শনিবার, এপ্রিল ১২, ২০১৪

ইবিতে আবারো ছাত্রদলের ধর্মঘট

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আটকৃত ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকিন রহমান মুক্তির দাবিতে আবারো আজ সর্বাত্মক ধর্মঘট পালন করবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আটক নেতাকর্মীর মুক্তির ব্যাপারে প্রশাসনের টালবাহানায় এপযর্ন্ত পাঁচ বার ধর্মঘট পালন করে আসছে। এবার নিয়ে ষষ্টদফা দর্মঘট পালন করবে দাবী মানা না হলে লাগাতার ধর্মঘট চলতে থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জানা যায়, গত ৮ এপ্রিল আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ১২ ও ১৩ এপ্রিল ধর্মঘট পালনের হুমকি দেয় তারা। আটক নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেধে দেয় তারা। এসময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আল্টিমেটাম শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আজ শনিবার তারা আবারো ধর্মঘটের ডাক দিল। ধর্মঘটের ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের স্বার্থে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমাদের দাবী মানতে হবে। অন্যথায় এ বিশ্ববিদ্যালয়কে অচল করে দেয়া হবে। কেননা ছাত্রদলের নেতাকর্মীরা জেলে থাকবে, ক্লাস পরীক্ষা দিতে পারবেনা, অথচ বিশ্ববিদ্যালয় চলবে এটা আমরা মেনে নিতে পারবোনা। রবিবারের মধ্যে দাবী আাদায় না হলে আমাদের ধর্মঘট চলতে থাকবে। আমরা

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ১ম ও ২য় বিভাগ ক্রিকেট লীগ সম্পন্ন

যত বেশী খেলাধুলার আয়োজন করা যাবে অপরাধ প্রবণতা তত কমবে

-------------------------মফিজ উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১২-২০১৩ সম্পন্ন হয়েছে। গতকাল স্টেডিয়াম মাঠে ১ম বিভাগ ফাইনাল খেলার মধ্যদিয়ে এ লীগের সমাপ্তি ঘটে। ২০১২-১৩ সালের ১ম বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুষ্টিয়া এ্যাথলেটিক ক্লাব এবং রানার আপ হয় কুষ্টিয়া কুঠিপাড়া গফুর সংসদ ক্লাব। ২য় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেখ কামাল ক্রীড়াচক্র এবং রানার আপ হয় হাউজিং দি,এ,টিম। গতকাল বিকেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ক্রিকেট উপ-পর্ষদের সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জহুরুল হক চৌধুরী রনজু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু।  প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ বলেন, যত বেশী খেলাধুলার আয়োজন করা যাবে অপরাধ প্রবণতা তত কমবে এবং যুব সমাজ তত সুন্দর মনের অধিকারী হবে। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত এই ভাবে খেলার আয়েজন করলে অবশ্যই ভাল খেলোয়াড় তৈরী হবে। তিনি বলেন, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা একটি

বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয় কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড

আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখন ক্লাস করছে খোলা আকাশের নিচে। জানা যায়, উপজেলার আমলা ইউনিয়নের এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি তার ফলাফল দিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হঠ্যাৎ করে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে বিদ্যালয়টি। তারপর থেকেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে। বিদ্যালয়ের

শৈলকুপায় আওয়ামীলীগের দু’গ্র“পের সংঘর্ষে পুলিশ সহ আহত ৩০ ॥ ২২ রাউণ্ড টিয়ারসেল নিক্ষেপ

ঝিনাইদহ প্রতিনিধি ॥ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগ সমর্থিত দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে ২ পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২২ রাউণ্ড শর্টগানের গুলি ছুঁড়ে। শুক্রবার সকাল ৮টার দিকে শৈলকুপা উপজেলার বাকাই-সিদ্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, আগামী ২০ এপ্রিল ৩নং দিগনগর ইউনিয়নের বাকাই-সিদ্দি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে ভোটার বাছাই নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য রেজাউল করিম দুলাল ও দিগনগর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান তপনের নেতৃত্বে গ্রামবাসী দুইটি ভাগে বিভক্ত। এলাকায় আধিপত্য বিস্তার ও পছন্দের ভোটার তালিকাভূক্ত করতে দুইভাগে বিভক্ত হয়ে বিরোধে জড়িয়ে পড়ে গ্রামবাসী। নির্বাচনে দুই পক্ষের দুটি প্যানেল ঘোষণার পর শুক্রবার সকালে রেজাউল করিম দুলালের সমর্থকরা প্রতিপক্ষ গ্র“পের মতিয়ারের বাড়িতে হামলা চালিয়ে তার ছেলে রাকিবুলকে মারধর করে। এর জের ধরে দু’গ্র“পের লোকজন ঢাল-সড়কি, রামদা, লাঠিসোটা, ইটপাটকেল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন

ভেড়ামারায় ৯ সদস্য বিশিষ্ট অহবায়ক কমিটি গঠন 

মনির উদ্দিন মনির ॥ বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখায় শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কুচিয়ামোড়া শিশু নিকেতন’র প্রধান শিক্ষক আখতারুজ্জামান মুক্তার কে আহবায়ক এবং ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুল’র সহকারী প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হয়। গতকাল সকালে শহরের আলহেরা একাডেমী’র অফিস কক্ষে এই কমিটি গঠিত হয়। সভায় ভেড়ামারা উপজেলার ৪৩ টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত থেকে সর্ব সম্মতিক্রমে এই সিন্ধান্ত গ্রহন করেন। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসানুজ্জামান খসরু’র নেতৃত্বে গঠিত