সোমবার, মার্চ ২৪, ২০১৪

প্রসাশনের অবহেলায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের বেহাল অবস্থা

রাশেদুন নবী রাশেদ, ইবি : বাংলাদেশের দক্ষিন পূর্ব জনপদের একমাত্র সরকারী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। যা কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙ্গা দুলালপুরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তর মসজিদ। এতে রয়েছে প্রায় ১০ হাজার মুসল্লীর একসাথে নামাজ আদায়ের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩৪ বছর পেরিয়ে গেলেও মুসলমানদের এ মসজিদটির ব্যবস্থাপনার কোন উন্নতি হয়নি। প্রশাসনের অবহেলায় বর্তমানে এ মসজিদটির অবস্থাপনায় চরম দূভোর্গে পড়ছে মুসল্লীরা। বাজে সাউন্ড সিস্টেম, অযুখানার বেহাল অবস্থা, মসজিদে লাগানো অধিকাংশ ফ্যান বিকল হয়ে পড়েছে। ফলে প্রচন্ড গরমে ভোগান্তির শিকার হচ্ছে মুসল্লীরা। এছাড়া পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেশের তৃতীয় বৃহত্তর এ মসজিদটির সৌন্দর্য। মসজিদের গায়ে ধরেছে মরিচা। পরিস্কার করা হয়না মসজিদের অযুখানা ও প্রসাবখানা। ফলে মসজিদের আশেপাশে সৃষ্টি হয়েছে ভুতড়ে পরিবেশের। খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একমাত্র সৌন্দর্যমন্ডিত কেন্দ্রীয় মসজিদটি প্রতিষ্ঠার ২২বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতায় এর পুর্নাঙ্গ রূপ লাভ করতে পারেনি। বরং আরো সৌন্দর্যর ঘাটতিই চোখে পড়েছে। সমাপ্ত করতে পারেনি এর নির্মান কাজ। যেটুকু নির্মাণ হয়েছে তাও আবার অবস্থাপনায় ভরে ওঠেছে। অথচ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ গুলো যদিও আমাদের এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটির থেকে অনেক ছোট, কিন্তু সেগুলোর পরিবেশের দিকে তাকালে চোক্ষু স্থির হয়ে যায়। অত্যন্ত দুঃখের বিষয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি কর্তৃপক্ষের অবহেলায় ২২বছর পরেও সেরকম পরিবেশ ফিরে আনতে পারেনি। ফলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে মসজিদ কেন্দ্রীক ক্যাম্পাস গড়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩৪ বছর পরেও মুসলমানদের ধর্মীয় উপসনালয় কেন্দ্রীয় মসজিদটি পূর্নাঙ্গরুপে নির্মিত না হওয়ায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বার বার এ মসজিদটির উন্নতির জন্য বাজেট ঘোষনা করা হলেও কর্তৃপক্ষের উদাসীনতায়

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী

সবুজ, কুষ্টিয়া : চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামলীগ সমর্থিত প্রার্থী ফিরোজ আল মামুন (হেলিকপ্টার) ৭৩ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম সরকার ওরফে মঙ্গল সরকার (দোয়াত-কলম) ৫৯ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন। রোববার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে উপজেলার ১২৬টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে বিএনপিসহ তিন প্রার্থীর ভোট বর্জন


কেন্দ্র দখল ব্যালট বাস্ক ছিনতাই নিয়ে সংর্ঘষ, পুলিশের গুলিবর্ষণ, ২ গুলিবিদ্ধসহ আহত ১০ : আ’লীগ প্রার্থীর পক্ষে ব্যাপক জাল ভোট

আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলিশের গুলিবর্ষণ, দুজন গুলিবিদ্ধ ও ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনার পর ভোট একটি কেন্দ্রে আধাঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে প্রশাসনের সহায়তায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। এছাড়া উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্র আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা দখলে নিয়ে ব্যাপক জাল ভোট প্রদান করে। এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজ আলম মামুনের হেলিকপ্টার প্রতীকের পক্ষে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ এনে বিএনপি, জাসদ ও জাতীয় পার্টির তিন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। বিএনপি সমর্থিত প্রার্থী শহিদ সরকার মঙ্গল (দোয়াত-কলম) দুপুর ২টায়, জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী শরিফুল কবির স্বপন (কাপ-পিরিচ) বেলা আড়াইটায়, জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থী আলী আকবর (টেলিফোন) বেলা সাড়ে ১১টায় এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল বিকাল সাড়ে ৩টায় ভোট বর্জনের ঘোষণা দেন। তারা আলাদা সংবাদ সম্মেলন করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে ভোট বর্জনের এ ঘোষণা দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলার বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলে নেয়ার চেষ্টাকালে আওয়ামী লীগ সর্মথিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আল মামুন ও বিএনপি সমর্থিত প্রার্থী শহিদ সরকার মঙ্গলের কর্মী-সর্মথকদের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এ সময় কেন্দ্রের ভেতর দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশও তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ২০-২৫ রাউন্ড গুলিবর্ষণ করে। ত্রিমুখী এ সংঘর্ষের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ এবং ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়। গুলিবিদ্ধরা হলেন স্থানীয় ছাত্রদল নেতা সোহেল সরদার (২৬) ও পুলিশের মোবাইল টিমের গাড়ি চালক সোহাগ (১৮)। গুলিবিদ্ধদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা সোহেল সরদারকে পুলিশ আটক করেছে। তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষের সময় বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় আধাঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরা গিয়ে পুনরায় চালু করেন। দৌলতপুর পাইলট হাইস্কুল কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজ আল মামুনের লোকজনের হামলায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শের আলী সবুজ, দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেল মোহাম্মদ গুরুতর আহত হয়েছেন। তারা বিএনপি নেতা দেল মোহাম্মদকে লাঠিসোটা দিয়ে এলোপতাড়ি পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। মানিকদিয়াড় কেন্দ্রে হাবু মন্ডল নামে এক বিএনপি কর্মীর হাত ভেঙে দিয়ে সরকারি দলের কর্মীরা। কয়েকটি

প্রফেসর ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর মৃত্যুতে মেহেদী রুমী সহ বিভিন্ন মহলের শোক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ও ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ মসজিদ মিশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারী ড:সাইফুল ইন্তেকাল করেছেন ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের শোক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এক শোক বার্তায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোক বার্তায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত

কুমারখালীতে পাবলিক প্লেস ও পরিবহন কর্তৃপক্ষের সাথে উদ্বুদ্ধকরন সভা

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার কুমারখালীতে তামাক বিরোধী প্রচারনার মাধ্যমে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষে পাবলিক প্লেস ও পরিবহন কর্তৃপক্ষের সাথে কর্মসূচী উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। এ্যাকশন ইন ডেভেলপমেন্ট (এইড) ঝিনাইদহ এর সহযোগীতায় শিলাইদহ রবীন্দ্র সংসদ সকালে কাজী আখতার গবেষনা সেন্টারে এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইড এর ঝিনাইদহ প্রকল্প সমন্বয়কারী এ্যাড. তপন কুমার কুন্ডু। হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার ওয়ালিউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক ও নাট্যকার লিটন আব্বাস, কবি

দৌলতপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৌলতপুর সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের আয়োজনে শিশুমেলা, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বরে ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান“ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন। উপজেলা জামে মসজিদের ইমাম মওলানা আব্দুল জলিল, ইসলামিক ফাউন্ডেশন দৌলতপুর সুপার ভাইজার মুসাকাজেম বিশ্বাস প্রমুখ।

মেহেরপুরে শিলা বৃষ্টি ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

মেহেরপুর সংবাদদাতা ॥ মেহেরপুর জেলার উপর দেয়ে হঠাৎ বয়ে যাওয়া ঝড় বৃষ্ঠিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। জেলার বিভিন্ন গ্রামের মাঠে পরি পক্ক গম, মসুরি, ভুট্টা,সহ তামাকের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। কৃষি অফিসার মাজেদুল হক জানান, কৃষক রা তাদের পরিপক্ক ফসল কাটা মাড়াইয়ের মোরসুমে হঠাৎ ঝড় ও বৃষ্টি ও হালকা শিলার কারনে বিভিন্ন প্রকার ফসলের ক্ষতি হয়েছে যা কৃষকদের আর্থিক

মেহেরপুরের বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আমিনুল ইসলাম আর নেই

মেহেরপুর সংবাদদাতা ॥ মেহেরপুরের বিষ্টি সাংবাদিক ও প্রবীন আইনজীবি অ্যাড. সৈয়দ আমিনুল ইসলাম আর নেই। শনিবার সন্ধ্যায় তার শহরের ঘোষপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যূকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। অ্যাড. সৈয়দ আমিনুল ইসলাম বেশ কিছুদিন যাবৎ মরনব্যাধী ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। মরহুম সৈয়দ আমিনুলের ইসলাম স্ত্রী, এক ছেলে ২ মেয়ে সহ অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন। অ্যাড. সৈয়দ আমিনুল ইসলাম মেহেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক মুজিবনগর পরে দৈনিক মুজিবনগর’র সম্পাদক, বাসস ও বাংলাদেশ বেতারের মেহেরপুর জেলা প্রতিনিধি দীর্ঘদিন দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি জেলা জজ কোর্টের নিয়মিতি আইন পেশায় কর্মরত ছিলেন।এছাড়াও তিনি মেহেরপুরের ইতিহাস সহ বেশ কয়েকটি বই রচনা করেছেন। এদিকে সাংবাদিক সৈয়দ আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের