একদলীয় করে চরিত্র হননের পাঠশালায় পরিনত করেছে বর্তমান ক্ষমতাসীন মহাজোট সরকার। দেশের গণমানুষের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, জাতীয় সংকট ও আইন শৃংখলা রক্ষার নামে র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসী কর্তক নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে কথা না বলে

মঙ্গলবার, মার্চ ০৫, ২০১৩

বিএনপির ডাকা আজকের সকাল সন্ধ্যা হরতাল সফলের ডাক


হত্যাযজ্ঞ বন্ধ করুন না হলে লাগাতার আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

ষ্টাফ রিপোর্টার : সারা দেশে বিএনপির ডাকা আজকের সকাল সন্ধ্যা হরতাল কুষ্টিয়ায় সফল করতে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানিয়েছে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এ সময় তিনি সকলকে দোকান পাট, অফিস আদালত ও যানবাহন চলাচল বন্ধ রেখে আজকের হরতাল স্বতঃস্ফূর্ত ভাবে পালনের আহবান জানান। গতকাল দলীয় কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সাথে হরতাল সফল বিষয়ক এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ আহবান জানান। তিনি

আজ কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠিবাড়িতে আসছেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জী


আব্দুম মুনিব : আজ ৫ মার্চ কুষ্টিয়ায় আসছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। তিনি কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করবেন। এদিকে কুষ্টিয়ার কুঠিবাড়ীতে প্রণব মুখার্জীর সফর উপলক্ষে বিষেশ নিরাপত্তাসহ ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে। গেষ্ট হাউজ, খাওয়ার ব্যবস্থা রয়েছে শিলাইদহে। এর মধ্যে কয়েক দফা হেলিকপ্টারে এলাকা পরিদর্শন করছেন এসএসএফ ও ডিএফআই সদস্যরা। প্রণব মুখার্জির আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কুঠিবাড়ি এলাকা।
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানিয়েছে, আলাউদ্দিন নগর শিক্ষা পল্ল¬ীর মাঠে ইতি মধ্যে ৩টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেখান থেকে গাড়িতে করে শিলাইদহ কুঠিবাড়ি যাবেন মহামান্য রাষ্ট্রপতি । আলাউদ্দিন

কুষ্টিয়ায় ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় সোমবার জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘন্টা ২য় দিনের হরতাল পালিত হয়েছে। পুলিশ রোববার শহরতলী ত্রিমহনীর উডল্যান্ডের কাছে ট্রাক ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ শিবির কর্মীকে আটক করেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) শাহ আলম জানায়, শহরতলী ত্রিমহনীর উডল্যান্ডের কাছে একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে পুলিশ রোববার দিবাগত মধ্যরাতে ৫ শিবির কর্মীকে আটক করেছে। আটককৃতরা

শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের হরতালের সমর্থনে মিছিল


ষ্টাফ রিপোটার : দেশ ব্যাপী নৈরাজ্য সহিংসতা গণহত্যা ও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবীতে বিএনপির ডাকা আজকের হরতাল সফল করতে মিছিল করেছে কুষ্টিয়া জেলা বিএনপি ও অংগ সংগঠন। গতকাল সন্ধ্যায় শহরের মজমপুর, এনএস রোড, বড় বাজারে পৃথক পৃথক ভাবে এ মিছিল করা হয়। সন্ধায় জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতা কর্মিরা হরতালের সমর্থনে একটি মিছিল এনএস রোড প্রদক্ষিন করে। একই সময় মজমপুরে কুষ্টিয়া ঝিনাইদহ সড়কে এবং বড় বাজারে একই দাবীতে খন্ড খন্ড মিছিল বের করা হয়।

কুষ্টিয়ার চাপাইগাছিতে দু’গ্র“পের সংঘর্ষে নিহত ১ : আহত ৩০


ষ্টাফ রিপোটার : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার চাপাইগাছিতে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গতকাল ৪ মার্চ সকালে লিটু গ্র“প ও সোহরাব গ্র“পের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।  পুলিশ জানায়, কুষ্টিয়া সদর উপজেলার চাপাইগাছিতে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিলো। গতকাল ৪ মার্চ সকালে সোহরাব গ্র“পের লোকজন লিঠু গ্র“পের লোকের উপর হামলা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দু’পক্ষই ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়। সোহরাব গ্র“পের লোকজন ধারালো অস্ত্র নিয়ে লিটু গ্র“পের লোকজনকে আক্রমন করলে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় মছলেম নামে এক বৃদ্ধ। এ সময় উভয় গ্র“পের আহত হয় প্রায় ৩০ জন। আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে

ভেড়ামারা পৌরসভার মেয়র’র কার্য্যালয় থেকে বোমা উদ্ধার


মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা’র ব্যবহত টয়লেট থেকে]লাল টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য একটি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারা থানা পুলিশ ককটেলটি উদ্ধার করে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকালও ভেড়ামারা পৌরসভার কার্য্যালয়ের অফিস কক্ষে আসেন পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। দুপুর সাড়ে ১২টার দিকে অফিস কক্ষ সংলগ্ন টয়লেটে প্রবেশ করেন জনৈক রাসেল। টয়লেটের ভেন্টিলেটরের ভিতরে থাকা টেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য হাত বোমাটি তার চোখে পড়ে এবং মেয়র অভিহিত করে। পরে ভেড়ামারা থানা পুলিশ বোমাটি উদ্ধার করে। মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা জানিয়েছেন, সারাদেশে জামাত-শিবির’র নাশকতার অংশ হিসেবে এই বোমাটি রাখা হয়েছিল।

ভেড়ামারায় অগ্নিকান্ড

ভেড়ামারা প্রতিনিধি : গতকাল সোমবার রাতে ভেড়ামারা কলেজ পাড়ার গোলাম মোস্তফার টিন সেট বাড়িতে আগুন ধরে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গোলাম মোস্তফার মেয়ে রেশমা ও ছেলে মানিক রাত্রিতে ঘুমিয়ে পড়ার পরে এ ঘটনা ঘটে। রাত্রি ২টার সময় কে বা কারা গোলাম মোস্তফার বাড়ির পশ্চিম দিকে আগুন ধরিয়ে দেয়। পরে

ভেড়ামারায় ১৪ দলের লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভেড়ামারা প্রতিনিধি : জামায়াতÑশিবিরের নৈরাজ্য-বিশৃঙ্খলা ও পৌর মেয়রের অফিসে বোমা স্থাপনের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে ভেড়ামারায় ১৪ দলের উদ্যোগে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসষ্ট্যান্ড শাপলা চত্বরে স্থানীয় ১৪ দলের সমন্বয়ক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহিরচর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক’র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের আহবায়ক মানিক মিয়া’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আক্তারুজ্জামান মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক ও ভেড়ামারা

ঝিনাইদহে জামায়াতের নারীকর্মীদের সড়ক অবরোধ


ঝিনাইদহ সংবাদদাতা : জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিনে ঝিনাইদহে বিভিন্ন সড়ক-মহাসড়কে গাছ কেটে ও গুড়ি ফেলে অবরোধ করেছেন নারীকর্মীরা। জেলার কোটচাঁদপুরে সোমবার ভোরে রেল লাইন উপড়ে ফেলে জামায়াত-শিবির নেতাকর্মীরা। কোটচাঁদপুরের বলুহর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে রেললাইনের কয়েকটি পাত ও স্লিপার খুলে ফেলে তারা। ঘটনাটি জানাজানির পর খুলনা-ঈশ্বরদী রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টা ধরে রেললাইন মেরামত করে। ৪ ঘন্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে কোটচাঁদপুর ষ্টেশন মাষ্টার আনিসুর রহমান জানান। হরতাল সমর্থকরা রেললাইন উপড়ে ফেলে বলে এলাকাবাসী ও রেলকর্মীরা জানান।
সোমবার সকাল থেকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা থেকে ঘিঘাটি এলাকা

হরিণাকুণ্ডুতে ৬ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জামায়াত-শিবিরের হামলায় এক পুলিশ কনস্টেবলকে হত্যা ও সহিংসতার ঘটনায় ২শ’ জনের নাম উল্লেখ করে ৬ হাজার জামায়াত শিবিরের নেতা কর্মীর বিরুদ্ধে হামলা করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ১২ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে।  হরিণাকুন্ডু থানার ডিউটি অফিসার এসআই ফারুক

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শাহজাহান : ভূইয়ার দাফন সম্পন্ন

হাওয়া ডেস্ক : রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়ার দাফন সম্পন্ন হয়েছে। দীর্ঘিদন অসুস্থ থাকার পর গত রোববার দুপুরে গাজীপুর শহরের বিলাশপুর গ্রামে নিজ বাসায় মারা যান তিনি। বাদ আছর বিলাশপুরে নামাযে জানাযার আগে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান জানান জেলা প্রশাসনের নির্বাহী

মুক্তির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যেগে নারীর ক্ষমতায়ন প্রকল্প-এল.আর.পি-৩৮ এর আয়োজনে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় বিকাল ৩টায় মুক্তির প্রশিক্ষণ কক্ষে নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্য নার্গিস রহমান। বিগত

হরতালের দ্বিতীয় দিনে সহিংসতায় নিহত ৫

হাওয়া ডেস্ক : সিরাজগঞ্জ,সাতক্ষীরা ও জয়পুরহাটে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫জন নিহত হয়েছে . এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২জন, সাতক্ষীরার কলারোয়া ২জন এবং জয়পুর হাটে ১জন নিহত হয়। এ সময় অন্তত ২০ জন গুলিবিদ্ধসহ শতাধিক ব্যক্তি আহত হয়। সাতক্ষীরার কলারোয়া ওফাপুর স্কুল মোড়ে এ সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ, বিজিবি, জামায়াত- শিবির কর্মীদের মধ্যে সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে নিহত

ব্লগার ইমরানের ঔদ্ধত্যে স্তম্ভিত দেশবাসী

প্রধানমন্ত্রীর উচিৎ পদত্যাগ করে

ইমরানের হাতে ক্ষমতা হস্তান্তর করা

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

গতকাল মিডিয়ায় প্রদত্ত ড. ইমরান এইচ সরকারের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে স্তম্ভিত দেশবাসী। ‘সরকারের চেয়ে শাহবাগের শক্তি বেশি’ এ ধরনের বক্তব্যের পর প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে ইমরানের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিৎ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিশে

রবিবার, মার্চ ০৩, ২০১৩

চাঁদে দেখা গেল মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে!

ষ্টাফ রিপোটার : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সীরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেখা গিয়েছে চাঁদে। শুক্রবার দিবাগত রাতে চাঁদের মাঝে কুষ্টিয়া জেলাসহ দেশের বিভিন্ন স্থানের হাজারো মানুষ প্রত্যক্ষ করেছে এ দৃশ্য। এমনটাই জানালেন কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ। জামায়াতের নায়েবে আমীর যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ডাদেশ রায় প্রাপ্ত আলোচিত এই ব্যক্তিকে নিয়ে সারাদেশসহ আর্ন্তজাতিক পর্যায়েও যখন আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ঠিক সেই মুহুর্তে সাঈদীকে চাঁদে দেখার দৃশ্য মানুষকে হতবাক ও আশ্চার্যানীত করেছে। সর্বমহলে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। রাতেই জেলার বিভিন্ন স্থান থেকে চাঁদে সাঈদীর ছবি দেখে মোবাইল

আলাল আহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া শহর যুবদল

গতকাল ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের অতর্কিত হামলা ও গুলিবর্ষনে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের সভাপতি মেয়াজ্জেম হোসেন আলাল আহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া শহর যুবদল। কুষ্টিয়া শহর যুবদলের সিনিয়র নহ-সভাপতি প্রকৌশলী আশরাফ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল

কুষ্টিয়া ও কুমারখালীতে ১৪৪ ধারা জারী : জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

আব্দুম মুনিব : গতকাল দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত কুষ্টিয়া শহর ও কুমারখালী উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, একই স্থানে একাধীক দলের সমাবেশ ডাকায় আইন শৃংখলার অবনতির আশংকায় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় সেই সাথে আদেশ কার্যকর করার জন্য সংশ্লি¬ষ্টদের নির্দেশ দেয়া হয়। দুপুর ১ টা থেকে মাইকিং করে এ আদেশ জারী করা হয়। জানাগেছে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে গতকাল

ইবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ : সাক্ষাৎকার শুরু ১০মার্চ

রাশেদুন নবী রাশেদ ,ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার (এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ) সকল ইউনিটের ফলাফল সাময়িক ভাবে প্রকাশ করা হয়েছে। ভর্তির ফলাফল সংশ্লিষ্ট অনুষদের নোটিশ বোর্ড ও হল সমুহে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। মেধা তালিকা থেকে ভর্তিও সাক্ষাৎকার শুরু হবে ১০ মার্চ হতে ১৯ মার্চ পর্যন্ত। বিশেষ কোটায় ১০ মার্চ হতে ১৪ মার্চ পর্যন্ত

দৈনিক সত্য খবরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার রাতে দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত দৈনিক সত্য খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-০২ তারিখঃ ০২/০৩/২০১৩। এজাহারে ৮ জনকে এজাহার নামীয় সহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করা হয়েছে। গতকাল কুষ্টিয়া মডেল থানায় মামলাটি নথিভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে দৈনিক সত্য খবর পরিবার সহ কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। মামলার এজাহারভুক্ত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া এই হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ কুষ্টিয়া প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ।

শনিবার, মার্চ ০২, ২০১৩

কুষ্টিয়া ও কুমারখালীতে ২য় দিনের মত ১৪৪ ধারা জারি

আব্দুম মুনিব : কুষ্টিয়া শহর ও কুমারখালী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, একই স্থানে একাধীক দলের সমাবেশ ডাকায় আইন শৃংখলার অবনতির আশংকায় আজ দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় সেই সাথে আদেশ কার্যকর করার জন্য সংশ্লি¬ষ্টদের নির্দেশ দেয়া হয়। দুপুর ১ টা থেকে মাইকিং করে এ আদেশ জারী করা হয়। জানাগেছে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে গতকাল বিকেল তিনটায় বিক্ষোভ মিছিলের

আজ কুষ্টিয়ায় বিএনপির গণমিছিল

দেশব্যাপী গণহত্যা, সরকারী মদদে নৈরাজ্য সৃষ্টি ও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার জেলা বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। আজ বিকাল ৩ টায় শিল্পকলা একাডেমী থেকে মিছিলটি শহর প্রদক্ষিন করবে বলে জেলা বিএনপি সূত্রে জানা গেছে। গণ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা কর্মীকে সঠিক সময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী অঅহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়া জেলাব্যাপী ১৪৪ ধারা জারি : বিজিবির টহল

আব্দুম মুনিব : কুষ্টিয়া জেলার ৬টি থানা ও ৫টি পৌরসভায় গতকাল শুক্রবার দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৪৪ ধারা করে জেলা প্রশাসন। জামায়াত শিবিরের কর্মসূচিসহ যেকোন নৈরাজ্যকর পরিস্থিতি এড়াতে ১৪৪ দারা জারি করা হয়। দুপুর ২ টা থেকে পুলিশ ও র‌্যাবের টহলের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর ৬টি উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। ১৪৪ ধারা চলাকালীন সময় একসাথে ৪

দৈনিক সত্য খবর পত্রিকার প্রথম বর্ষ পূর্তি অনুষ্ঠানে পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ


কুষ্টিয়াকে এগিয়ে নেয়ার একমাত্র

সুতিকাগার কুষ্টিয়ার মিডিয়া সমাজ

কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি অন্যতম দৈনিক পত্রিকা “সত্য খবর”. হাটি হাটি পা পা করে পত্রিকাটি পার করলো একটি বছর। গতকাল শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল মাঠে পত্রিকাটির ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠানে দৈনিক সত্য খবর পত্রিকা সম্পাদক মন্ডলীর সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে, সম্পাদক হাসিবুর রহমান রিজু ও ঢাকা ব্যুরো চিপ তাজবীর সজিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, দি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সভাপতি হাজী আবুল কাশেম, হাট্শ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মোস্তাক হোসেন মাসুদ,

শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শনে আসছেন প্রণব মুখার্জি

ষ্টাফ রিপোর্টার : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী সোমবার কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শনে আসবেন। কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, প্রণব মুখার্জির আগমনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলার আলাউদ্দিননগর শিক্ষা প্রতিষ্ঠানে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। তিনি জানান, কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য জিনিসপত্র পরিদর্শনের পাশাপাশি কুঠি চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করবেন প্রণব মুখার্জি। এরপর গীতাঞ্জলি রেস্ট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তিনি।

আজ ইবি ছুটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১ মার্চ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ছুটির দিনে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভাইস চ্যান্সেলরের উপর অর্পিত ক্ষমতা বলে, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার আজ ২ মার্চ শনিবার (১দিন) বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন। এ কারণে আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

আড়িয়ার লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত


খলিসাকুন্ডি প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপির লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহঃবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০১৩ ইং অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরনী করা হয়. অবঃ সেনাকর্মকর্তা গোলাম রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আড়িয়া ইউপি সদস্য ও লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খাজা মইনদ্দিন তিনি বলেন নিয়মিত খেলা ধুলায় শরীর মন দুটোই ভালো থাকে। নিয়মিত খেলাধুল ধুলাই লেখাপড়ার কোন ক্ষতি হয় না। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অপরিহায্য তিনি আরও বলেন কমল মতি ছাত্র-ছাত্রীরা নিয়মিত পড়াশুনা করছে কি না সেদিকে অভিভাবকদের নজর রাখাও আহবান জানান। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের

আজ খোকসার ডা: বিমল রায়ে’র ১০ম মৃত্যু বার্ষিকী


খোকসা সংবাদদাতা : আজ শনিবার ০২ মার্চ খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের একান্ত সহচর ও মাসিক কলমতরী’র সহযোগী সম্পাদক রাজেশ রায়ের পিতা ডা: বিমল কুমার রায়ের ১০ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৩ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার কালিবাড়িস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার পরিবার সবার কাছে আর্শীবাদ প্রার্থী তিনি যেন স্বর্গের বাসিন্দ হতে পারেন। তিনি আমৃত্যু চিকিৎসাসেবার সাথে জড়িত ছিলেন।

উজানগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের সদর থানা শাখার সভাপতি জাহিদুল ইসলাম বিপ¬ব ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের স্বাক্ষরিত ২৭ ফেব্র“য়ারী বুধবার এক সংবাদ বিজ্ঞপিতে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে আহবায়ক পদে রয়েছেন আব্দুল মজিদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, হুমায়ুন কবীর কাল্টু, শরিফুল ইসলাম, আবু জাফর, আয়ুবুর রহমান, কেরামত আলী, বিপ¬ব হোসেন, আমিরুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, আব্দুল

কুষ্টিয়ার নিউ জুনিয়র ক্লাব ৭ উইকেটে জয়ী

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩ চলছে। গতকাল কুষ্টিয়া নিউ জুনিয়র ক্লাব ৭ উইকেটে কৃষ্ণচুড়া ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কৃষ্ণচুড়া ক্লাব। ৪৫ ওভারের খেলায় ২০.২ ওভারে সবকটি উইকেট

কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন

কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১০ হতে ১২ ফেব্র“য়ারি ছিল মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান, ১৪ ফেব্র“য়ারি ছিল মনোনয়ন পত্র বাছাই, ১৬ হতে ১৮ ফেব্র“য়ারি ছিল মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সংখ্যক পদের অনুকুলে সমান সংখ্যক মনোনয়ন পত্র পাওয়ায় সকল বৈধ্য প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেছেন

মেহেরপুরে তমথমে অবস্থা : দোকান ভাংচুর

জেলা জামায়াতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ও ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুর

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত শিবিরের নেতা কর্মি দ্বারা অর্ধশতাধিক দোকান ভাঙচুর এবং আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা জেলা জামায়াতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ও ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুরের পর এখন মেহেরপৃুর শহরের তমথমে অবস্থা বিরাজ করছে। ভাংচুরের ঘটনায় শহরের র‌্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে পুলিশ পৌর জামায়াতের আমির মাহবুবুল আলম ও জামায়াত কর্মি আব্দুস সবুর কে শুক্রবার গভীর রাতে আটক করেছে . মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান,যে কোন মূল্যে জামায়াত শিবিরের নাশকতা প্রতিহত করা হবে।

মিরপুরে প্রতিমা ভাংচুর

কুদরতে খোদা সবুজ : কুষ্টিয়ার মিরপুরে দূবৃর্ত্তরা কালি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে। শুক্রবার বিকেলে স্থানীয় সনাতন ধর্মালম্বীরা সাপ্তাহিক হরিবাস করতে পৌর মহাশশ্মান কলি মন্দিরে উপস্থিত হয়ে প্রতিমা ভাংচুর দেখতে পায়। এ ব্যাপারে পৌর মহাশশ্মান কলি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শক্তিদানন্দ দেবনাথ জানান, আগামী ১১মার্চ বাৎসরিক কালিপূর্জা উপলক্ষে এ প্রতিমা নির্মানের কাজ চলছিল। প্রতিমা রং করার

ইবির ডি ইউনিটের ফল প্রকাশ

হাওয়া ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ডি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় এ ফল প্রকাশ করা হয় বলে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী অফিস সূত্রে জানা যায়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নোটিশ বোর্ড থেকে তাদের ফলাফল জানতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকেও ভর্তিচ্ছুরা তাদের ফলাফল জানতে পারবে।

শুক্রবার, মার্চ ০১, ২০১৩

কুষ্টিয়ায় হরতাল পালিত : আটক ১২

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় কোন ধরনের নাশকতা ছাড়াই জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয়েছে। হরতালে সাড়াদিনই ছিলো শহর ফাকা খোলেনি কোন দোকানপাট জেলা থেকে যায়নি দূরপাল্লার যানবাহন বাইরে থেকেও আসেনি কোন যানবাহন। কিছু সরকারী অফিস খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিলো কম। বিকালের পর থেকে শহরে দুই একটি দোকানপাট খোলে। হরকালে জামাত শিবিরের কোন পিকেটিং না দেখা গেলেও আইনশৃঙ্গখলা বাহিনীর লোকরা ছিলো ব্যাপক তৎপর। তবে দুপুরে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদির মৃত্যুদন্ড ঘোষনার পর বটতৈল ও বৃত্তিপাড়ায় জামাত শিবিরের কর্মীরা মিছিল বের করতে গেলে বৃত্তিপাড়ায় পুলিশের সামনে আওয়ামীলীগ ও যুবলীগের কর্মীরা প্রকাশ্য অস্ত্র নিয়ে জামাত শিবির কর্মীদের ধাওয়া করে ২/৩

কুমারখালীতে কালবীকে পিটালো আওয়ামী ও জাসদ ক্যাডারা

স্টাফ রিপোর্টার : আমারদেশ পাঠকমেলার কুমারখালী শাখার সভাপতি ও স্থানীয় দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার এবিএম রফিকুল্লাহ কালবীকে পুলিশের উপস্থিতিতে বেধড়ক পিটিয়েছে আওয়ামী ও জাসদ (ইনু) ক্যাডারা। হাতকড়া পড়িয়ে পুলিশি পাহারায় চিকিৎসা চলছে। মামলার প্রস্তুতি নিয়েছে আওয়ামী ও জাসদ সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১০টার সময় এবিএম রফিকুল্লাহ কালবী স্থানীয় গুড়ের বাজার সংলগ্ন কাচা বাজার করছিল। এ সময় এমপির দেবর শহর আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান নিপন ও কুমারখালী জাসদ এর সভাপতি এটিএম আবুল মুনসুর মজনুর নেতৃত্বে প্রায় ৫০/৬০

খোকসায় সাটল ট্রেন লাইনচ্যুত দৌলৎদিয়া পোড়াদহ রুটে ট্রেন চলাচল ব্যাহত

খোকসা প্রতিনিধি : দৌলৎদিয়া পোড়াদহ রুটে খোকসা ষ্টেশনে কয়েক মিটার দুরে সাটল ট্রেন লাইনচ্যূত।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দৌলৎদিয়া থেকে পোড়াদহ গামী সাটল ট্রেন খোকসা ষ্টেশনের অদুরে তিনটি বগী লাইনচ্যূত হয়। এ সময় ১৫ যাত্রী আহত হয়েছে। সকাল থেকে এ রুটে ট্রেন

খোকসায় জামায়াত ও বিএনপি’র ২ নেতা আটক

খোকসা প্রতিনিধি : বুধবার রাতে খোকসা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগের ভিত্তিতে জামায়াত ও বিএনপির ২ জন নেতাকে আটক করেছে।  পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে খোকসা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও জামায়াত নেতা আব্দুর রাজ্জাককে আটক করে। একই রাতে উপজেলা বেতবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: শরিফুল ইসলামকে আটক করে।

খোকসার মাদক সম্রাট ইদে ৪৪ বোতল ফেন্সিডিলসহ আটক

মনিরুল ইসলাম মনি, খোকসা : বৃহস্পতিবার সকালে খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ খোকসার মাদক স¤্রাট খ্যাত ইদ্রিস আলী ওরফে ইদে’কে আটক করেছে। পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১০ টার দিকে খোকসা থানা অফিসার ইনচার্জ (ওসি)’র বিশেষ ইনফরমেশনে এএসআই বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মোড়াগাছার হ্যালিপ্যাড এলাকা থেকে একটি নাম্বারবিহীন

শহীদ আসাদুজ্জামান বাবু’র ৯ম মৃত্যু বার্ষিকী

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু’র বড়ভাই এবং সমাজ সেবক মোঃ নুরুল হাসানের জ্যৈষ্ঠপুত্র উদীয়মান রাজনীতিবীদ সমাজ সেবক সাংস্কৃতিক কর্মী ও কাজী আরেফ পরিষদের অন্যতম উদ্যোক্তা আসাদুজ্জামান বাবু’র ৯ম মৃত্যু বার্ষিকী। আজকের এই দিনে ২০০৪ সালের ২৯শে ফেব্র“য়ারী কতিপয় সমাজ বিরোধী দ্বারা নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। শহীদ আসাদুজ্জামান বাবু’র ৯ম মৃত্যু বার্ষিকী

ঝিনাইদহে পুলিশের লাঠিচার্জে ৪ শিবিরকর্মী আহত : আটক ১

ঝিনাইদহ সংবাদদাতা : জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে দেশব্যাপী দলটির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল ঝিনাইদহে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পালিত হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শহরের প্রিয়া সিনেমা হলের সামনে থেকে শিবিরকর্মীরা মিছিল বের করে। মিছিলটি স্থানীয় উজির আলী

কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজারে আওয়ামীলীগ ও জামায়াতের সংঘর্ষ

ষ্টাফ রিপোর্টার : জামাতি ইসলামের নায়েব দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসীর রায় ঘোষনা হওয়ার পরক্ষনে বিত্তিপাড়া বাজারে আওয়ামী ছাত্রলীগ ও জামায়াত শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশকয়েকটি দোকান পাট ভাংচুর সহ ২ শিবির কর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চন্টু মিয়া(৪০)নামে এক জামায়াত কর্মীকে আটক করে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ২টার সময় কুষ্টিয়া ইবি থানার বিত্তিপাড়া বাজারে। জানাযায়, জামাতি ইসলামের নায়েব দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসীর

ভেড়ামারার বাহিরচর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিককে গণসংবর্ধনা

কুষ্টিয়ার কৃতি সন্তান, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহিরচর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক সরকারী উদ্যোগে বিদেশ সফর অন্তে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন বাসীর পক্ষ হতে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি সদস্য আঃ মজিদ মেম্বর’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান

ভেড়ামারা উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

ষ্টাফ রিপোর্টার :  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলামসহ ৩ জনের উপর অর্তকিত বোমা হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ পর্ষন্ত ভেড়ামারা উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রেস ক্লাবের সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও স্কুল কলেজসহ সর্বস্তরের জনগন কলম বিরতি পালন করেন। ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলামসহ ৩ জনের উপর অর্তকিত বোমা হামলাকারীদের অবিলম্বে

ঝিনাইদহে জামায়াত-শিবিরের সাথে র‌্যাব পুলিশের সংঘর্ষে ওসি, ইউএনওসহ আহত ৫০

ঝিনাইদহ সংবাদদাতা : সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুরে জামায়াত-শিবিরের সাথে র‌্যাব-পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কোটচাঁদপুর থানার ওসি মনিরুদ্দিন মোল্লা ও মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ সহ ৫০ জন আহত হয়েছে। আহতদের কোটচাঁদপুর, মহেশপুর ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কোটচাঁদপুর শহরের আলামপুর এলাকা

কুষ্টিয়ায় গড়াই স্পোটিং ক্লাব ৪ উইকেটে জয়ী

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩ চলছে। গতকাল কুষ্টিয়া গড়াই স্পোটিং ক্লাব ৪ উইকেটে জিমন্যাসষ্টিক ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিমন্যাসষ্টিক ক্লাব। ৪৫ ওভারের খেলায় ৪০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে গড়াই স্পোটিং ক্লাব ৩৭.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ