শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০১৪

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশি কর্মীরা অভিবাসনের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যাপক অবদান রাখছেন : সৈয়দ বেলাল হোসেন

ষ্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস যৌথ উদ্যোগে ও ব্র্যাকের সহযোগীতায় এ কর্মসূচির আয়োজন করে। ‘নিরাপদ অভিবাসন- দিন বদলের লক্ষ্য অর্জন’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন

কুষ্টিয়া পৌরসভার অন্তর্ভূক্ত সিডিসি সমূহের বার্ষিক সাধারণ সভা

কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী বলেছেন, এই প্রকল্পের লক্ষ্য হলো নারীদের অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করা, তাদের নেতৃত্বকে বিকশিত করা এবং তাদের ক্ষমতায়ন করা। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার দরিদ্র ও হতদরিদ্র নারীদের পরিবারের শিক্ষা, ক্ষুদ্র ব্যবসা, বেকার যুবক-যুবতিদের কর্মমূখী প্রশিক্ষণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ করা হয়েছে। এই উন্নয়ন কাজগুলিকে ধরে রাখতে হলে দলীয় সভায় নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং ঐক্য ধরে রাখতে হবে। তিনি এই বার্ষিক সাধারণ সভাসমূহের মাধ্যমে সিডিসিসমূহ তাদের সঞ্চয় ও ঋণ কার্যক্রমের লভ্যাংশ ঘোষনা করার পাশাপাশি ইতোপূর্বে বাস্তবায়িত বিভিন্ন আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। গত বুধবার সকালে ও বিকেলে যথাক্রমে হাউজিং এবং হরিশংকরপুরে হাউজিং এ, বি, সি, ব্লক এবং হরিশংকরপুর সিডিসির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী

খোকসায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


মনিরুল ইসলাম মনি, খোকসা: নিরাপদ অভিবাসন, দিন বদলের লক্ষ্য অর্জন এই প্রতিপাদ্যে খোকসা উপজেলা প্রশাসন, ব্র্যাক ও প্রগতি সংঘের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।  গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল লতিফ সেখ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা রতন লাল মৈত্র, যুব উন্নয়ন কর্মকর্তা

রাজবাড়ীর খবর : বালিয়াকান্দিতে মামলা করে এখন ভিটে বাড়ী ছাড়া ওয়াজেদ শেখ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা গ্রামের ওয়াজেদ আলী শেখ বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করে। মামলা করে এখন বিপাকে পড়েছে। আসামীদের অব্যাহত হুমকি ও হামলার শিকার হয়ে ওয়াজেদ শেখ ও তার স্ত্রী-সন্তান ভিটা-বাড়ী ফেলে রেখে পালিয়ে বেড়াচ্ছে। ওয়াজেদ আলী শেখ জানান, রাজবাড়ী আদালতে বিচার চেয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের অপরাধে কয়েকবার তার স্ত্রী সাহিনা খাতুনকে মারপিট করেছে। ফলে একের পর এক মারপিট, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শনের কারনে ভয়ে ভিটেবাড়ী ফেলে রেখে এই পরিবার সর্বস্ব হাড়িয়ে পথে পথে চোঁখের জলে ভাসছে। তার জীবনে করুন কাহিনী আতœনাথ আর আহাজারিতে কান ভাড়ি হয়ে ওঠছে। এনিয়ে আদালতে মামলা করার কারনে তার স্ত্রী সাহিনার উপর চলতে থাকে অব্যাহত নির্যাতন। ভিটেবাড়ীর টানে বাড়ীতে যত বার গিয়েছে ততবার মারপিটসহ নির্যাতনের শিকার হতে হয়েছে। কোর্টে

হল খুলবে ৭ জানুয়ারী

ইসলামী বিশ্ববিদ্যালয় খুলবে ৮ জানুয়ারী 

ইবি প্রতিনিধি : শীতকালিন ছুটি শেষে আগামী ৭জানুয়ারী বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে। ৮ জানুয়ারী হতে সকল বিভাগে ক্লাস পরিক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার পরিবহন মালিক সমিতির সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্ষতিপুরণ প্রদানের সমঝোতা হওয়ায় বিশ্ববিদ্যালয় চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত ৩০ নভেম্বর বাস চাপায় শিক্ষার্থী নিহতের জেরে ছাত্রদের তান্ডবের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিবহন প্রশাসক প্রফেসর ড. মামুনুর রহমান জানান, পরিবহন মালিক সমিতির কর্তৃক উত্থাপিত ক্ষতিপুরণের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের

মিরপুরের খবর : মিরপুর থানা পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি রফিকুল

সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার, মিরপুর : খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরপুর থানা পরির্দশন করেন। তিনি মিরপুর থানায় এসে পৌঁছালে অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে তিনি মিরপুর থানার নির্মানাধীন নতুন ভবনসহ বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সন্ত্রান উন্নয়নের প্রধান অন্তরায়। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সন্ত্রাস দমনে সরকারের জিরো টলারেন্স নীতি উল্লেখ করে বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না। থানা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, সহকারী পুলিশ সুপার নিলয় রায়, মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

মিরপুরে জাতীয় বিদ্যুৎ ক্যাম্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মিরপুর : মিরপুরে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ স্কাউটের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তৃতীয় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে ৪ দিনব্যাপী স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউট মিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দ্দার মোহম্মদ আবু সালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান। বাংলাদেশ স্কাউট মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক