শনিবার, নভেম্বর ২৯, ২০১৪

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

কুষ্টিয়ায় কোচিং সেন্টারের  নামে চলছে রমরমা ব্যবসা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহরের বিভিন্ন অলিতে গলিতে রমরমা ভাবে চলছে কোচিং সেন্টারের ব্যবসা। এসকল কোচিং সেন্টারের কারনে নষ্ট হচ্ছে মেধা ও শিক্ষার মান। নজর নেই প্রশাসনের মাথা ব্যাথা নেই শিক্ষা অফিসার সহ অভিভাবকদের। শহরের প্রাণ কেন্দ্র কাটাই খানা মোড় এবং শহরের বিভিন্ন যায়গায় গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো অল্প দিনে বড় লোক হওয়ার কোচিং ব্যবসা। শিক্ষার মান কমে যাওয়ার কারনে আজ ছাত্ররা ছুটে যাচ্ছে এই সব কোচিং এর দিকে। এ ধরনের সুযোগ লুটে নিচ্ছে কিছু সংখ্যক অসাধু কোচিং ব্যবসায়ীরা। শিক্ষা প্রতিষ্ঠানের বা কোচিং এর জন্য যে লাইসেন্স প্রয়োজন সেটা কেউ কেউ  জানে, কিন্তু মানে না। আবার কেউ  জানেই না যে কোচিং এর জন্য শিক্ষা অফিস থেকে লাইসেন্স নিতে হই। এসকল শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় শিক্ষকরা ছাত্রদের থেকে বয়স কম এবং শিক্ষাগত যোগ্যতাও কম। তেমনিভাবে কাটাইখান মোড় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা বি.এস.এস পড়ারত অবস্থায় এবং হাতে গোনা তিন চার জন শিক্ষক নিয়ে কুষ্টিয়া পলিটেনিক্যাল, ও বিশ্ববিদ্যালয় এর এ্যাডমিশন ব্যাচের ক্লাস নেয় শিক্ষক নিয়োগ পরিক্ষার ১০০% প্রশ্ন কমনের নিশ্চয়তা দিয়ে এভাবেই চলছে কোচিং এবং স্কুল ব্যবসা। এছাড়াও দুর্নীতির ভেজালে পরিনত বিশেষ করে  বজলুর মোড়ে ওরাকল স্কুল এন্ড কোচিং সেন্টার, কাটাইখানা মোড়ে এডুকেয়ার কোচিং সেন্টার, প্রাইম কোচিং এন্ড ল্যাবরেটরী স্কুল, স্যার ইকবাল রোডের এ্যাক্সিলেন্ট কোচিং ও স্ট্যাডি পয়েন্ট, আফু চেয়ারম্যান গলির সৃজন কোচিং, হাসপাতাল মোড়ের ইউনিমিণ কোচিং। এ সকল প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় বিসিএস ক্যাডার শিক্ষকদের ম্যানেজ করে তাদের নাম লিফলেটে লিখে তা ঢালাও ভাবে প্রচার শুরু করে। যাতে ছাত্র এবং অভিভাবকরা আকৃষ্ট হন। এটাই এ সকল কোচিং ব্যবসায়ের বড় পুজি। যতগুলো শিক্ষকের নাম লিফলেটে ভর্তির আগে দেওয়া থাকে ক্লাস শুরু হলে সেই সকল শিক্ষকের চেহারা দেখা যায় না।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চুরি করে ধান কাটতে গিয়ে আটক

স্টাফ রিপোর্টার : আদালতের নির্দেশ অমান্য করে গোপনে দান কাটতে গিয়ে স্থানীয় জনগণ ও পুলিশের হাতে ধরা পড়লেন কুষ্টিয়ার ইবি থানার উজান গ্রামের আজিজল খা। গত বৃহস্পতিবার ভোরে উজান গ্রামের মৃত বদর উদ্দিন খার পুত্র আজিজল খার নেতৃত্বে প্রায় ১০/১২ জন ব্যক্তি একই গ্রামের মৃত কোরবান মিয়ার পুত্র শহিদুল ইসলাম মিয়ার পৈতৃক সম্পত্তিতে চুরি করে ধান কাটতে থাকলে স্থানীয় জনগণ টের পেয়ে পুলিশকে খবর দিলে ইবি থানার এসআই এমদাদসহ একদল পুলিশ এসে ধানসহ আটক করে। জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে উজান গ্রামের মৃত বদর উদ্দিন খার পুত্র আজিজল খার নেতৃত্বে প্রায় ১০/১২ জন ব্যক্তি একই গ্রামের মৃত কোরবান মিয়ার পুত্র শহিদুল ইসলাম মিয়ার পৈতৃক সম্পত্তিতে চুরি করে ধান কাটতে থাকলে স্থানীয় জনগণ টের পেয়ে পুলিশকে খবর দিলে ইবি থানার এসআই এমদাদসহ একদল পুলিশ এসে ধানসহ আটক করে। আজিজল খার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন মজিবর খার পুত্র ফারুক খা, উজ্জ্বল খা, দাউদ খার পুত্র রনি খা, বাপ্পী খা, মৃত মিলন চৌধুরীর পুত্র আফজাল চৌধুরী, মৃত আমির চৌধুরীর পুত্র ফিরোজ চৌধুরী, আফজাল চৌধুরীর পুত্র সম্রাট চৌধুরী, ফজলু চৌধুরীর পুত্র জাহাঙ্গীর চৌধুরী ও আলম চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায়, আজিজল খা জোরপূর্বক শহিদুল ইসলাম মিয়ার পৈতৃক সম্পত্তি দখল করতে গেলে পৈতৃক সম্পত্তি রক্ষার্থে অসহায় শহিদুল ইসলাম মিয়া বাদী হয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ১৬৯/২০১৪। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনারকলি মাহবুব এলাকার শান্তি-শৃঙ্খলা বজায়

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দিনব্যপি অনুষ্ঠান

গতকাল ২৭ নভেম্বর মানবাধিকার সংরক্ষণ পরিষদ ও মানবাধিকার নারীসমাজের যৌথ উদ্দ্যেগে এবং মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া, এবং আইন ও সালিশ কেন্দ্র, ঢাকা এর সহযোগিতায় বটতৈল ইউনিয়নের সেনের চাতালে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দিনব্যপি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের শুরুতেই জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খালেকুজ্জামান, সভাপতি, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, বটতৈল ইউনিয়ন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: আব্দুল মজিদ বাবলু, চেয়ারম্যান, বটতৈল ইউনিয়ন। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মমতাজ আরা বেগম, নির্বাাহী পরিচালক, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া, ডা: মিজানুর রহমান মিজান, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ বটতৈল ইউনিয়ন শাখা, মাহাবুবুল আলম, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার, আইন ও সালিশ কেন্দ্র, ঢাকা,সামছুজ্জামান, সভাপতি, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, কুষ্টিয়া, নার্গিস রহমান, সহ সভাপতি, মানবাধিকার নারীসমাজ, কুষ্টিয়া, নায়েব আলী,আতিয়ার রহমান,সহ সভাপতি, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, কুষ্টিয়া। আরো বক্তব্য রাখেন সাবিনা আক্তার টলি,সালেহা বেগম,

কুষ্টিয়ার ব্যাপারী রাইচ মিলের মালিককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশে জেলা চাল কল মালিক সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি : কুষ্টিয়ার কবুরহাটের স্বনামধন্য, ব্যাপারী রাইচ মিলের মালিক তোফাজ্জেলকে জড়িয়ে কুষ্টিয়ার কয়েকটি দৈনিকে যে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে যা ব্যবসায়ী তোফাজ্জেলের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের চরম হুমকি স্বরূপ এই কুরুচিপূর্ন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা চাল কল মালিক সমিতির সভাপতি বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু ও সাধারন সম্পাদক জামসেদ আলী। সভাপতি আব্দুল মাজেদ বাবলু এক বিবৃতিতে বলেন ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন কুষ্টিয়া জেলার চাল কল মালিকদের মধ্যে একজন অন্যতম সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী। কুষ্টিয়া খাজানগরে তোফাজ্জেল হোসেন ১৯৭৮ সাল থেকে আশেক এলাহীর জনতা রাইচ মিলের মাধ্যমে ব্যবসা শুরু করে। দীর্ঘ তিন যুগ ব্যবসা করা কালে কখনও তার এবং তার পরিবারের নামে এধরনের কোন অভিযোগ শোনা যায় নি। বর্তমানে একটি কুচক্রী মহল তার ব্যবসায়ীক ক্ষ্যতি ও সুনাম নষ্ট করার জন্য তাকে জামাতের অর্থ দাতা বলে আখ্যায়িত ও

পাংশায় ১২ বোতল ফেনসিডিল সহ ১ যুবক আটক

 রাজবাড়ী প্রতিনিধি : পাংশা থানা পুলিশ গত বৃহস্পতিবার বিকাল তিন টার দিকে রাজবাড়ি-কুষ্টিয়া মহা সড়কের মাছপাড়া ইউপির গোপালপুর নামক স্থান থেকে ১২ বোতল ফেনসিডিল সহ সবুজ আলী (২২ ) নামের এক যুবকে আটক করেছে । জানা যায় সবুজ কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জগৎশ্বর গ্রামের মোঃ ফেরদৌসের ছেলে । পাংশা থানার ওসি মোঃ আবুল বাশার জানান মাদক ব্যবসায়ী সবুজ বিক্রির উদ্দেশ্যে তার নিজ এলাকা থেকে ফেনসিডিল বহন করে আনার পথে মাছপাড়া ইউপির গোপলপুর মোড়ে

কালুখালী-ভাটিয়াপাড়া রেলসড়কের জামালপুরে জায়গা অবৈধ দখলমুক্ত আজও হয়নি

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের নলিয়া রেল ষ্টেশনের পাশের জমি অবৈধভাবে দখলে রেখেছে প্রভাবশালী ভুমিদস্যু চক্র। বিটিশ আমলের স্থাপিত রেলপথটি কয়েকযুগ ধরে বন্ধ ছিল। বন্ধ থাকার সুযোগে একশ্রেনীর ভুমিগ্রাসী চক্র রেলওয়ের সম্পত্তি নানা ভাবে কুক্ষিগত করে দখলে নেয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পর কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কটি পুনঃ চালুর উদ্দ্যোগ গ্রহন করে। শুরু রেলওয়ের অবৈধদখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারের কাজ। নামমাত্র কিছু সম্পত্তি উদ্ধার হলেও প্রভাবশালী ভুমিদস্যুদের অবৈধ দখলে থাকা সম্পত্তি আজও দখলমুক্ত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাংশায় জনসভার মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন ঘোষনা করে। ট্রেন চলাচল করার মানুষের যাতাযাত ব্যবস্থার আরেকধাপ এগিয়ে এসেছে। সরেজমিন জামালপুরের নলিয়া

প্রশাসনের নজর না থাকায় শিক্ষকদের সমন্বয়ে বালিয়াকান্দিতে অবৈধ ভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কোচিং সেন্টার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের হাট-বাজার, স্কুল-কলেজ এলাকার মোড়ে মোড়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে কোচিং সেন্টার। এসকল কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর নামে প্রতারনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর হুশিয়ারী সত্বেও গজিয়ে উঠা কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে না স্থানীয় প্রশাসন। এসকল কোচিং সেন্টার গুলোর পিছনে রয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। সচেতন অভিভাবকরা এসকল কোচিং সেন্টারের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানাগেছে, উপজেলার বালিয়াকান্দি, জামালপুর, ইসলামপুর, বহরপুর, নবাবপুর, নারুয়া, জঙ্গল ইউনিয়নের স্কুল-কলেজের সংলগ্ন স্থান ও বাড়ীতে বাড়ীতে শিক্ষক ও শিক্ষার্থীরা নানা নামে বেনামে কোচিং সেন্টারের সাইন বোর্ড ঝুলিয়ে দিয়েছে। এতে সহজেই শিক্ষার্থীরা বুঝে না বুঝে ভীড় জমাচ্ছে কোচিং সেন্টার গুলোর দিকে। প্রতিমাসে শিক্ষার্থীদের নিকট থেকে ১হাজার টাকা থেকে শুরু করে ৪টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অনেকে কোচিং সেন্টারের নামে আনন্দ ভ্রমন, পিকনিকের নামেও আদায় করছে অর্থ। অর্থ দিতে রাজী না হলে তাকে অন্যান্য শিক্ষার্থীদেরকে দিয়েও চাপ প্রয়োগ করা হয়। অনেক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস রুমে গিয়েও তার কাছে প্রাইভেট পড়তে বলে। নিয়মিত স্কুলে ক্লাস না হলেও গভীর

বালিয়াকান্দির জঙ্গলের অপহৃত ধনবান রাজো বালা এখনও জীবিত না মৃত!

রাজবাড়ী প্রতিনিধি :  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভয়নগর গ্রামের বৃদ্ধা রাজো বালা প্রামানিক (৮০) অপহরনের দীর্ঘদিনেও উদ্ধার হয়নি। অপহৃত রাজো বালা প্রামানিক জীবিত না মৃত ?  এনিয়ে এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা। এলাকাবাসী ও রাজো বালা প্রামানিকের নিকটত্বায়ীয় সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভয়নগর গ্রামের মৃত শ্রীদাম প্রামানিকের স্ত্রী নিঃসন্তান রাজো বালা প্রামানিক (৮০) গত ২০অক্টোবর পাশ্ববর্তী মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার দুরাননগর গ্রামের তার ভগ্নিপতি নারোদ বালার বাড়ীতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যা রাতে ৫/৬ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে বৃদ্ধা রাজো বালা প্রামানিককে অপহরন করে নিয়ে যায়। ঘটনার পরদিন রাজো বালার ভগ্নিপতি নারোদ বালা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। গত ৮ বছর আগে রাজো বালা প্রমানিকের স্বামী শ্রীদাম প্রামানিক মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর রাজো বালা প্রামানিকের স্বামীর ভিটাবাড়ীতে ৪-৫মাস বসবাস করার পর একই ইউনিয়নের বাঙ্গরদাহ গ্রামে বসবাসকারী রাজো বালা প্রমানিকের ভাই দীলিপ সরকার ও বিনোদ সরকার সম্পত্তি ও নারুয়া জনতা ব্যাংকে রাখা অর্থের লোভে খাওয়া পড়ার লোভ দেখিয়ে রাজো বালাকে তাদের বাড়ীতে নিয়ে যায়। তারপর থেকে শুরু হয় রাজো বালার নামের ১০-১২ পাখি জমি নিজেদে নামে লিখে নেওয়ার নিরব নির্যাতন। সম্প্রতি রাজো বালার নামের কিছু জমি জোরপূর্বক বিক্রি করিয়ে ২ ভাই হাতিয়ে নিয়েছে ৪ লক্ষাধিক টাকা।  এছাড়াও তিন বছর আগে কৌশলে বৃদ্ধা রাজো বালা প্রামানিককে ভারতে নিয়ে নদীয়া জেলার ধুবলিয়া থানার ভক্তনগর গ্রামে থাকা রাজো বালার নামীয় ৪৫ কাঠা জমি ১৩ লাখ রুপি বিক্রি করিয়ে আতœসাৎ করে ভাইয়েরা। এঘটনায় ভারতে তার এক ভাইয়ের মৃত্যুর মত ঘটনা ঘটে। রাজো বালা প্রামানিকের অপহরনের ঘটনার কয়েক মাস অতিবাহিত হলেও রাজো বালার কোন সন্ধান আজও মেলেনি। মাগুড়া জেলার শ্রীপুর থানার ওসি