বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩

জেলা তৃণমুলদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মেহেদী রুমী

দেশনেত্রী খালেদা জিয়ার আহবানে হটাও আওয়ামীলীগ, বাঁচাও দেশ আন্দোলনে সকলকে শরীক হতে হবে

আব্দুম মুনিব : আগামী ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে জেলা তৃণমূলদলের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। জেলা তৃণমূলদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাঈমের পরিচালনায় সভায় সভাপত্বিত করেন জেলা তৃণমূল দলের সভাপতি খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। গতকাল দুপুরে জেলাবিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত তৃণমূল নেতা কর্মিদের

হরতালের সমর্থনে কুষ্টিয়া শহর শিবিরের মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় বাতিলসহ জামায়াত ও শিবিরের শীর্ষ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে হরতালের সমর্থনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শিবিরের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । কুষ্টিয়া শহরের রক্সি মোড় থেকে মিছিলটি শুরু
হয়ে বড় বাজার পুরাতন রেল স্টেশন এর কাছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় । কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সেক্রেটারী মুস্তাফিজুর রহমান পলাশের ব্যবস্থাপনায় মিছিলে কুষ্টিয়া শহর শিবিরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ গ্রহন করে ।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযান ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরতলীর উদিবাড়ি এলাকার একটি বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সোমবার রাতে মডেল থানা পুলিশ এ ফেনসিডিল উদ্ধার করে। পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদ মাধ্যমে জানতে পারে শহরতলীর উদিবাড়ি এলাকায় একটি বাগানে ফেনিসিডিলের রমরমা ব্যবসা চলছে। এমন সংবাদের ভ্িিত্ততে মডেল থানার এসআই পলাশ সঙ্গীয় ফোর্সসহ উদিবাড়ি গ্রামের মাঠের মধ্যে একটি বাগানে পরিত্যাক্ত অবস্থায় ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলার যে প্রান্তেই মাদক থাকুকনা কেন পুলিশ তা উদ্ধার করবে।

কুমারখালীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পল্লীতে সাপড়ের কামড়ে শাহাজাহান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে কুমারখালীর নন্দিগ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে কুমারখালীর নন্দিগ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে শাহাজাহান আলী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে আসে। এ সময় বাড়ির পাশে বাগানে এক জোড়া সাপ খেলা করতে দেখে সে লাঠি দিয়ে সাপ দুটোকে আঘাত করে। শাজাহানের লাঠির আঘাতে একটি সাপ মারা যায়। অপরটি পাশের গর্তে লুকাতে গেলে শাজাহান তার লেজ ধরে টেনে বাইরে নিয়ে আসে। এক পর্যায়ে শাজাহান আলীর অসাবধানতা বশত সাপটি তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে বাড়ির লোজন ছুটে এসে শাজাহান আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাজান মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানাগেছে।

ঝিনাইদহে ৭ বছরের স্কুল ছাত্রী ধর্ষিত

ঝিনাইদহ প্রতিনিধি : ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার বেড়াশুলা গ্রামে ৭ বছরের এক এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। গত রবিবার এ ধর্ষণের ঘটনা ঘটলেও ধর্ষিতার পরিবারকে হত্যার হুমকি দিয়ে মামলা করতে দেয়নি প্রভাবশালীরা। শিশুটির পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পকে অবহিত করা হয়েছে। ধর্ষিত শিশুটি বেড়াশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। শিশুটির পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, রবিবার বিকালে শিশুটি বাড়ির সামনে সঙ্গীদের সাথে খেলা করছিল। এ সময় বেড়াশুলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তফা (১৮) তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সে সময় ধর্ষকের পক্ষের কতিপয় লোকজন তাকে হাসপাতালে আনতে বাঁধা দেয়। গ্রামবাসীর সহায়তায় রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, শিশুটির পরিবারের লোকজন অভিযোগ দিলে ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসিড সন্ত্রাসের মামলার বাদী পালিয়ে বেড়াচ্ছে


KvKjxi my›`i GB †Pnviv †K‡o wb‡q‡Q eLv‡U nvwdR|

মনিরুল ইসলাম মনি, খোকসা (কুষ্টিয়া): কুষ্টিয়ার খোকসায় এসিড সন্ত্রাস মামলার বাদী পালিয়ে বেড়াচ্ছেন। ৫ দিন পেড়িয়ে গেলেও দুর্বৃত্তরা ধরা-ছোঁয়ার বাইরে।খোকসার নববধূ কাকলী ও তার স্বামীর ওপর এসিড হামলার ৫ দিন পরও দুর্বৃত্তরা আটক না হওয়ায় ক্ষুব্ধ জনপ্রতিনিধি, স্কুল শিক্ষকসহ গ্রামের মানুষ। বনানীর এসিড সারভাইভারস্ ফাউন্ডেশনে চিকিৎসাধীন কাকলীর অস্ত্রোপচার আরও দু'দিন পিছিয়েছে। কাকলীর ওপর এসিড হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মঙ্গলবার পর্যন্ত আটক করা হয়নি। বিয়ে করতে ব্যর্থ হয়ে এ হামলা করা হয়েছে বলে জানান এলাকাবাসী। মামলার বাদী কাকলীর বাবা আসামীদের ভয়ে এলাকা ছেড়েছেন। প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকায় মামলার বাদীর নিরাপত্তা নিয়ে সংশয় দেখা গেছে।এদিকে কাকলীর চিকিৎসক তানভির জানান, ক্ষতের স্থান নিরূপণের জন্য আরও দু'দিন অপেক্ষা করতে হচ্ছে। বুধ অথবা বৃহস্পতিবার কাকলীর ঘাড় ও চোয়ালে প্লাস্টিক সার্জারি হতে পারে বলে জানান তিনি।

খোকসা মোড়াগাছা ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা

অর্ধশতাধিক আওয়ামী নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মনিরুল ইসলাম মনি, খোকসা: কুষ্টিয়ার খোকসায় খোকসা ইউনিয়ন বিএনপির ১ ও ২নং ওয়ার্ড কমিটির উদ্যোগে কর্মী সভা যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা বিএনপিতে যোগদান করেন। সোমবার রাতে মোড়াগাছায় খোকসা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই এরর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোজাফফর উজ জামান মিন্টু। তিনি বলেন, নির্বাচন নিয়ে ছিনিমিনি করা বাংলাদেশের জনগণ কিছুতেই সহ্য করবে না। আপনাদের নাকি অনেক জনপ্রিয়তা তবে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। বিশেষ

খোকসায় মেছোবাঘকে পিটিয়ে হত্যা

মনিরুল ইসলাম মনি, খোকসা (কুষ্টিয়া): কুষ্টিয়ার খোকসায় বিলুপ্তপ্রায় মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার হাসিমপুর গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে একটি মেছোবাঘকে ধাওয়া করে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। পরে মোড়াগাছা হাটের উপর একটি গাছের সাথে বাঘটিকে ঝুলিয়ে রাখে। পুলিশ খবর পেয়ে বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সিভিল সার্জনকে সংবর্ধনা

শরীফুল ইসলাম কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে কুষ্টিয়া জেলার নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান এবং কনসালটেন্ট মেডিক্যাল অফিসার ডাঃ বসির উদ্দিন কে বিদায়ী অভ্যর্থনা জানান। গতকাল দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবন করিডোরে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম সভাপতিত্ব করেন। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকুল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় সঞ্চালনা অনুষ্ঠানকে ডেন্টিস্ট শাখাওয়াত হোসেন পলাশ সহযোগীতা করেন। কুরআন তেলাওয়াত

নবগঠিত কুষ্টিয়া জেলা তৃণমূলদলের সাথে মতবিনিময় সভা

উজ্জল মাহমুদ : বর্তমান সরকার এ দেশকে পশ্চিমা ও ভারতীয় সাংস্কৃতি তৈরী করার জন্য পায়তারা করে চলেছে। দেশকে বাংলার প্রকৃত স্বাধীনতা ফিরে আনতে বি এন পি কে শক্তিশালী করার জন্য রাজ পথে সকল শ্রেণীর নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান বি এন পির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বি এন পির সাধারন সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দীন।

ইবির আইন ভঙ্গ করে প্রভোস্টের অনুমতি ছাড়াই আবাসিক হলে পুলিশের নিস্ফল তল্লাশি : আতঙ্কে শিক্ষার্থীরা


রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি-
 ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রভোস্টদের অনুমতি ছাড়াই বিশ্বদ্যিালয়ের আইন ভঙ্গ করে নিস্ফল তল্লাশি চালিয়েছে পুলিশ। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদের নেতৃত্বে তিন শতাধিক পুলিশ গতকাল বিকেল ৫ টার দিকে হঠাৎ করে আবাসিক হলগুলো ঘিরে ফেলে। তিন ঘন্টা ব্যাপী তল্লাশি চলাকালে পুলিশ আবাসিক হল থেকে কাউকে গ্রেফতার কিংবা কোন কিছু উদ্ধার করতে পারেনি। শান্ত পরিবেশে আকস্মিক ভাবে হলে শত শত পুলিশের প্রবেশের ফলে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। শহীদ জিয়াউর রহমান হল ও লালন শাহ হলের প্রভোস্ট হলে প্রবেশের জন্য পুলিশ তাদের কাছ থেকে অনুমতি নেয়নি বলে অভিযোগ করেছেন।পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্র মতে-গতকাল বিকেল ৪টার দিকে আকস্মিক ভাবে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তিন প্লাটুন বিজিবি অবস্থান নেয়। একই সাথে র‌্যাব ও ডিবির একাধিক গাড়ি মেইনগেটে অবস্থান নিলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থানা থেকে তিন শতাধিক পুলিশ মেইন গেটে এসে উপস্থিত হয়। বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুলিশ ও ডিবির তিন শতাধিক পুলিশ ছাত্রদের আবাসিক এলাকা ঘিরে ফেলে। শতশত পুলিশ সাদ্দাম হোসেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ জিয়াউর রহমান হল ও লালন শাহ হলে ঢুকে যায়। এসময় সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. শাহজাহান মন্ডল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান উপস্থিত থাকলেও শহীদ জিয়াউর রহমান হল ও লালন শাহ হলের প্রভোস্ট উপস্থিত ছিলেন না। তিন ঘন্টা ধরে হলগুলোতে তল্লাশি চালানো হলেও পুলিশ কোন অবৈধ আগ্নেঅস্ত্র কিংবা ধারালো অস্ত্র উদ্ধার করতে পারেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি। সন্ধার পরে জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. রূহুল আমিন ভ’ইয়া উপস্থিত হয়ে ক্ষোভের সাথে বলেন, কি কারনে কার নির্দেশে হলে অভিযান চলছে আমি কিছুই জানিনা। হঠাৎ করে ছাত্ররা আমাকে ফোন দিয়ে জানায় হলে পুলিশ ঢুকেছে। আমার হলে অভিযান চলছে অথচ প্রশাসনের পক্ষ থেকে আমাকে কিছুই জানানো হয়নি। আবাসিক হলে পুলিশ ঢুকতে হলে হল প্রভোস্টের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। কিন্তু আজ এটি লঙ্ঘিত হলো।’ ’আমি এর নিন্দা ও প্রতিবাদ জানায়। ক্যাম্পাসে খুললে শিক্ষকদের সাথে আলোচনা করে সিন্ধান্ত নিব।এছাড়া ওই হলের ছাত্ররা অভিযোগ করে বলেন-‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা হল প্রশাসনের কোন ব্যক্তির উপস্থিতি ছাড়াই পুলিশ হঠাৎ করেই হলের চার তলায় উঠে যায়। ছাত্রদের সাথে ঔদ্ধত্ব মুলক আচরন করে।

নজরুল একাডেমীর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

  হাওয়া ডেস্ক : কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর (দ্বিতীয় তলায়) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নজরুল একাডেমী কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক ও নজরুল একাডেমীর নির্বাহী সদস্য আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী ও নজরুল একাডেমীর সহ-সভাপতি লেখিকা আলম আরা জুঁই।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমী কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক ও ছড়াকার মোঃ আশরাফ উদ্দিন নজু। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী বলেণ,নজরুলকে পশ্চিমী সঙ্গায় হয়তো আধুনিক বলতে দ্বিধা করবেন অনেকেই। কিন্তু মনে রাখতে হবে তিরিশের সেই আধুনিকতা ছিলো

দৌলতপুরে পদ্মায় ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মায় ডুবে রুবেল (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে ফিলিপনগর ইউনয়নের আবেদের ঘাট এলাকার মৃত সাইফুল্লার ছেলে।এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে রুবেল তার বড় ভাইয়ের সাথে বাড়ি সংলগ্ন পদ্মা নদীতে ডিঙ্গি নৌকায় করে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর বেলা ১১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রুবেল ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

দৌলতপুরে দুই জামায়াত কর্মী গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : 
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় গোপালপুর জামে মসজিদে গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের আমীর নুর কুতুবুল আলমের ভাগ্নে আশরাফুল ইসলাম(৩২) ও সামছুল ইসলাম (৩৮) নামে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ ২০১৩ নামে প্রস্তুতকৃত আইনের খসড়া সম্পর্কে সারা দেশের শীর্ষ আলেম-উলামা ও শিক্ষাবোর্ডসমূহের মূল্যায়ন রিপোর্ট স্মারক লিপি আকারে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রদানের লক্ষ্যে গতকাল ১৭ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। নেতৃত্বদেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি ও কওমী মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পক্ষে মুফতি মাওঃ মোঃ আব্দুল হামিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল খালেক, মাওঃ আব্দুল হাকিম, মাওঃ ইলিয়াছ শাহ ও সাংবাদিক ইব্রাহিম খলিল। উক্ত স্মারক লিপিতে বলা হয় যে, সরকার যে আইন করতে যাচ্ছে, তার মাধ্যমে কওমী মাদ্রাসাগুলিকে সরকারের নিয়ন্ত্রনাধীন এবং সরকারের তল্পীবাহক হিসাবে গড়ে তুলতে চায়। যা এদেশের আলেম সমাজ কখনোই মেনে নেবে না। তাই প্রস্তাবিত আইন প্রনয়ন থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হলো। প্রেস বিজ্ঞপ্তি।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন কুষ্টিয়া বার্তার সম্পাদক খাদেমূল ইসলাম

ষ্টাফ রিপোর্টার : গতকাল বাদ মাগরিব তাবলিক জামাতের মাসিক পরামর্শ সভায় যোগদানের উদ্দেশ্যে রওনা হলে কুষ্টিয়ার লাহিনী বটতলা মোটের ট্রাকের সাথে অটো রিক্সার ধাক্কা লেগে রিক্সা ভেঙ্গে গুরো হয়ে যায়। এঘটনায় দৈনিক কুষ্টিয়া বার্তার সম্পাদক খাদেমূল ইসলামসহ আরও ৫ জনের জীবন অল্পের জন্য রক্ষা পায়।

কমরেড শেখ রওশন আলী স্মরণে জাগরণী সভা

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুষ্টিয়া জেলা শাখার উদ্দ্যেগে পাবলিক লাইব্রেরীর মাঠে বিকাল ৪টায় উপ মহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড শেখ রওশন আলির ২৯তম মৃত্যু বার্ষিকীতে জাগরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমরেড জসিম উদ্দিন মন্ডল উপদেষ্টা সদস্য সিপিবি কেন্দ্রীয় কমিট। বিশেষ অতিথি ছিলেন কমরেড মোর্শেদ আলী সদস্য কন্ট্রোল কমিউশন সিপিবি কেন্দ্রীয় কমিটি। কমরেড শেখ রওশন আলির জীবনের উপর বক্তব্য রাখেন পৌর মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক

শিক্ষা দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন’র বিক্ষোভ সমাবেশ

মহাণ শিক্ষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন’র উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় কুষ্টিয়া সরকারী কলেজ ক্যাম্পাসে একমূখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবীতে, সেশনজটমুক্ত শিক্ষাঙ্গন এবং পশ্চাৎপদ প্রতিক্রিয়াশীল শিক্ষানীতি বতিলের লক্ষ্যে ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহক্ষান জানান হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কুষ্টিয়া জেলা আহক্ষায়ক সৌরভ রায় ও সদস্য মঈনুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।