শনিবার, মার্চ ১৫, ২০১৪

বাউলদের পদচারণায় মুখরিত বারামখানা

আজ থেকে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী বাউল সম্রাট লালন সাঁইয়ের স্মরণোৎসব 

আব্দুম মুনিব : গান, বাউল মেলা ও সাধুসংঘের মধ্যদিয়ে কুষ্টিয়ার ছেউরিয়ায় অবস্থিত মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের বারাম খানা আখড়াবাড়ীতে আজ থেকে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী লালন স্মরণোৎসব। আজ সন্ধ্যায় সংগীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বাউল ফকির লালন ভক্তদের দোল পুর্ণিমা উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে স্মরণোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। এদিকে স্মরণোৎসবে যোগ দিতে দেশ বিদেশের বাউলদের পদচারণায় মুখরিত সাই এর বারামখানা। কুষ্টিয়া শহরের কোলঘেঁষে কুমারখালী উপজেলার কালীগঙ্গা নদীর তীরেই ছেউড়িয়ার লালন সমাধি। বাংলা ১২৯৭ সনের পহেলা কার্তিক ও ইংরেজি ১৭ অক্টোবর ১৮৯০ সালে এখানেই মরমি সাধক লালন শাহর শেষ শয্যা রচিত হয়।

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সরকার জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থ হাসিলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে

----------অধ্যক্ষ সোহরাব উদ্দিন

ষ্টাফ রিপোটার : দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শক্রবার বিকাল ৪টায় মিছিলটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ করে বড় বাজার রেল গেটে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ছাড়াও উপস্থিত ছিলেন অনন্যা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বড় বাজার রেল গেটে সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপির নেতৃবৃন্দ।অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ক্ষমতাসীনদের মালিকানায় রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে হাজার হাজার কোটি টাকা ভর্তুকী দিতে হচ্ছে। আর এই ভর্তুকীর টাকা মেটানোর জন্য জনগনের কথা না ভেবে বিদ্যুতের এই দাম বৃদ্ধি করা হয়েছে। জনগণের পকেট কেটেই ভর্তুকী মেটাতে হচ্ছে। বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা ইতোমধ্যে ক্ষমতাসীনদের লোকজন লুটপাট করে নিয়েছে।তিনি বলেন, হঠাৎ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সরকার দেশের মানুষের কথা না ভেবে নিজেদের স্বার্থ হাসিলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে। এই পদক্ষেপ গণতন্ত্রের বিরুদ্ধে জনগণের

কুমারখালীতে উপনির্বাচনকে কেন্দ্র করে

বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সমর্থকের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ॥ আহত অর্ধশত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার কুমারখালীতে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচনী প্রচারনার সময় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উম্মে সুমাইয়া রুনা’র সমর্থকের উপর হামলা চালিয়েছে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা। সকালে উপজেলার মহেন্দ্রপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয় কমপক্ষে অর্ধশত। আহতদের স্থানীয় ও কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এদের মধ্যে ২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, সকালে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী রুনা (তালা প্রতীক) এর সমর্থকেরা নির্বাচনী প্রচারনা চালাতে যায়। এ সময় অপর আ’লীগ সমর্থিত অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লা আল বাদশা (আনারস প্রতীক) এর সমর্থকেরা তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় তারা হাতুরী, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক যখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসে। আহতদের মধ্যে জুয়েল রানা (২৫), তারিকুল ইসলাম (২২), সিবাস (১৮)

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১ : আহত ৩

আরিফুল ইসলাম, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় ওয়াজেদ আলী ওরফে ওয়াদ আলী (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আহত হয়েছে তার তিন ছেলে একরামুল হক (৪২) আক্কাস আলী (৩৬) ও বিল্লাল হোসেন (৩২)। শুক্রবার ভোর ৪ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর পুর্বপাড়া মাঠের একটি গম ক্ষেতে এ ঘটনা ঘটেছে। দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে শুক্রবার ভোররাতে শালিমপুর এলাকার প্রতিপক্ষ মৃত বক্স মন্ডলের ছেলে জানবার আলী, মোস্তফা ও আব্দুল মান্নানসহ ৮/১০ জন ওয়াজেদ আলীর ক্ষেতের গম কাটতে থাকে। গম কাটার খবর পেয়ে ওযাজেদ আলী ও তার তিন ছেলে প্রতিপক্ষের লোক জনকে বাঁধা দিলে তারা ধারাল অস্ত্র দিয়ে পিতা ও তার তিন পুত্রকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে রিফাইতপুর নামক

আজ ইবি সাংবাদিক সমিতির নির্বাচন

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ আজ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৪ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতি। সমিতির নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকল সাংবাদিকদের মনে ভেসে ওঠেছে নির্বাচনের জোয়ার। ইবিসাস অফিস সুত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নানা প্রতিকুলতা পেরিয়ে ইবি সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৪ আজ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের ভিতরে অবস্থিত প্রেস কর্নারে বেলা ১২টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। নির্ধারিত ব্যালট পেপারের মাধ্যমে সমিতির সদস্যদের ভোট গ্রহন করা হবে। ইতোমধ্যে সমিতির এক সাধারন সভার মাধ্যমে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ও প্রধান নির্বাচন কমিশন গঠন করেছে বলে জানিয়েছেন ইবিসাসের সভাপতি মফিজুল ইসলাম পল্টন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের তথ্য,

ভেড়ামারা শিশু হাসপাতাল’র শুভ উদ্বোধন

মনির উদ্দিন মনির, ভেড়ামারা : বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে ভেড়ামারা শিশু হাসপাতাল। গতকাল শুক্রবার বাদ জুম্মা মিলাদ মাহফিল এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প’র মাধ্যমে এর যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। নবজাতক শিশুদের মান সম্মত সেবা প্রদানের লক্ষে কুঠিবাজার নতুন পান হাট সংলগ্ন শিশু হাসপাতালে বসানো হয়েছে অত্যাধুনিক বেবি সাকার মেসিন, এম্বুস, ফটো থেরাপি, নেবুলাইজার এবং নবজাতক ওয়ার্ড সহ মানসম্মত সব যন্ত্রপাতি। যশোর অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে’র কমিউনিটি মেডিক্যাল অফিসার (শিশু) ডাঃ আতিকুজ্জামান নশু পরিচালিত শিশু হাসপাতালটি ২৪ ঘন্টাই খোলা রাখা হবে। এখানে নিয়মিত রুগী দেখবেন ভেড়ামারা উপজেলা ৫০ শস্য বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স’র শিশু বিশেষজ্ঞ ডাঃ নাজিম উদ্দীন সহ খুলনা থেকে আগত কয়েকজন শিশু কনসালটেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাসদ