বুধবার, মার্চ ১২, ২০১৪

মিরপুর হাসপাতালে চিকিৎসক সংকট ॥ স্বাস্থ্য সেবা ব্যাহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্য সেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। উপজেলায় ৩৩ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ৯ জন চিকিৎসক রয়েছে। ফলে উপজেলা প্রায় ৫ লক্ষ জনগণের স্বাস্থ্য সেবা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অধিকাংশ সময়ে চিকিৎসকের সাক্ষাত না পেয়ে সেবা নিতে আসা অসহায় দরিদ্র রোগীদের ফিরে যেতে হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুন নাহার বেগম জানান, এ উপজেলায় ৩৩ জন চিকিৎসকের বিপরীতে রয়েছে ১৭জন চিকিৎসক। এর মধ্যে ডেপুটেশনের ৭ জন ও ১ জন চিকিৎসক চাকুরী থেকে অব্যাহতির আবেদন করে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার, জুনিয়ার কনসালটেন্ট সার্জারী, জুনিয়ার কনসালটেন্ট এ্যানেসথেসিয়া,

দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন বহিষ্কার

দৌলতপুর প্রতিনিধি ॥ দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেনকে মঙ্গলবার বহিষ্কার করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপির দপ্তরের দায়িত্বরত রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিস্কার করা হয়। গঠনতন্ত্রের ‘৫’ এর ‘গ’ ধারা মোতাবেক আলতাফ হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।  বিএনপির একটি সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল, ভাইস চেয়ারম্যান পদে মাহবুব লস্কর ও রুকসানা আলমকে মনোনিত

খোকসা উপজেলা নির্বাচন পূর্ববর্র্তি ২ টি মামলায় বিএনপি নেতৃবৃন্দর জামিন লাভ

ষ্টাফ রিপোটার : খোকসা উপজেলায় নির্বাচন পূর্ববর্তি ২ টি মামলায় হাই কোর্ট থেকে জামিন লাভ করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। গতকাল হাই কোর্ট থেকে তারা জামিন লাভ করে। জানা গেছে, খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, পৌর মেয়র আনোয়ার আহমেদ খান তাতারীসহ ৯০ জনকে আসামী করে খোকসা থানায় ১৫/২ ধারায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলা নং-২ তারিখ ১৭/০২/২০১৪। অপর মামলাটি খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, পৌর মেয়র আনোয়ার

শহরের হাউজিং এলাকায় দিনে দুপুরে ছিনতাইকারীর কবলে সর্বশান্ত দুধ বিক্রেতা

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় ফিল্মি স্টাইলে দিনে দুপুরে পুলিশের নাকের ডগায় ছিনতাই সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মোল¬াতেঘরিয়া এলাকায় একটি দোকানে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় পুলিশ মোল্ল¬াতেঘরিয়া মোড়ে অবস্থান করছিল। এসময় সদর উপজেলার হড়রা গ্রামের মৃত কোমেশ প্রামানিকের ছেলে দুধ বিক্রেতা আফিল উদ্দিন (৭০) মোল্লাতেঘরিয়া মোড় থেকে ২৭’শ টাকা নিয়ে হাউজিং বাজারের দিকে যাচিছল। পথিমধ্যে মোল¬াতেঘড়িয়া মোড় থেকে ১’শ গজ দুরে গেলে তার পেছনে থাকা ৩ ছিনতাইকারী তাকে মুখ বেধে ২৭’শ টাকা নিয়ে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। পরে আফিল উদ্দিন আত্মচিৎকার করলে স্থানীয়রা ছুটে

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস এলাকা থেকে ৫১ বোতল ফেনসিডিলসহ সাগর সৈকত শাহীন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সে শহরের মিলপাড়া এলাকার আব্দুল মমিনের ছেলে। জানা যায়, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শহরের চৌড়হাস এলাকায় মাদব ব্যবসায়ীরা মাদক ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার কৌশিক আহমেদ রাজীব এর নেতৃত্ত্বে র‌্যাবের একটি আভিযানিক

শহরতলীর মোল্লাতেঘরিয়ায় মোবাইলের দোকানে চুরি

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহরের মোল¬াতেঘরিয়া মোড়ে সাব্বির এন্টারপ্রাইজে চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। সোমবার গভীর রাতে এ চুরি সংগঠিত হয়। দোকানে রক্ষিত বিদ্যুৎ বিল ও বিকাশের প্রায় দেড় লক্ষাধিক নগদ টাকা ও ৯ টি মোবাইল চুরি করে নিয়ে যায় চোর চক্র। স্থানীয়রা জানান প্রতিদিনের ন্যায় মোল¬াতেঘরিয়া ক্যানালপাড়া এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে শহিদুল ইসলাম গতকাল সকাল ৮টার দিকে এসে দোকান খুলে দেখতে পায় দোকানের টিনের চাল কাটা এবং হার্ডবোর্ড ভাঙ্গা। মালামাল বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে এবং ক্যাশ বাক্স খোলা। পরে পুলিশে

সড়ক দুর্ঘটনায় আলগামন চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ মেহেরপুর সদর উপজেলার মোনাখালীকে সড়ক দুর্ঘটনায় বদরুল ইসলাম (৪০) নামের এক আলগামন চালকের মৃত্যু হয়েছে। সে শালিকা ইউনিয়নের গুচ্চগ্রামের ওমর আলীর ছেলে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে বদরুল ইসলাম আলগামন চালিয়ে নিজ বাড়ী থেকে মোনাখালী যাচ্ছিল। পথিমধ্যে মোনাখালী গোরস্থানের নিকট পৌছালে অপর দিক থেকে আসা একটি মহিষের গাড়ীর সাইড দিতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এবং মারাত্বক

খোকসায় শিমুলিয়া মহল্লা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে চাউল বিতরণ

মনিরুল ইসলাম ॥ কুষ্টিয়ার খোকসায় শিমুলিয়া মহল্লা প্রতিবন্ধী স্কুলের ৬৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে জিআর এর চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শিক্ষার্থী প্রতি সাড়ে ৭ কেজি করে চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মুস্তাফা কামাল। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল লতিফ সেখ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল ওয়াজেদ।


নিমতলায় এলাকাসভা ও গণনাটক প্রদশনী ও সহায়ক উপকরন বিতরন

আমলা অফিস ॥ কুষ্টিয়ায় আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার উদ্দোগে এলাকা সভা, গণনাটক প্রদর্শনী ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরন বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান। আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমলা ইউপি সদস্য হযরত আলী, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশাদুল হক, সোহেল রেজা,

আজ হরিণারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন

মনোয়ার হোসেনঃ আজ হরিণারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন। এতে অংশ গ্রহন করছে শক্তিশালী দুটি প্যানেল। এরা হলেন জাতীয়তাবাদী সচেতন নাগরিক সমাজ মনোনিত গোলাম রব্বান ও আমিরুল হক প্যানেল, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত অপূর্ব কুমার পাল ও এস,এম, সালাম প্যানেল। জাতীয়তাবাদী সচেতন নাগরিক সমাজ মনোনিত প্যানেল এ প্রতিদন্দিতা করছেন তারা হলেন মো ঃ আমিরুল ইসলাম হক এর ব্যালট নং - ৩, মোঃ গোলাম রব্বান এর ব্যালট নং-৮, মোঃ আব্দুর রশীদ এর ব্যালট নং-৯, বাদশা মিয়া এর ব্যালট নং- ১০, মোছাঃ আক্তার বানু