বুধবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৩

হাসপাতালে ইউএনওর শয্যাপশে মেহেদী রুমী


ষ্টাফ রিপোটার : দৃর্বৃত্তদের বোমা হামলায় আহত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম দেখতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। গতকাল দুপুর ১২ টায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে ইউএনও শারিরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সাথে বেশ কিছু সময় কাটান। এসময় তিনি বলেন, স্বাধীন দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ন একজন ব্যক্তির ওপর বোমা হামলার ঘটনা মেনে নেয়া যায় না। তিনি বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তার সাথে ছিলো জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, ক্রিরা সম্পাদক আল আমিন কানাই, কুমারখালী থানা বিএনপির যুগ্ন সম্পাদক সালেহীন মিঞা সেলিম, জেলা ছাত্রদলের সদস্য নাঈম, জেলা কৃষকদলের সদস্য মোকা প্রমুখ।

কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু


আব্দুম মুনিব : কুষ্টিয়া আদ্বদীন হসপিটালের অঙ্গ প্রতিষ্ঠান শাফিনা নার্সিং ইন্সটিটিউটের এক ছাত্রী প্রতিষ্ঠানের ৫ তলা ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নার্সিং ইন্সটিটিউটের ছাত্রীরা কর্তৃপক্ষের উপর অভিযোগ করে বিক্ষোভ করেছে। ছাত্রীরা জানায়, নার্সিং ইন্সটিটিউটের হাউজ কিপার কমলা মল্লিক ও আবাসিক কম্পিউটার শিক্ষিকা লিপি দাসের অত্যাচারের কারণেই নিহত হয়েছেন সোনিয়া (২১)। পুলিশ ও প্রত্যক্ষদোষী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৯ টায় শহরের ছয়রাস্তার মোড়ে আদ্বদীন প্রাইভেট হসপিটালের সাথে অবস্থিত শাফিনা নার্সিং ইন্সটিটিউটের ৫ তলার ছাদ থেকে পড়ে নিহত হন ওই ইন্সটিটিউটের তৃতীয়বর্ষের ছাত্রী সোনিয়া (২১)। নিহত ওই ছাত্রী ঝিনাইদহ জেলা শৈলকুপা থানার কদমতলা গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা। তিনি গত তিন বছর যাবৎ ওই নার্সিং ইন্সটিটিউটে লেখাপড়া করতেন। বিষয়টি আত্মহত্যা না হত্যা নাকি দুঘর্টনা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত শাহ আলম। তিনি বলেন, বিষয়টি জটিল।

কুমারখালীতে সংঘর্ষে নিহত-১, আহত -১০

জুয়েল : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামে এলাকার অধিপত্ত বিস্তার কে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। কুমারখালী থানার অফিসার ইনচার্জ আলী নেওয়াজ জানান, পুর্ব বিরোধের জের ধরে ওই ইউনিয়নের মোতাহার মেম্বর গ্রুপ ও আকবর মেম্বার গ্রুপ সোমবার রাত ১০ টার দিকে অধিপত্ত বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আকবর গ্রুপের মৃত ঈমান আলীর ছেলে সাহেব আলী (৬০) সহ প্রায় ১০ জনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহেব আলী মারা যায়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকালে আবার উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ এ ঘটনায় ৪ জনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, গড়াই নদীর বুকে জেগে ওঠা চর নিয়ে দীর্ঘদিন ধরে এই দুইটি গ্রুপ এলাকায় একে অপরের ওপর হামলা মামলা করে আসছে।

কুষ্টিয়ায় দুই মাদক সেবীর ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোটার : কুষ্টিয়া ভ্রাম্যমান আদালত দুই মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আইউব আলী জানান, গতকাল সকালে খাদ্যনিয়ন্ত্রকের অফিসের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর কাজী হাবিবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স মজমপুর এলাকার নাজিম ফকিরের ছেলে আওয়াল (২৫) কোর্টপাড়ার সিরাজ হোসেনের ছেলে রনি (২৪)কে আটক করে। পরে আদালত চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের ৬ মাসের কারাদণ্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল।

চাপড়ায় সংঘর্ষে নিহত সাহেব আলীর লাশ দেখতে হাসপাতালে মেহেদী রুমী


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামে এলাকার অধিপত্ত বিস্তার কে কেন্দ্র করে স্থানীয় দুই গ্র“পের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী সাহেব আলীর লাশ দেখতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। মর্গে তার লাশ দেখে তিনি নিহতের আত্বিয় স্বজনদের সান্তনা দেন সেই সাথে এ হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তি দাবী করেন। এসময় তার সাথে ছিলো জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, ক্রিরা সম্পাদক আল আমিন কানাই, কুমারখালী থানা বিএনপির যুগ্ন সম্পাদক সালেহীন মিঞা সেলিম, জেলা ছাত্রদলের সদস্য নাঈম, জেলা কৃষকদলের সদস্য মোকা, চাপড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিসুজজ্জাম জাহিদ প্রমুখ।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার’র উপর বোমা হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ


মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম’র উপর বোমা হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, মুক্তিযোদ্ধা সংসদ এবং ১৪ দলীয় জোট শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  গতকাল মঙ্গলবার দুপুর ৩টায় ভেড়ামারা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সমাবেশে অংশনেয় উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকরা। এ সময় বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌর মেয়র এবং উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, মাধ্যমিক

হরিণাকুণ্ডুতে দুই বছরের শিশু খুন : মা ও বাবা আহত


ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুর্বৃত্তদের হাতে আফ্রিদি নামে দুই বছরের এক শিশু খুন হয়েছে। এসময় তার মা শাহনাজ খাতুন ও বাবা ইউনুছ আলী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে হরিণাকুণ্ডু উপজেলার যাদবপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।  হরিণাকুণ্ডু থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান, রাতে স্বামী-স্ত্রী তাদের শিশু সন্তানকে নিয়ে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে উপর্যুপুরি কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করার পর ভোর ৫ টার দিকে শিশু আফরিদি মারা যায়। গ্রাম্য পুর্ব শত্র“তার জের ধরে এ

কুমারখালীর আবদুল আজিজ আর নেই


ষ্টাফ রিপোর্টার : কুমারখালির সদকী ইউনিয়ন বিএনপির নেতা আবদুল আজিজ আর নেই। তিনি ২৫ ফেব্র“য়ারি রাত সাড়ে ১০টায় সদকী দিঘিরপাড়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. ....রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য শুভাকাংখি রেখে গেছেন। আবদুল আজিজের মৃত্যুতে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ইবিতে চতুর্থ দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে চতুর্থ দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতি ছিল সন্তোষজনক। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীরা এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাহিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। প্রক্টরিয়াল বডি, র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা অত্যন্ত চৌকস ভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন। সেই সাথে ক্যাম্পাসে অবস্থান করছে ভ্রাম্যমান আদালত। গতকাল “ডি” এবং “ই” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রয়েসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন-সহ উচ্চ

কুষ্টিয়া শহর শিবিরের বিক্ষোভ মিছিল


সিলেটে শিবির নেতা আলী আজগার রাহাতকে গুলি করে হত্যা ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা গতকাল সকালে একবিক্ষোভ মিছিল করে . মিছিলটি শহরের সিংঙ্গার মোড় থেকে শুরু হয়ে বড় বাজার রেলগেটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় . শহর শিবিরের সেক্রেটারী মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলে শহর শিবিরের শিক্ষা সম্পাদক বেন-ইয়ামিন মুক্ত, সাহিত্য সম্পাদক মানিক হোসেন, প্রচার সম্পাদক সালাউদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ গ্রহন করে. সংক্ষিপ্ত বক্তব্যে শিবির নেতারা বলেন সিলেটে শিবির নেতা রাহাতের উপর পুলিশ গত ১৬ ফেব্র“য়ারি অন্যায়ভাবে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় দীর্ঘ ৯দিন মৃত্যুর পাঞ্জা লড়ে রাহাত গতকাল মারা গেছে. পুলিশ এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাহিত করতে চাচ্ছে. শিবির নেতারা অবিলম্বে ঘাতক পুলিশকে সনাক্ত করে আইনের আওতায় এনে বিচার এর দাবি জানায় . প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করায় জেলা বিএনপির নিন্দা

কুষ্টিয়ায় দিগন্ত টিভির সম্প্রচার আকস্মিক ভাবে বন্ধ করায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দীনসহ নেতাকর্মীরা তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে তাঁরা বলেন, স্বাধীন গণমাধ্যমের উপরে যে কোন নিয়ন্ত্রনমূলক ব্যবস্থা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। আমরা আশাকরি ক্যাবল অপারেটর কর্তৃপক্ষ রাজনৈতিক ভাবে ব্যবহার না হয়ে দিগন্ত টিভির সম্প্রচার অবিলম্বে চালু করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করায় জেলা বিএনপির নিন্দা

কুষ্টিয়ায় দিগন্ত টিভির সম্প্রচার আকস্মিক ভাবে বন্ধ করায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দীনসহ নেতাকর্মীরা তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে তাঁরা বলেন, স্বাধীন গণমাধ্যমের উপরে যে কোন নিয়ন্ত্রনমূলক ব্যবস্থা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। আমরা আশাকরি ক্যাবল অপারেটর কর্তৃপক্ষ রাজনৈতিক ভাবে ব্যবহার না হয়ে দিগন্ত টিভির সম্প্রচার অবিলম্বে চালু করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

মাওলানা আবদুল লতিফ নেজামীসহ আলেম-ওলামাদের গ্রেফতারে নিন্দা

ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলামের বিরুদ্ধে ডিজিটাল চক্রান্ত চলছে। একদল ব্লগার নাস্তিক-মুরতাদ সিন্ডিকেট ভিত্তিক ইসলামের বিরুদ্ধে অব্যাহত কটুক্তি করে যাচ্ছে। সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দেয়ার পর থেকে একদল নাস্তিক ইসলামের নবী সা.কে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে

খোকসায় পত্রিকায় আগুন দিলো ছাত্রলীগ : বিএনপির নিন্দা

খোকসা প্রতিনিধি: মঙ্গলবার সকালে স্থানীয় এজেন্টের কাছ থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে দৈনিক আমার দেশ ও সংগ্রাম পত্রিকায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আমার দেশসহ কয়েকটি জাতীয় দৈনিকের এজেন্ট ইকবাল হোসেনের কাছ থেকে আমার দেশ ও সংগ্রাম পত্রিকা নিয়ে অগ্নিসংযোগ করে দেয় খোকসা থানা ছাত্রলীগের বেশ কয়েকজন। তাদের দাবি আমার দেশ, সংগ্রাম

র‌্যাগিং নিয়ে ইবিতে রাতভর ছাত্রশিবির-ছাত্রলীগ উত্তেজনা : ছাত্রলীগ নেতাকে মারধর

রাশেদুন নবী রাশেদ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুদের র‌্যাগ দেয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে গতকাল সোমবার রাতভর শিবির ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে এসময় ভর্তিচ্ছুদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে। এঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের কর্মীরা এক ছাত্রলীগ নেতাকে মারধর করেছে। মারধরের

পুলিশ সদস্যদের পেটালো ইবি ছাত্রলীগ নেতা, গাড়ি ভাংচুর

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে মোটর সাইকেল নিয়ে ঢুকতে না দেওয়ার জেরে কর্তব্যরত অন্তত: ৬ পুলিশ সদস্যকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। পুলিশের উপর হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছে ইবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবুজর গিফারী গাফফার। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্রয়কৃত একটি পাজারো গাড়ি