শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০১৪

হল খুলবে ৭ জানুয়ারী

ইসলামী বিশ্ববিদ্যালয় খুলবে ৮ জানুয়ারী 

ইবি প্রতিনিধি : শীতকালিন ছুটি শেষে আগামী ৭জানুয়ারী বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে। ৮ জানুয়ারী হতে সকল বিভাগে ক্লাস পরিক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার পরিবহন মালিক সমিতির সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্ষতিপুরণ প্রদানের সমঝোতা হওয়ায় বিশ্ববিদ্যালয় চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত ৩০ নভেম্বর বাস চাপায় শিক্ষার্থী নিহতের জেরে ছাত্রদের তান্ডবের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিবহন প্রশাসক প্রফেসর ড. মামুনুর রহমান জানান, পরিবহন মালিক সমিতির কর্তৃক উত্থাপিত ক্ষতিপুরণের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের
সাথে মালিক পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিক সমিতি প্রায় ২কোটি ৬৮ লাখ টাকা ক্ষতিপুরণ দাবি করে। মালিক সমিতির দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দরকষাকষি করলে ঝিনাইদহ-কুষ্টিয়ার বিআরটিএ প্রতিনিধিদের মধ্যস্থতা হয়। মধ্যস্থতায় মালিক সমিতির দাবিকৃত ক্ষতিপুরণ মুল্যের ৫০শতাংশ প্রদান করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মত হয়। পরিবহন প্রশাসক আরো জানান, সর্বশেষ ১কোটি ৩৪লাখ টাকা ক্ষতিপুরণ প্রদানের শর্তে গাড়ি সরবরাহে সম্মত হয়েছে পরিবহন মালিক সমিতি। তিন কিস্তিতে ক্ষতিপুরণের টাকা পরিশোধ করতে হবে। যার প্রথম ৩৫শতাংশ ১০ জানুয়ারী, পরবর্তী ৪০শতাংশ ৩০ জানুয়ারী এবং বাকি অংশ ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ের মধ্যে পরিশোধের শর্তে পরিবহন সরবরাহে মালিক সমিতি সম্মত হয়েছে বলে জানান তিনি। এদিকে এ মাসের মধ্যে গাড়ি সরবরাহ সাভাবিক না হওয়ার ফলে আগামী ৮ জানুয়ারী থেকে ক্যাম্পাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এব্যাপারে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন-‘পরিবহন মালিক সমিতির সাথে সমঝোতা হয়েছে। শীতকালিন ছুটি শেষে ক্যাম্পাসে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। এছাড়া ৭ জানুয়ারী সকল আবাসিক হল খুলে দেওয়া হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন