শনিবার, মার্চ ০২, ২০১৩

কুষ্টিয়া জেলাব্যাপী ১৪৪ ধারা জারি : বিজিবির টহল

আব্দুম মুনিব : কুষ্টিয়া জেলার ৬টি থানা ও ৫টি পৌরসভায় গতকাল শুক্রবার দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৪৪ ধারা করে জেলা প্রশাসন। জামায়াত শিবিরের কর্মসূচিসহ যেকোন নৈরাজ্যকর পরিস্থিতি এড়াতে ১৪৪ দারা জারি করা হয়। দুপুর ২ টা থেকে পুলিশ ও র‌্যাবের টহলের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর ৬টি উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। ১৪৪ ধারা চলাকালীন সময় একসাথে ৪ জনকে কোথাও না যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।  এদিকে জেলা ব্যাপী ১৪৪ ধারা থাকায় থমথমে অবস্থা বিরাজ করে সর্বত্র। অন্যান্য দিন থেকে শহর ছিলো অনেকটা ফাঁকা। জুম্মার নামাজে মসজিদ গুলোতে মুসল্লিদের উপস্থিত ছিলো কম। এদিকে ১৪৪ ধারায় প্রশাসনের পক্ষ থেকে শহরে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল জানান, সন্ধ্যা পর্যন্ত জেলার কোথাও কোন মিছিল সমাবেশ অথবা কোর অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্গখলা বাহিনী তৎপর রয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন