বুধবার, মার্চ ২৬, ২০১৪

সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর অর্থ জালিয়াতির অভিযোগ

আশরাফুল ইসলাম ॥ কুষ্টিয়ায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে। বীমা করার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বছরের পর বছর লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া অভিযোগও উঠেছে। কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলায় শাখা খুলে অসাধু কিছু কর্মকর্তা কর্মচারীদের দিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ উঠিয়ে জমা না দিয়ে ব্যাপক লুটপাটের শামিল হয়। কিন্তু ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কর্মকর্তা কর্মচারীরা মাঠে ময়দানের সাধারণ মানুষের মাঝে বীমা খোলার নাম করে বিভিন্ন নীতিবাক্য শোনান। কিন্তু বাস্তবে কিছু অসাধু কর্মকর্তার কারণে উপজেলা পর্যায়ের কর্মচারীরা সুযোগ বুঝে কোপ মারারও অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামের খামেদ আলী মন্ডলেল ছেলে রবিউল ইসলাম (৩৫) দুবাই প্রবাসী। বিদেশে যাওয়ার আগে ২০/০৪/২০০৮ সালে ১০ বছরের জন্য বাৎসরিক ১২,০৯০ টাকা কিস্তিতে একটি বীমা একাউন্ট খোলে, তার হিসাব নং- ৩৭০০০০০০০১-০। এ বিষয়ে রবিউল ইসলাম জানান, আমি এ পর্যন্ত ৬ বছর যাবৎ বিদেশ থেকে আমার পরিবারের মাধ্যমে নিয়মিত বাৎসরিক প্রিমিয়াম ১২০৯০ টাকা দিয়ে আসছি। প্রথম প্রিমিয়ামের টাকার রশিদ আমার বাড়িতে দিয়ে আসে। কিন্তু পরবর্তিতে আমার প্রিমিয়ামের কিস্তির টাকার রশিদ আর দেয়নি। এ বিষয়ে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ভেড়ামারা অফিসের নুরুজ্জামান প্রতিবছরই আমাকে ফোন করতো। এসময় তাকে রশিদের কথা জিজ্ঞাসা করলে বলেন, বিদেশী লোকের রশিদ গোপন রাখা হয়, নইলে সমস্যা আছে। আর সমস্য কিসের আমার কাছে থাকলে আপনার রশিদ স্ব-যতেœ থাকবে। আপনি এসে আমার কাছ থেকে রশিদ নিয়ে নেবেন। কিন্তু আমি গত জানুয়ারী মাসে দেশে ফিরে তার কাছে রশিদ চাইলে তিনি দিতে অপারগতা জানান। বিভিন্ন ভাবে ঘুরাতে থাকে আমাকে। ফোন দিলে ফোন ধরেনা। কুষ্টিয়া জেলা অফিসের দোহায় দিয়ে বিভিন্ন অযুহাত দেখাতে থাকে। এক পর্যায়ে আমি কুষ্টিয়া অফিসে এসে ম্যানেজার এভিপি ও ইনচার্জ আব্দুস সুকুর মানিককে জানালে তিনি বলেন বিষয়টি দেখছি। এই বলে আমাকে দুইমাস ঘোরাতে থাকে। এক পর্যায়ে আমি সাংবাদিকদের সহায়তায় তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। কিন্তু ভেড়ামারা অফিসের নুরুজ্জামান আমাকে প্রতিমাসে ফোন করে টাকা চাইতো এবং রশিদ নিয়ে কোন সমস্যা হবে না এ ধরনের কল রেকর্ডও আমার কাছে আছে।

দবিরমোল্লা গেটে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত ॥ আহত ৬

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার শহরতলীর দবির মোল্লা গেটে ট্রাক ও অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আউয়াল (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে একটি অটো বাইক যাত্রী নিয়ে কুষ্টিয়া শহরের দিকে আসছিলো। এসময় কুষ্টিয়া শহরতলীর দবির মোল্লার গেটে পৌঁছলে দ্রুত গতি আসা একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই অটো বাইকের চালক আব্দুল আউয়াল নিহত হয়। এতে আহত হয় ওই অটোবাইকে থাকা আরো ৪ যাত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত আব্দুল আউয়াল কুমারখালী উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত জাবেদ মিস্ত্রির ছেলে। কুমারখালী উপজেলার তেবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী

মিরপুরে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজন আটক

কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের অভিযানে ২টি ৭.৬৫ পিস্তল, ২টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের মালেক আলীর ছেলে অস্ত্র ব্যবসায়ী রিপন ( ২৫) ও একই এলাকার আয়ুব আলীর ছেলে আশরাফ আলী (২৪)। কুষ্টিয়া র‌্যাব-১২ এর স্কোয়াডন লিডার কৌশিক আহমেদ

কুষ্টিয়ায় রক্তস্বল্পতা এবং অপুষ্টি রোধে করনীয় স্বাস্থ শিক্ষা প্রচার অভিযান

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় রক্তস্বল্পতা এবং অপুষ্টি রোধে করনীয় স্বাস্থ শিক্ষা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বাস্থ কর্মকর্তার রুমে ও মজমপুর ইউনিয়নের মোল¬াতেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রচার অভিযানের অংশ হিসেবে সেমিনার অনুষ্ঠিত হয়। স্বাস্থ শিক্ষা ব্যুরো, স্বাস্থ অধিদপ্তর স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনের সেমিনারে সভাপতিত্ব করেন সদর উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরোজ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান। সার্বিক সহযোগীতায় ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ শিক্ষা অফিসার পারভেজ আকতার হোসেন, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ শিক্ষা অফিসার শামছুল আলম। সেমিনারে বলা হয় রক্তস্বল্পতা এবং অপুষ্টি রোধে সুষম খাদ্য বেশি বেশি খেতে হবে। সেই সাথে সকল

কুষ্টিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন সভা

ষ্টাফ রিপোটার ঃ কুষ্টিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ্জোহরা, সাংবাদিক আবদুর রশীদ রশীদ চৌধুরী। সভায় জানানো হয়, আগামী ৫এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬-১১মাস বয়সী শিশুকে নীল রংয়ের ভিটামিন এ প্লাস এবং ১২-৫৯মাস বয়সী পর্যন্ত বছরে দু’বার ১টি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস ও জাতীয় পুষ্টি

কুষ্টিয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদক কৃর্তক মিথ্যা মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অ্যাড সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম অন্যতম নেতা অ্যাড. শামিম উল হাসান অপু, অ্যাড গিয়াস উদ্দিন আহমেদ, অ্যাড আব্দুল মজিদ, অ্যাড কুতুবুল আলম নতুন, অ্যাড, খাদেমূল ইসলাম,

কুমারখালীর ডাঁসা গণ কবরে মুক্তিযোদ্ধা স্বরণে শ্রদ্ধাঞ্জলী

শরীফুল ইসলাম, কুমারখালী : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় কুমারখালী উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। দিবসের অংশ বিশেষ হিসাবে ২৫ শে মার্চ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ডাঁসা গণকবরে শায়িত বাঙালীর শ্রেষ্ঠ ৫ সন্তান ইকবাল, লুৎফর, গোপাল, আনছার ও কুদ্দুস বীর সেনানী স্বরণে শ্রদ্ধাঞ্জলী, সশস্ত্র সালাম, গার্ড অফ অর্নার প্রদান, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ২৫ শে মার্চ বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান শহীদদের স্বরণে পুষ্পাঞ্জলী শ্রদ্ধা জানান। স্থানীয় চৌরঙ্গী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর পলাশ সঙ্গীয় পুলিশ সদস্য সশস্ত্র সালাম ও গার্ড অফ অর্নারের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান। এ সময় কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুণ, কুমারখালী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার

ইবিতে ‘ডি’ ইউনিটে ভর্তির অপেক্ষমান তালিকা হতে সাক্ষাৎকার ২৯ মার্চ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে বি,এসসি (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য গত ২১ জনুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৩ জানুয়ারি প্রকাশিত অপেক্ষামান মেধা তালিকা থেকে ১৮ ফেব্র“য়ারি সাক্ষাৎকারে উপস্থিত ছাত্র/ছাত্রীদের মধ্য হতে মেধাক্রম অনুযায়ী শুন্য আসন পূরণ করার পর উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে অপেক্ষমান তালিকায় রাখা হয় (১৮/০২/২০১৪ তারিখে স্বাক্ষরিত বিজ্ঞপ্তি)। উক্ত অপেক্ষমান তালিকা হতে গত ২৫ ফেব্র“য়ারি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে যারা ভর্তির সুযোগ পায়নি তাদেরকে আগামি ২৯ মার্চ সকাল ১০টায় “ডি” ইউনিট সমন্বয়কারীর অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে বলা হয়েছে। আসন শুন্য থাকা সাপেক্ষে উক্ত অপেক্ষমান

গাংনী’র যুবদল নেতা নিখোঁজ

গাংনী সংবাদদাতা ॥ মেহেরপুর জেলার গাংনী উপজেলা যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক শাহিন মোল্লা (৩৫) দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শাহিন মোল্লা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের শুকুরকান্দি গ্রামের ইবাদত মোল্লার ছেলে। তার পরিবার সুত্রে জানা যায়, গত রবিবার রাতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে মেহেরপুর ডিবি পুলিশ জানায় তারা শাহিন নামের কাউকে আটক করেনি। গত দুদিনেও শাহিনের কোন খোঁজ না পাওয়ায় তার পরিবারে আতংক বিরাজ করছে। শাহিন মোল্লার পরিবার আরো জানান, আমরা ডিবি সহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তার কোন হদিস মেলেনি। মেহেরপুর জেলা গোয়েন্দা

কুষ্টিয়া হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি’র বিবিএ ও সিএসই ২য় ব্যাচের বিদায়া অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার ॥ হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি কুষ্টিয়া ক্যাম্পাসের আয়োজনে বিবিএ এবং সিএসই ২য় ব্যাচের বিদায়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কে-হ্যাবিট ও কিসট’র অধ্যক্ষ প্রফেসর মুহ: শামসুজ্জোহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন কে-হ্যাবিট’র উপদেষ্টা প্রফেসর শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন- কে-হ্যাবিট’র উপদেষ্টা ও জেলা জাসদ’র সভাপতি গোলাম মহসিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইন্সটিটিউটের প্রভাষক মনোয়ার হোসেন ও মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনে আরও বিকশিত আলোয় জাতিকে আলোকিত করে তোলার আশাবাদ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুষ্টিয়া রাইফেল ক্লাবের শ্যূাটিং প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুষ্টিয়া রাইফেল ক্লাবের উদ্যোগে শ্যূাটিং প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে রাইফেল ক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্যূাটিং প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ প্রতিযোগিতা উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক রাইফেল ক্লাবের সভাপতি সৈয়দ বেলাল হোসেন। এসময় উলে¬খযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, যুগ্ম সম্পাদক মনসুর চৌধুরী, রেজানুর রহমান খাঁন চৌধুরী মুকুল, কোষাধ্যক্ষ এস এম কাদেরী শাকিল, নির্বাহী সদস্য জহুরুল হক

প্রত্যাশা

মোহম্মদ মুজিব আলম

ব্যালটের পর ব্যালট সাজিয়ে যতবার
গড়ে তুলি প্রত্যাশার সুউচ্চ ইমারত
ততবারই তা বালুর ঢিবির মতো
হালকা বাতাসে ভেঙে পড়ে ঝুরঝুর।

শীতের সূর্যের কাছে উষ্ণতা চেয়েছি
কিন্তু ক্রমশঃ সে হেলে যাচ্ছে পশ্চিমে
অস্তগামী সূর্যের কাছে উষ্ণতা চেয়ে
কতকাল নিরুত্তাপ থাকবো আর?

হায়রে প্রত্যাশার কুহক ডেকে যায়
কেউ শোনেনা কান পেতে সে ডাক
অশ্বারোহী র্দুবৃত্তের দাপটে ময়দান
ধুলি উড়া সন্ধ্যায় কিছুই যায় না দেখা।

উঁচুতে ইতিহাস

লিটন আব্বাস


স্মরণ কেবলই মার্চের ৩০ দিন
পার করলেই পাটনির ৩৩৫ সুদিন
স্বাধীনতা কি হাতের মোওয়া ?

নয় ছোপছোপ রক্ত
কারিকুরি সম্ভ্রম
শিশুর ছড়ানো লাশ নয়!

অতিচালাক বাঙালি শুধু
আগুণ ঝরানো মাসে
ঋণের হিসাব কষে!

জাতির শ্রেষ্ঠ সন্তানেরা
যেন আর কখনো না কাঁদে

মানব-জমিনে মুক্তিযুদ্ধ-৭১'
গর্বিত।

বাঙময় হাসিমুখে পতপত পতাকায়
ওড়াও তোমার পরিচয়...
উঁচুতে ইতিহাস।
ঠাঁইয়ে দাঁড়িয়ে
সূর‌্যসন্তান মুক্তিযোদ্ধা...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার শিক্ষক সমিতির শোক সভা

আগামী বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় টিএসসিসিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর মরহুম ড. মুহাম্মদ সাইফুল ইসলাম-এর স্মরণে একটি শোক সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন। সভাপতিত্ব করবেন শিক্ষক সমিতির মাননীয় সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

১৫টি বাড়িঘর ভাংচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, আহত ৪০ বাজার দখল নিয়ে শৈলকুপায় পাঁচ গ্রামের মানুষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ॥ বাজার দখল নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় পাঁচ গ্রামের মানুষের মধ্যে ব্যাপক কাইজ্যা ও সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ টি বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। রয়েড়া বাজারে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হয়েছে। এলাকাবাসী জানান, গত রোববার বিকালে রয়েড়া বাজারে তামিনগর গ্রামের রিপন নামে এক নসিমন চালক রাস্তার উপরে নসিমন রেখে দাঁড়িয়ে ছিলেন। অপর এক নসিমন চালক রাস্তার উপর থেকে নছিমন সরাতে বললে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তামিনগর ও রয়েড়া গ্রামবাসীদের মধ্যে সোমবার ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। মঙ্গলবার সকাল থেকে রয়েড়া বাজার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তামিনগর, আড়–য়াকান্দি, গোবিন্দপুর, বিএলকে, বেষ্টপুর গ্রামের মানুষ রয়েড়া বাজারে জড়ো হন। এরপর ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রয়েড়া বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে গ্রামাঞ্চলের বাড়িঘর ভাংচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকার বারেক, খিরা, ছিরা, এরশাদ, লিয়াকত, সেকেন্দার,

শৈলকুপায় আওয়ামীলীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ সহ আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ অন্তত ২০ জন হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শৈলকুপার ত্রিবেনী বাজারে এ সংঘর্ষ হয়। আহতদের শৈলকুপা, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ আওয়ামীলীগ কর্মী ইসরাফিলের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী জানান, কয়েকদিন আগে ত্রিবেনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক হাবিবুর রহমানের কয়েকজন কর্মীর ওপর হামলা করে আওয়ামী লীগ সমর্থকরা। এ ঘটনার জের ধরে ত্রিবেণী বাজারে ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল খানের কর্মী-সমর্থকদের সাথে মঙ্গলবার বিকালে সংঘর্ষ হয় বিএনপি নেতা হাবিবুর রহমানের কর্মী-সমর্থকদের। সংঘর্ষের সময় উভয়পক্ষের মধ্যে

কবির মুরাদ আটকের প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির নিন্দা

জিয়া পরিষদ কেন্দ্রিয় সভাপতি ও মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি। সোমবার একটি মামলায় মাগুরা কোর্টে আত্মসমার্পন করতে গেলে তার জামিন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এক বার্তায় তারা জানায়,